--> MRCEM Exam Related Question and Answer
Home Medical Zone

কিছু প্রশ্ন ও উত্তর  : 


👉 MRCEM UK পরীক্ষার পার্ট কয়টি ?  
উত্তর : তিন পার্ট , MRCEM PRIMARY, MRCEM SBA, MRCEM OSCE.

👉 আমি কি ইন্টার্ণশীপ শেষ করেই MRCEM PRIMAY দিতে পারবো ?
উত্তর  : জ্বী পারবেন , এজন্য আপনার পার্মানেন্ট BMDC রেজিস্ট্রেশন লাগবে ।

👉 MRCEM PRIMARY পরীক্ষার প্রিপারেশন নিতে কতোদিন সময় লাগবে ?
উত্তর  : আপনি সঠিক নির্দেশনা পেলে ৪-৬ মাসের আন্তরিক প্রচেষ্টা ও অধ্যবসায়ে,  MRCEM PRIMARY পাশ করে যাবেন ।

👉  MRCEM পরীক্ষা কি বাংলাদেশ থেকে দেয়া যাবে ?
উত্তর  : MRCEM PRIMARY এবং MRCEM SBA/INTERMEDIATE আপনি বাংলাদেশ থেকে দিতে পারবেন।
MRCEM OSCE/Final part আপনাকে ইউকে , ওমান , ভারত,  দুবাই থেকে দিতে হবে ।

👉 MRCEM UK পরীক্ষার জন্য ট্রেণিং এর বাধ্যবাধকতা আছে কি ?
উত্তর  : আপনি বাংলাদেশের যে কোনো হাসপাতালের ইমারজেন্সী ডিপার্টমেন্টে কাজ করার ৬ মাসের অভিজ্ঞতা অর্জন করে MRCEM OSCE/ Final part এ বসতে পারবেন। MRCEM PRIMARY এবং Intermediate এর জন্য কোনো প্রকার ট্রেণিং এর প্রয়োজন নেই । 

👉 MRCEM পাশ করে জব অফার কেমন ?
উত্তর : MRCEM UK , ENGLAND এর রয়াল কলেজের অত্যন্ত সম্মানিত একটি ডিগ্রী । জব অফার প্রচুর , স্যালারীও ঈর্ষণীয় ।

👉 MRCEM পাশ করে UK তে কোন লেভেলে জব পাওয়া যাবে ?
উত্তর : MRCEM শেষ করে আপনাকে জিএমসি রেজিস্ট্রেশন নিতে হবে ।  GMC এর জন্য MRCEM  Complete করার পর আপনাকে OET/IELTS দিতে হবে । 
GMC রেজিস্ট্রেশন পাওয়া মাত্র আপনি রেজিস্ট্রার হিসেবে  সরাসরি ইউকেতে কাজ করার সুযোগ পাবেন ।

MRCEM নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই , রয়াল কলেজের ওয়েবসাইট লিংকে গিয়ে এসব তথ্য পাবেন ।   
📥 www.rcem.ac.uk

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top