--> নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার | Nursing Admission Circular
Home Nursing Admission 2019 / Nursing Zone

নার্সিং ভর্তি পরীক্ষা ২০১৯ 


কিছু তথ্যঃ
পরীক্ষার তারিখঃ ২০ ডিসেম্বর
আবেদনের তারিখঃ ১৫ নভেম্বর ২০১৯ দুপুর ১২টা থেকে
আবেদনের শেষ তারিখঃ ২৯ নভেম্বর ২০১৯ সন্ধা ৭টা পর্যন্ত


  • নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে আপনি যদি ভুল কোন উত্তর দাগান সেক্ষেত্রে ভুলের জন্য কোন মার্ক কাটা যাবে না।

  •  পরীক্ষার সময় 1 ঘন্টা, অর্থাৎ ৬০ মিনিট

  •  পরীক্ষায় 100 টি mcq প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 অর্থাৎ 100 প্রশ্নের পূর্ণমান হচ্ছে 100

  •  নার্সিং ভর্তি পরীক্ষায় মেয়েদের জন্য 90% আসন বরাদ্দ এবং ছেলেদের জন্য 10% আসন বরাদ্দ থাকবে।

  • সারা বাংলাদেশে একই দিনে, একই সময়ে আটটি কেন্দ্রে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনি চাইলে যেকোনো একটি কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন।

  • যেই কেন্দ্রে'ই ভর্তি পরীক্ষা দেও না কেন, ভর্তি পরীক্ষার কেন্দ্রের সাথে, কোন কলেজে চান্স পাবে, এটার কোনো সম্পর্ক নেই।

  • পরীক্ষার কেন্দ্রগুলো হচ্ছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, আবেদন করার সময় সেই কেন্দ্রটি উল্লেখ করে দিলেই হবে। এবং এডমিট কার্ডে পরীক্ষার কেন্দ্র উল্লেখ করা থাকবে, অর্থাৎ কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে, সেটা এডমিট কার্ডে লেখা থাকবে।

  • বিএসসি ইন নার্সিং এ শুধুমাত্র সায়েন্স গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন HSC 2017/18/19 & জীববিজ্ঞানে পাস থাকতে হবে, কিন্তু অপশনাল বিষয় উচ্চতর গণিতে ফেইল থাকলেও সমস্যা নেই। ssc gpa কমপক্ষে 2.5 & hsc gpa কমপক্ষে 2.5 & ssc+hsc কমপক্ষে 6.00 থাকলে আবেদন করা যাবে।

  • ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে যেকোনো গ্রুপ থেকে যেমনঃ বিজ্ঞান / মানবিক / ব্যবসা এই এই গ্রুপ থেকে আবেদন করা যাবে। ssc gpa কমপক্ষে 2.5 & hsc gpa কমপক্ষে 2.5 & ssc+hsc কমপক্ষে 5.5 থাকলে আবেদন করা যাবে।

  • তবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটি শুধুমাত্র মেয়েদের জন্য।

  • শুধু এসএসসি পাস করে নার্সিং এ ভর্তির জন্য আবেদন করা যাবে না। নার্সিং এ ভর্তি পরীক্ষা দিতে চাইলে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাশ করতে হবে।

  • যাদের এসএসসি এবং এইচএসসি আলাদাভাবে জিপিএ 2.5 এর থেকে কম, তারা কোনোভাবেই নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে না।

  • নার্সিং ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপর কোনো মার্ক নেই। আপনি নার্সিং এ চান্স পাবেন নাকি পাবেন না, তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি পরীক্ষায় কত নম্বর পেয়েছেন তার ওপর।

  • যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা একই দিনে একই সময়ে ৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সুতরাং আপনি যেকোনো একটি কোর্সে আবেদন করতে পারবেন।
  • একই সাথে একাধিক কোর্সে আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনি যেকোনো একটি কোর্সে আবেদন করতে পারবেন।
  • আপনি হয় বিএসসি নার্সিং আবেদন করতে পারবেন, অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আবেদন করতে পারবেন, অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তো আবেদন করতে পারবেন।কিন্তু একই সাথে দুইটি বা তিনটি কোর্সে আবেদন করতে পারবেন না। যেকোনো একটি আবেদন করতে পারবেন।
  • তোমাদের মধ্যে যারা বেসরকারি নার্সিং কলেজে বা ইনস্টিটিউটে ভর্তি হতে চাও, তোমাদেরকে অবশ্যই সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সেই পরীক্ষায় কমপক্ষে 30 বা তার বেশি নম্বর পেতে হবে। এরপর তোমরা তোমাদের ইচ্ছে মত যতো খুশি ততো টা বেসরকারি নার্সিং ইনস্টিটিউট বা নার্সিং কলেজ থেকে ভর্তির জন্য ফরম তুলতে পারবে।
  • নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে অনেকেই দুশ্চিন্তা করতেছো, এত টেনশন করার কিছু নেই। নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার যখনই প্রকাশিত হবে, সাথে সাথেই আমাদের ব্লগে পোস্ট করে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
গতবছর 2018 সালে নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অক্টোবর মাসের শেষের দিকে।
সুতরাং অক্টোবর মাসে সার্কুলার দেওয়ার সম্ভাবনা আছে। তোমরা চিন্তা না করে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। আবেদন কখন করতে হবে, পরীক্ষার তারিখ কবে, এইসব তথ্য সার্কুলার প্রকাশিত হলে জানতে পারবে এবং সবকিছু আমাদের ব্লগের পোস্টে জানিয়ে দেওয়া হবে।
নিয়মিত আমাদের ব্লগের পোস্ট গুলো দেখবে এবং আমাদের সাথে কানেক্টেড থেকো।

More About Nursing :

২০১৯-২০ বর্ষের নার্সিং এর পরীক্ষার নিয়ম

ক্যারিয়ার হিসাবে নার্সিং

★★★ BSC in Nursing Question Bank || বিএসসি ইন নার্সিং প্রশ্নব্যাংক★★★

সবার জন্য শুভকামনা |

Read Also:

৪টি মন্তব্য

  1. ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে আবেদনের জন্য ৫.৯২ কি গ্রহনযোগ্য হবে?
    SSC 3.00 এবং HSC 2.92
    দয়া করে জানাবেন।
    এবং ২০১৯ এ কবে থেকে আবেদন শুরু হবে।

    উত্তরমুছুন

to Top