নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৪ নিয়ে যেসব অজানা প্রশ্ন || Secret News About Nursing Admission 2024
#নার্সিং_ভর্তি_পরীক্ষা_২০২৪ জিজ্ঞাসা করে থাকেন, তার মধ্যে কিছু অংশ তুলে ধরা হলো
#প্রশ্নঃ ১. এসএসসি পাশ করে নার্সিং পড়া যায়?? নার্সিং পড়ার যোগ্যতা কি??
#উত্তরঃ না, নার্সিং এ পড়তে গেলে আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পাশ করতে হবে।
#প্রশ্নঃ ২. মানবিক ও বাণিজ্য বা কারিগরি বা উন্মুক্ত শাখা থেকে নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় কি?
#উত্তরঃ ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর ক্ষেত্রে যে কোন বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট নূন্যতম জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় নুন্যতম জিপিএ ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।
#প্রশ্নঃ৩. মানবিক বা বাণিজ্য বিভাগ থেকে কি BSC ইন নার্সিং এ পরীক্ষা দিতে পারব?
#উত্তর: না, পারবেন না । Bsc in Nursing-এ SSC এবং HSC তে যারা সাইন্স বিভাগ থেকে পাস করেছেন। সেসব পরীক্ষার্থীরা এপ্লাই করতে পারবে। ৪ বছর মেয়াদি (বিএসসি ইন নার্সিং) এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট নূন্যতম জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
#প্রশ্নঃ৪.নার্সিং এ কি সেকেন্ড টাইম আছে??
#উত্তরঃ হ্যা, নার্সিং ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম আছে, কিন্তু এক্ষেত্রে সেকেন্ড টাইমের এর জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না
বিঃদ্রঃ ২০২৪ সালে থার্ড টাইম পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
#প্রশ্নঃ ৫. নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৪ কবে অনুষ্ঠিত হবে?
#উত্তরঃ অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১২ মার্চ ২০২৪ (মঙ্গলবার সকাল ১০.০০ টা)
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ০২ এপ্রিল ২০২৪ (মঙ্গলবার, রাত ১১.৫৯ টা)
অনলাইনে প্রবেশ পত্র ডাউনলোড শুরুর তারিখ: ২৫ এপ্রিল ২০২৪ (বৃহস্পতিবার, সকাল ১০.০০ ঘটিকা হতে)
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ০৩ মে ২০২৪ (শুক্রবার, সকাল ১০,০০-১১,০০ টা)
#প্রশ্নঃ ৬. নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন বলেন?
#উত্তরঃ নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি+ডিপ্লোমা ইন মিডওয়াইফারি:
বাংলা- ২০
ইংরেজি- ২০
সাধারণ গণিত- ১০
সাধারণ জ্ঞান- ২৫
সাধারণ বিজ্ঞান – ২৫
মোট= ১০০ নম্বর
বিএসসি ইন নার্সিং:
বাংলা- ২০
ইংরেজি- ২০
সাধারণ গণিত- ১০
সাধারণ জ্ঞান- ২০
সাধারণ বিজ্ঞান (পদার্থ, রসায়ন, জীব) – ৩০
মোট= ১০০ নম্বর
👉 Read More :
#প্রশ্নঃ ৭. বেসরকারি নার্সিং কলেজে বা ইন্সটিটিউটে ভর্তির নিয়ম কি?
#উত্তরঃ নার্সিং ভর্তি পরীক্ষায় ৪০ বা তার বেশি নম্বর পেলে, আপনার ইচ্ছেমতো বেসরকারি নার্সিং কলেজ বা ইন্সটিটিউটে ভর্তি হতে পারবেন।
#প্রশ্ন ৮. ছেলেরা কি নার্সিং কোর্স করতে পারে?
#উত্তর: হ্যাঁ, ছেলেরাও বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী কোর্স করতে পারবে। সকল নার্সিং কলেজ বা ইন্সটিটিউটে ১০% আসন ছেলেদের জন্য বরাদ্দ থাকে। কিন্তু ডিপ্লোমা ইন মিডওয়াইফারী তে শুধুমাত্র নারীপ্রার্থীদেরই নেওয়া হয়।
#প্রশ্ন ৯. নার্সিং শিক্ষা কি ইংলিশ মিডিয়াম?
#উত্তর: হ্যাঁ, নার্সিংয়ের পুরো শিক্ষা ব্যবস্থাই ইংরেজিতে পরিচালনা হয়। এ কারিকুলামের সকল পাঠ্যপুস্তক ইংরেজিতে লেখা।
#প্রশ্নঃ ১০. আমরা জন্য কোন কোর্সটি সবচেয়ে ভালো হবে?
#উত্তর: আপনি যদি সাইন্সের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে ৪ বছর মেয়াদী অর্নাস সমমানের বিএসসি ইন নার্সিং এর বিকল্প নেই। ভবিষ্যতে ক্যারিয়ার এবং উচ্চ শিক্ষার জন্য সাইন্সের স্টুডেন্টদের জন্য বিএসসি ইন নার্সিং ভালো হবে। বিদেশে উচ্চ শিক্ষা এবং নামী দামী এনজিওতে বিএসসিদের অগ্রাধীকার বেশি দেওয় হয়।
-আর মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ভালো হবে। দুটি কোর্স সম্পন্ন করার পর পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ পাবেন।
-এর পরেও যদি কোন কিছুর অজানা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ।
#Chemsikkha #Versity_Zone
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন