Notification texts go here Contact Us Buy Now!

IBA MBA

GUIDELINE ON BBA, IBA-JU ADMISSION TEST (G-UNIT)


IBA JU
IBA, JU এর ক্ষেত্রে কি কি করনীয় হবে, আসলে IBA, DU ও IBA, JU এর প্রস্তুতি তে তেমন কোনো পার্থক্য নেই।
প্রথমেই মানবন্টন টা দেখা যাক (IBA, JU), English-30, mathematical problems-20/25, Analytical problems-05/10, Business related General Knowledge–10, Bangla-05 মোট ৭৫ মার্কস, ০৫ মার্ক এর মৌখিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় শর্টলিস্টেড হলে, এই হলো সর্বমোট ৮০ মার্ক এর ভর্তি পরীক্ষা। বাকি ২০ মার্কস SSC & HSC পয়েন্টের জন্য বরাদ্দ। সুতরাং এখানে দেখাই যাচ্ছে IBA, DU ও IBA, JU এর পরীক্ষা সিলেবাসের মধ্যে তেমন কোনো ভিন্নতা নেই। অর্থাৎ কেউ IBA, DU এর জন্য প্রস্তুতি নিলে তার IBA, JU এর জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। IBA, JU তে শুধু বাকি থাকে বাংলার ৫টি প্রশ্ন ও ব্যবসায় সাধারন জ্ঞান এর ১০ মার্ক।
এখন আসি জপিএ পয়েন্ট কেমন লাগবে?! এক্ষেত্রে IBA, DU থেকে IBA, JU তে কিছু ভিন্নতা আছে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য SSC & HSC তে ইংরেজী তে 3.5 (A) সহ মোট 8.5 থাকতে হবে (চতুর্থবিষয় সহ) আর ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ 8.00 হতে হবে। IBA, JU তে মোট আসন সংখ্যা ৫০ টি, ২৫-ছেলে, ২৫-মেয়ে।
কিভাবে প্রস্তুতি নিবেন?! IBA-DU এর প্রিপারেশন নিলে IBA. JU এর প্রিপারেশন অনেকটাই কমপ্লিট হয়ে যায়, শুধু মাত্র বাংলা এবং সাধারন জ্ঞান বাকি থাকে। আজকে এখানে আমরা জানাবো কিভাবে এই প্রতিযোগিতার বাজারে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন শুধু মাত্র প্রস্তুতির মাধ্যমে।
বাংলা
বাংলা এখানে থাকে মাত্র ০৫ মার্কের বাগধারা, ব্যকরণ, এক কথায় প্রকাশ কখন কি দিবে বলা যায় না। সেক্ষেত্রে নবম-দশম শ্রেনির মাধ্যমিক বাংলা ব্যকরণ বইটি পড়লে প্রস্তুতির কিছুই বাকি থাকবে না।
Dream’s publication এর Maple leaf JU IBA MBA Admission Guide by Rayhan Gazi এই বইটি সাধারন জ্ঞানের জন্য অন্যতম একটি বই। IBA JU (BBA & MBA) এর জন্য এই বই টি বিশেষভাবে সাজানো। বিগত বছরের প্রশ্নের অ্যানালাইসিস এর সাথে সাথে IBA JU এর প্রশ্নের ধরন মাথায় রেখে অনেক গুরুত্ব বিষয় নিয়ে সাজানো হয়েছে বইটি।
সাধারন জ্ঞানের জন্য উল্লেখ্যিত বইটির পাশাপাশি কমপক্ষে পরীক্ষার ৪ মাস আগ থেকে কারেন্ট এফ্যাইয়ার পড়তে হবে। তাছাড়া প্রতিদিন নিউজ পেপার পড়তে পারলে ভালো হয়, কমপক্ষে বিজনেস রিলেটেড নিউজ পড়লে অনেক এগিয়ে থাকা যাবে।
English, Math & Analytical:
