ভর্তি হতে কি কি লাগবে??
১. এসএসসি পরীক্ষার মেইন সার্টিফিকেট এবং মার্কশীট
২. এইচএসসি পরীক্ষার মেইন সার্টিফিকেট এবং মার্কশীট, মেইন সার্টিফিকেট না থাকলে বোর্ড থেকে প্রভিশনাল সার্টিফিকেট তুলতে হবে।
৩. ভর্তি পরীক্ষার এডমিট কার্ড
৪. পাসপোর্ট সাইজের ছবি ( সত্যায়িত), তবে অনেক প্রতিষ্ঠান সত্যায়িত চাই না, এই বিষয়ে আলাদা নোটিশ দিবে কলেজ।
৫. জন্ম নিবন্ধন সনদ / জাতীয় পরিচয় পত্র
৬. নাগরিক সনদ পত্র / চারিত্রিক সনদপত্র
৭. ভর্তি ফি কলেজ এবং কোর্স অনুযায়ী আলাদা, কোনো কোনো কলেজ একবারে টাকা নিয়ে রাখে, কেউ রাখে না, যারা হোস্টেল এ থাকবে তাদের ফি, অনাবাসিক দের থেকে বেশি হবে। সব মিলিয়ে ১০-১৫ হাজার টাকা রেডি রাখবেন। এছাড়াও বিএনএমসি ভর্তি ফি এবং কলেজ তাদের ইন্টারনাল ফি বাবদ নোটিশ দিবে।
( ফটোকপি কয় সেট লাগবে তা কলেজ কর্তৃপক্ষ আলাদা নোটিশে জানিয়ে দিবে, আমরা গ্রুপে সব কলেজের নোটিশ দেওয়ার চেষ্টা করবো)
কত টাকা লাগতে পারে?
সরকারি ইনস্টিটিউটও কলেজগুলোর ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়ম রয়েছে তবে সর্বনিম্ন 7500 টাকা থেকে শুরু করে 10000 টাকার মধ্যে দিয়ে ভর্তি শুরু হয় ।
For More Information & Help:
01705984409 (WhatsApp)
সরকারি-বেসরকারি নার্সিং কলেজে ভর্তির সব ধরনের Help & Information পেতে আমাদেরকে call করতে পারেন এবং #WhatsApp Group-এ Join হতে পারেন।
📲 01705984409 (WhatsAppGroup)
📲 01705984409 (WhatsAppGroup)
যেকোনো একটি নাম্বারে WhatsApp-এ মেসেজ দিলে নার্সিং ভর্তি WhatsApp Help Group-এ Add করা হবে।
Content Courtesy:
Labib Islam
Diploma In Nursing Science and Midwifery
Nursing & Midwifery College, Faridpur
Owner, Platelet Nursing Admission Coaching
সবার জন্য শুভকামনা! 💕
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন