--> ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ || BUMS, BAMS and BHMS Admission Circular 2021
Home Medical Zone / Nursing Admission 2021

ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ || BUMS, BAMS and BHMS Admission Circular 2021

ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ভর্তি বিজ্ঞপ্তি
বিইউএমএস, বিএএমএস ও বিএইচএমএস ভর্তি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

সরকারি/বেসরকারি ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ dghs.gov.bd ওয়েবসাইটে  প্রকাশিত হয়েছে। আবেদন যোগ্যতা, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার মানবন্টন, আবেদন পদ্ধতিসহ সকল বিষয় আলোচনা করা হল ।

সরকারি/বেসরকারি ইউনানী মেডিকেল কলেজ, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ০৩টি কোর্সে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে যোগ্য শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। কোর্স ০৩টি হলো ব্যাচেলর অব ইউনানী মেডিসিন এন্ড সার্জারী (বিইউএমএস), ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারী (বিএএমএস) এবং ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (বিএইচএমএস)।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ


অনলাইনে আবেদন শুরুঃ ১৩ জুন ২০২১
আবেদন শেষঃ ১৩ জুলাই ২০২১
আবেদন ফিঃ ১০০০/- টাকা
ভর্তি পরীক্ষাঃ
এডমিট কার্ডঃ

আবেদন লিঙ্কঃ dghs.teletalk.com.bd

হেল্পলাইন নম্বরঃ 01550157750
ই-মেইলঃ dghs@teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটঃ dghs.gov.bd

আবেদন যোগ্যতাঃ

ক) আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।

খ) ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস করতে হবে। উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয়সহ পাস করতে হবে।

গ) এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে এবং আলাদাভাবে জিপিএ ৩.৫০ বা তদুর্ধ্ব হতে হবে।

ঘ) সকল উপজাতীয় ও পার্বত্য জেলার উ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকতে হবে এবং আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে।

ঙ) সকল প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

আসন সংখ্যাঃ


সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের জন্য বিইউএমএস, বিএএমএস কোর্সে এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের জন্যে বিএইচএমএস কোর্সে মোট আসন সংখ্যার বিভাজন নিচে দেওয়া হলো।

মেডিকেল কলেজ আসন সংখ্যাঃ

সরকারি ইউনানী মেডিকেল কলেজ ২৫
সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ২৫
সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ৫০

ভর্তি পরীক্ষার মানবন্টনঃ


ভর্তি পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। পরীক্ষা হবে এমসিকিউ (Multiple Choice Question) পদ্ধতিতে। ভর্তি পরীক্ষার মানবন্টন নিচে দেওয়া হলো।

বিষয় নম্বরঃ

জীববিজ্ঞান ৩০
রসায়ন ২৫
পদার্থ ২০
ইংরেজি ১৫
সাধারণ জ্ঞান ১০
মোট = ১০০ নম্বর

বি.দ্র. ভর্তি পরীক্ষার জন্য সিলেবাস হিসেবে এইচএসসি/সমমান পরীক্ষার সিলেবাস নির্ধারণ করা হয়েছে।

নিচে ইউনানী, আয়ুর্বেদিক মেডিকেল এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ নিচে ছবি আকরে দেওয়া হলো।

বিজ্ঞপ্তি ডাউনলোড লিংকঃ

Click here to Download




আবেদন পদ্ধতিঃ


সরকারী/বেসরকারী ইউনানী, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিভাবে Online-এ আবেদন করবেন তা নিম্নে উল্লেখ করা হলো।

১) প্রথমে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট dghs.teletalk.com.bd ভিজিট করতে হবে।

২) উপর্যুক্ত লিঙ্কে ভিজিট করলে প্রার্থী দুটি অপশন দেখতে পাবেন।

i) SSC/HSC/Alim

ii) O-Level/A-level

আপনি যদি বাংলাদেশে পড়া লেখা করে থাকেন তাহলে প্রথম অপশন নির্বাচন করবেন। তবে আপনি বিদেশে পড়া লেখা করে থাকলে দ্বিতীয় অপশন নির্বাচন করবেন। তারপর “Next” বাটনে ক্লিক করবেন।