ইংরেজীর এই ৩০ মার্কস এর মধ্যে গ্রামার, ভোকাবুলারি ও রিটেন স্ট্রাকচার তিনটি সেকশন থেকেই প্রশ্ন থাকে। যেমন- Sentence completion, Error findings, Spelling check, Synonyms and Antonyms ইত্যাদি। এই ক্ষেত্রে ইংরেজীতে ভালো করার সবচেয়ে ভালো উপায় হলো পড়ার পাশাসাশি প্রাক্টিস করা। Reading & Writing দুইটাই। ইংরেজীর জন্য যেসব বই পড়তে হবে তার লিস্ট দেওয়া হলো-
১। Barrons’ SAT- SAT এর এই বইটিতে প্রায় ৩০০০ হাজারের মত vocabulary আছে। তার সাথে 333 High frequency SAT words যা কিনা vocabulary এর মধ্যেই মার্ক করে দেওয়া আছে। এখান থেকে 333 high frequency words গুলো অবশ্যই পড়তে হবে এর সাথে যদি পুরো ৩০০০ শব্দ পড়া যায় তাহলে আর vocabulary এর জন্য আর কোনো এক্সট্রা কেয়ার এর দরকার নেই। তাছাড়া SAT এর ৬ টি মডেল টেস্ট দেওয়া আছে, যেখান থেকে ইংরেজীর গ্রামার ও ভোকাবুলারি দুইটাই প্রাক্টিস করা যাবে। এখানে ম্যাথ পার্ট থকলেও ম্যাথ প্রাক্টিস না করলেও চলবে।
২। Cliffs’ TOEFL- ইংরেজি গ্রামারের জন্য এই বইটির তুলনা নেই। গ্রামারের প্রতিটি বিষয়ই এখানে আলোচনা করা আছে। সাথে প্রতিটি সেকশনের পরই প্রাক্টিস টেস্ট দেয়া আছে, এই প্রাক্টিস গুলো অবশ্যই করতে হবে। তাছড়া এখানেও ৬টি মডেল টেস্ট দেওয়া আছে এই গুলো পরীক্ষার প্রস্তুতির জন্য কাজে দিবে। একটি পরামর্শ থাকবে এই বইটি নিয়ে, বইটি প্রথমে অনেক কঠিন মনে হলেও নিজেকে একটু সময় দিলে আস্তে আস্তে খুবই সহজ ও মজাদার হয়ে উঠবে এবং সে ক্ষেত্রে এই বইটি একটু দীর্ঘ সময় নিয়ে পড়া ভালো মোটামুটি ১-২ মাস। এতে বিষয় গুলো ভালো মত বুঝাও হবে সাথে আপনার মত করে লেসন গুলো নিতে পারবেন, যেমন- কয়েকদিন পর পর আগের টপিক ও প্রাক্টিস টেস্ট গুলো রিভাইস করা।
। GMAT– Official GMAT Review অথবা Barrons’ GMAT টা ফলো করা যেতে পারে। GMAT এর ৩টি সেকশন, English, Math & Analytical এবং এখান থেকে সব গুলোই প্রাক্টিস করলে ভালো। বিশেষ করে ম্যাথ, GMAT এর ম্যাথ গুলো থেকেই সাধারনত আইবিএ এর প্রশ্ন করা হয়। এই বইটি ফলো করলে সাধারনত আইবিএ প্রস্তুতির ৫০% কমপ্লিট বলা যায়। কেননা এখানে English & Math কে ফলো করেই আইবিএ এর প্রশ্ন করা হয়, অবশ্য তার মানে এই না যে এই বই গুলো করলেই হুবহু কমন পাওয়া যাবে পরীক্ষায়। এই বইটি একটি গাইড মাত্র। তবে IBA, JU এর ক্ষত্রে এইটার Analytical পার্ট স্কিপ করা যেতে পারে। কারন IBA, JU তে Critical Reasoning বেশি গুরুত্বপুর্ণ না।
৪। Nova GMAT Math Bible:  ম্যাথ এর প্রাক্টীসের জন্য এটি একটি অন্যতম বই। এই বইটি মুলত GMAT preparation এর জন্য সাজানো হয়েছে, এর ম্যাথ গুলো একটু কঠিন মনে হতে পারে। তবে আপনি যদি GMAT Review টি পড়তে পারেন তাহলে এটিও তেমন কিছু মনে হবে না। বিশেষ করে জ্যামিতির অংশটুকু খুব ভালোভাবে করতে হবে। এই বইয়ের জ্যামিতির প্রাক্টিস গুলো ভালোমত বুঝে করলে, জ্যামিতির জন্য অন্য কোনো বই এর দরকার নেই।
