--> মা - শুভদাস গুপ্ত
Home মা কবিতা আবৃতি / Bangla Kobita / Munmun Mukharjee Kobita


যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন
ভোরের হাওয়ায় বলে কান্না রাখিস না মা তো ছিলই মা তো আছেই, সবখানেতেই মা যখন ডাকি মা সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে বাইরে খোঁজিস না ব্যর্থ জীবন ক্লান্ত জীবন পাশেই আছে মা মা ববলেই স্নেরের সকাল মা বললেই তৃষ্ণার জল মা বললেই ছায়ার আচল মা বললেই দুঃখ উধাও যখন ডাকি মা মন্দিরে আর গীর্জিয় কিংবা মসজিদে সুর ভাসে একই তো সুর না মানুষ বড় কষ্টে আছে মানুষ বড় দুঃখে বাঁচে মানুষ বড় যাতাকলে মানুষ বড় চোখের জলে এর নেই কি শান্তনা দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে শীয়রে হাত রেখে বলেন আমি আছি না যখন ডাকি মা

Read Also:

to Top