৩) এই পেজে আপনি আবেদন ফরমটি পেয়ে যাবেন। আবেদন ফরমটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে Submit করুন।

আবেদন করতে যেসব তথ্যাবলীর প্রয়োজন হবে তা নিচে দেওয়া হলো।

আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলিঃ


১) ৩০০ X ৩০০ Pixel মাপের নিজে একটি ছবি। ফাইলের সাইজ 100 KB এর বেশী হতে পারবে না।

২) ৩০০ X ৮০ Pixel মাপের নিজে একটি স্বাক্ষরের ছবি। ফাইলের সাইজ 60 KB এর বেশী হতে পারবে না।

৩) আবেদনের সময় ইংরেজীতে প্রার্থীর নিজের জেলা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বিস্তারিত ভাবে নিজের কাছে রাখতে হবে।

৪) এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার বিস্তারিত তথ্য কাছে রাখতে হবে।

৫) ভর্তিচ্ছু সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কোর্সের নাম নিজের পছন্দের ক্রমানুসারে সাজিয়ে লিখতে রাখতে হবে। আবেদনের পর এই তথ্য আর পরিবর্তনের সুযোগ থাকবে না। নিচে কোর্স এবং কোর্স সংক্রান্ত কোড দেওয়া হলো।

কোর্স কোড কোর্সের নাম মেডিকেল কলেজঃ

১১১ বিইউএমএস সরকারি ইউনানী মেডিকেল কলেজ
১১২ বিএএমএস সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ
১১৩ বিএইচএমএস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

আবেদন ফি জমাদান প্রক্রিয়াঃ


অনলাইনে আবেদন করার পর SMS এর মাধ্যমে অবশ্যই ফি জমা দিতে হবে। শুধুমাত্র ফি জমা দেওয়ার পরই আবেদনপত্র চূড়ান্ত ভাবে গৃহীত হবে। শুধু ফিসের টাকার জন্য প্রি-পেইড টেলিটক সিম ব্যবহার করতে হবে। অন্য যেকোন কাজে যেকোন অপারেটরের সিম হলে সমস্যা নেই। আবেদন ফি প্রদান করা যাবে ০২টি SMS এর মাধ্যমে। আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন সফলভাবে সম্পন্ন করার পর প্রাপ্ত Invoice No. এর মাধ্যমে।

প্রথম SMS: UNAH<স্পেস>Invoice No. লিখে SMS পাঠাতে হবে 16222 নম্বরে।

দ্বিতীয় SMS: UNAH<স্পেস>Yes<স্পেস>PIN লিখে SMS পাঠাতে হবে 16222 নম্বরে

দ্বিতীয় SMS করার মধ্যে দিয়ে ১০০০/- টাকা পরীক্ষার ফি বাবদ কেটে রাখা হবে। এবং কনফার্মেশন ম্যাসেজের সাথে একটি User ID এবং Password দেওয়া হবে যেটি সংরক্ষণ করে রাখতে হবে


প্রবেশ পত্র ডাউনলোডঃ



প্রবেশপত্র বিষয়ে সকল তথ্য SMS এর মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্র বিতরণ শুরু হলে প্রার্থীএ এই ওয়েবসাইট dghs.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তবে প্রবেশপত্র ডাউনলোড করতে আবেদন ফি জমা দেওয়ার পর যে  User ID এবং Password পাবেন সেটি দরকার হবে।

জেনে রাখা ভালোঃ


১) অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশাবলী ভালভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে।

২) আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ এবং চূড়ান্তকরণ কম্পিউটারের মাধ্যমে করা হবে।

৩) নির্বাচিত প্রার্থীদের দেওয়া তথ্য অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হবে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে

৪) ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।


সবার জন্য শুভকামনা! 💕

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top