৫। GRE Big Book: এই বইটি থেকে Analytical পার্টের  Puzzle questions গুলো প্রাক্টিস করতে হবে। এখানে ২৭ টি টেস্টের মোট ৫৪ টি Puzzle question এর পার্ট আছে, এবং প্রতিটি পার্টে আবার ১৯ টি করে প্রশ্ন। তবে মজার ব্যাপার হলো এতো গুলো প্রশ্ন থাকার পরেও পরীক্ষা প্রস্তুতির সবচেয়ে সহজ অধ্যায় বলা হ্য এটিকে। কেনোনা এই প্রশ্ন গুলো সলভ করার জন্য কোনো বাধা ধরা নিয়ম নেই। শুধু মাত্র কমন সেন্স আর একটু সময়ই যথেষ্ট। তাছাড়া এক্সট্রা প্রাক্টিসের জন্য GRE এর Sentence Completion এর প্রেক্টিস গুলো এখানে থেকে করা যেতে পারে।
৬। বিগত বছরের প্রশ্নঃ বিগত বছরের প্রশ্ন সমাধান করার কোনো বিকল্প নেই। কেননা এই থেকে আপনার ধারনা হবে যে কি রকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। বিগত সব বছরের প্রশ্নগুলো সমাধান করার জন্য কোনো বই সাজেস্ট করছি না কারন এইগুলো যেকোনো বইয়ের দোকানে পাওয়া যাবে।
BANGLA (বাংলা)
যা যা পড়তে পারেন :
১. সমার্থক, বিপরীত , পারিভাষিক শব্দ, শব্দার্থ, শব্দের শ্রেণি, বাগধারা, বানান শুদ্ধি, এক কথায় প্রকাশ , সমাস, কারক, প্রত্যয় সন্ধি অনুবাদ থেকেও প্রশ্ন আসে তবে তা তুলনামূলক সহজই আসে।
২. “ম্যাপল লিফ্ বাংলা ব্যাকরণ” (বাংলা বোর্ড ব্যাকরণের আলোকে রচিত)
৩. বাংলা ১ম পত্র থেকে মূলত শব্দার্থ এবং কোনটা কার উক্তি এগুলো আসে (এখান থেকে সাধারণত ১ টা প্রশ্ন থাকে) ।
শেষে বলতে গেলে এই দাঁড়ায় যে, প্রিপারেশন নেয়ার জন্য যেমন দরকার পড়ার মনোভাব, অধ্যবসায় একই সাথে দরকার কিছু স্টাডি মেটেরিয়ালস এবং সুন্দর ও সুনির্দিষ্ট গাইডলাইন। তাই এসব দিক বিবেচনা করে Maple Leaf Education, IBA-JU WMBA Program এর সফল ধারাবাহিকতায়, আপনাদের জন্য IBA, BBA Admission Program চালু করেছে। Maple Leaf Education এর সকল Instructors, IBA-DU ও IBA-JU এর বর্তমান শিক্ষার্থী। আমাদের লেকচার শিট থেকে শুরু করে সকল প্রকার স্টাডি মেটেরিয়ালস গুলো GMAT, GRE, SAT, TOEFL ফলো করে তৈরি করা। সাথে বিগত বছরের সকল প্রশ্ন অ্যানালাইসিস এর মাধ্যমে প্রতিটি স্টাডি মেটেরিয়ালস সমন্বয় করা হয়েছে। তাছাড়া IBA এর জন্য যেমন গাইডলাইন দরকার তা শুধু মাত্র IBA তে পড়ুয়া Students দ্বারাই সমন্বয় করা সম্ভব। সারাদেশে Maple Leaf Education, IBA-JU ভর্তি পরীক্ষার একমাত্র Specialized Guideline provider। আমরা শিক্ষার গুনগত মানে বিশ্বাস করি, কারন ব্যবসায় করার জন্য অন্যান্য ক্ষেত্র সর্বদাই খোলা আমাদের।
আমাদের সাথে যোগাযোগ করুন এখানে https://mapleleafeducation.wordpress.com/contact/
আমরা, ম্যাপল লিফ পরিবার, আছি আপনারই সহযোগিতায়। আমাদের সুদক্ষ টিচার্স প্যানেল এবং মানসম্মত শিক্ষাদান পদ্ধতির সাথে স্ট্যান্ডার্ড লেকচার্স- সব মিলিয়ে আপনার প্রিপারেশন জার্নিকে আরও সহজ করতে ম্যাপল লিফ পরিবারকে সবসময়ই আপনার প্রয়োজনে সাথে পাচ্ছেন। আমাদের এখানকার টিচাররা সবাই ঢাবি এবং জাবির আইবিএ’র এমবিএ’র স্টুডেন্ট।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.