Nursing Admission Migration Process - নার্সিং ভর্তি মাইগ্রেশন প্রক্রিয়া | মাইগ্রেশন a2z ✅
🔴 যে যেই কলেজে চান্স পেয়েছেন, সেই কলেজে ভর্তির অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করবেন এই ওয়েবসাইটে যে (যেকোনো কম্পিউটার দোকান থেকে করা যাবে)
🔴 অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করার পরে, যে যেই কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে প্রয়োজনীয় কাগজপত্রের মেইনকপি + সত্যায়িত ফটোকপি গুলো + মেডিকেল টেস্ট গুলোর রিপোর্ট গুলো নিয়ে যাবেন, এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
🔴 ভর্তি হওয়ার পরে মাইগ্রেশনের জন্য নিজ নিজ নার্সিং কলেজ/ইন্সটিটিউটের মাধ্যমে আবেদন করতে হবে আর একটি ফরম পূরণ করতে হবে। তিন পেইজের যে ভর্তি নির্দেশনা দেওয়া আছে, সেটার ৩য় পেইজটিই হলো মাইগ্রেশন ফর্ম।
আর চারটি নার্সিং কলেজ/ইন্সটিটিউট মাইগ্রেশনের সময় চয়েস দেওয়া যাবে। পাশাপাশি ডিপ্লোমা কোর্সের মেয়েদের ক্ষেত্রে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স পরিবর্তন করা যাবে।
অর্থাৎ কেউ যদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তে চান্স পায়, সে চাইলে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স-এ মাইগ্রেশনের সময় চয়েস দিতে পারবে।
আবার কেউ কেউ যদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ চান্স পায়, সে চাইলে মাইগ্রেশনের সময় ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে চয়েস দিতে পারবে।
তবে, বিএসসি তে কেউ চান্স পেলে ডিপ্লোমা কোর্সে মাইগ্রেশন করতে পারবে না এবং ডিপ্লোমাতে কেউ চান্স পেলে বিএসসি তে মাইগ্রেশন করতে পারবে না।
কিন্তু, আগে যেখানে চান্স পেয়েছেন, সেখানে ভর্তি হতে হবে এরপর ২১ অক্টোবরের মধ্যে মাইগ্রেশনের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আর late করলে দেরী হয়ে যাবে! 😜
এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলো, আজকে ১০০% sure হয়ে বলে দিলাম।
ফরমটি ডাউনলোড লিংকঃ
এরপর, আপনি যেখানে ভর্তির সকল কাগজপত্র জমা দিয়েছেন, সেখানে যাবেন এবং আপনার মাইগ্রেশনের ব্যপারে কথা বলবেন। তারা এটি পূরণ করে দিবে। আপনি শুধু ইনফরমেশন গুলো দিবে, তারা যদি পূরণ করে দিতে অস্বীকৃতি জানায়, তাহলে আপনি পূরণ করে, আপনার নার্সিং কলেজ/ইন্সটিটিউটের অধ্যক্ষ/প্রিন্সিপাল এর সাক্ষর, সীলমোহর করিয়ে নিবেন। এরপর সেটা জমা দিয়ে দিবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ
উপরে উল্লেখিত মাইগ্রেশন ফরম পূরণের ব্যপারে সতর্কতা অবলম্বন করতে হবে। নিজের মেধাক্রম/মেরিট পজিশনকে গুরুত্ব দিয়ে কলেজ/ইন্সটিটিউট চয়েস দিতে হবে। মাইগ্রেশনের ক্ষেত্রে এমন কোনো কলেজ/ইন্সটিটিউট চয়েস দেওয়া উচিত নয়, যেখান পর্যন্ত তোমার মেধাক্রম/মেরিট পজিশন পৌঁছবে না।
এমন কলেজ/ইন্সটিটিউট চয়েস দেওয়া উচিত যেখানে সিট পাওয়ার সম্ভাবনা আছে তবে, এটা জানার কোনো উপায় নাই, কোথায় কয়টা সিট ফাকা আছে, বা কোথায় ১০০% ভর্তি হওয়া যাবে। সম্পূর্ণ ভাবে ভাগ্যের উপর নির্ভর করে। যদি ঐ কলেজ/ইন্সটিটিউটে সিট ফাকা থাকে, ভর্তি হতে পারবেন মানে মাইগ্রেশান করতে পারবেন আর যদি সিট ফাকা না থাকে তাইলে বর্তমানে যেখানে ভর্তি হইছেন, সেখানেই পড়তে হবে।
সরকারি-বেসরকারি নার্সিং কলেজে ভর্তির সব ধরনের Help & Information পেতে আমাদেরকে call করতে পারেন এবং #WhatsApp Group-এ Join হতে পারেন।
📲 01705984409 (WhatsApp)
সবার জন্য শুভকামনা! 💕