--> নার্সিং ভর্তি সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর
Home Nursing Admission 2021 / Nursing Zone

 নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত আপনার প্রশ্ন আর আমাদের উত্তর 📣📣



⚠️ কোথায় নার্সিং পড়ানো হয়??


☑️ বিভাগীয় অথবা জেলার বিভিন্ন হাসপাতালে অবস্থিত নার্সিং ইন্সটিটিউট (ডিপ্লোমা) অথবা নার্সিং কলেজে (বিএসসি) নার্সিং পড়তে হয়। সরকারি বিএসসি ইন নার্সিং কলেজ ১৩ টি, সরকারি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট ৪৬ টি ও সরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইন্সটিটিউট ৪১ টি।


⚠️ কী কী পড়ানো হয়??


☑️ মেডিকেল রিলেটেড প্রায় সব বিষয়ই পড়ানো হয়। আপনি চাইলে Google মামা থেকে "Nursing Study Subject / Curriculum লিখে সার্চ দিয়ে আইডিয়া নিতে পারেন। তবে, ভালো হবে BNMC এর website visit করুন। সেখানে বাংলাদেশের নার্সিং এর সকল আপডেট ইনফরমেশন দেওয়া আছে।


⚠️ কোর্সের সময়কাল কত??


☑️ নার্সিং এ ৩ টি কোর্স আছে। 

১) বিএসসি ইন নার্সিং, ৪ বছর মেয়াদি। 

২) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ৩ বছর মেয়াদি। 

৩) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ৩ বছর মেয়াদি। 

উল্লেখ্য,

দুইটি কোর্সের ক্ষেত্রেই কোর্সশেষে ৬ মাসের ইন্টার্ণশিপ আছে।


⚠️ ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হয়??


☑️ ২০১৯ সালে ডিসেম্বরের ২০ তারিখে পরীক্ষা হয়েছিলো। এবছর কোভিড-১৯ পরিস্থিতির কারনে সঠিক সময়/তারিখ বলা যাচ্ছেনা। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন! আপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত থাকুন।

তবে, ভার্সিটি ও মেডিক্যাল ভর্তি পরীক্ষার কাছাকাছি কোনো সময়ে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়।


⚠️ কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয়??


☑️ নার্সিং এ বিএসসি ও ডিপ্লোমা কোর্সের মানবন্টন নিচে দেওয়া হলোঃ


১) বিএসসি ইন নার্সিংঃ

বাংলা-২০, ইংরেজী-২০, গনিত-১০, জীববিজ্ঞান-১০, পদার্থবিজ্ঞান-১০, রসায়ন-১০, সাধারন জ্ঞান-২০।

★★★ BSC in Nursing Question Bank || বিএসসি ইন নার্সিং প্রশ্নব্যাংক★★★


২) ডিপ্লোমার ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিঃ

বাংলা-২০, ইংরেজী-২০, গনিত-১০, সাধারন জ্ঞান-২৫, সাধারন বিজ্ঞান-২৫।


⚠️ নেগেটিভ মার্কিং আছে??


☑️ বিগত বছরগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং ছিলো না। এই বছরে যদি নেগেটিভ মার্কিং থাকে, সেটা ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। আপডেট পেলে আমরা পোস্ট করবো।


⚠️ কী রকম পরীক্ষা হয়??


☑️ ভর্তি পরীক্ষায় ১০০ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে, ১০০ মার্কের। সঠিক উত্তর OMR পেপারে বৃত্ত ভরাট করতে হয়।


⚠️ চান্স পাওয়ার ক্ষেত্রে জিপিএ কোনো ভূমিকা পালন করে কি??


☑️ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রকাশিত নার্সিং ভর্তি নীতিমালা ২০১৯ অনুযায়ী, ssc & hsc এর জিপিএ এর উপর ৫০ মার্ক আছে (ssc 20 and hsc 30 মার্ক)। 

জিপিএ মার্ক বের করার জন্য, (ssc gpa গুণ 4)+(hsc gpa গুণ 6) = যা আসে!! 

জিপিএ মার্ক চান্স পাওয়ার জন্য অনেক বেশি সহায়ক!!


⚠️ কীভাবে আবেদন করতে হয়??


☑️ টেলিটক সিম এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। বিজ্ঞপ্তিতে বিস্তারিত থাকবে। আপনি অনলাইন কাজে দক্ষ হলে ঘরে বসেই নিজে নিজে আবেদন/এপ্লাই করতে পারবেন, অথবা যেকোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন।


⚠️ নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে কত টাকা লাগে??


☑️ বিএসসি ইন নার্সিং ৭২৫ টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে আবেদন ফি ৫২৫ টাকা।


⚠️ পরীক্ষার কেন্দ্র কোন কোন বিভাগে হয়??


☑️ চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল এবং খুলনা। 


⚠️ এক্সাম সেন্টার বা পরীক্ষা কেন্দ্র কোথায় কিংবা আমার সিট কোথায় পড়বে??


☑️ আপনি যখন অনলাইনে এপ্লাই/আবেদন করবেন তখন ৮ টি কেন্দ্রের যেকোনো একটি কেন্দ্র সিলেক্ট করবেন। 

আপনার পরীক্ষা কেন্দ্র ও সীট কোথায় পড়বে, সেটি এডমিট কার্ডে উল্লেখ থাকবে। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 

ঢাকার কেন্দ্র গুলো সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়ে থাকে তবে, শিক্ষার্থীদের সংখ্যার উপর নির্ভর করে কেন্দ্র সংখ্যা বাড়তে পারে!


⚠️ কত নম্বর পেলে কোথায় চান্স পাবো?? 


☑️ MCQ তে প্রাপ্ত মার্ক (১০০) এবং জিপিএ ভিত্তিক মার্ক (৫০), এই দুইটি যোগ করে মেরিট স্কোর তৈরি হবে। মেরিট স্কোর এবং আপনার কলেজ পছন্দক্রম অনুযায়ী আপনাকে প্রতিষ্ঠান সিলেক্ট করে দেয়া হবে (সরকারি)। আপনার প্রাপ্ত স্কোরের উপর নির্ভর করে, যেকোনো প্রতিষ্ঠানে চান্স পেতে পারেন।

তবে সরকারি প্রতিষ্ঠানে চান্স ৩ টি বিষয়ের উপর নির্ভর করেঃ

১) নার্সিং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর 

২) GPA এর উপর প্রাপ্ত নম্বর এবং 

৩) আপনার প্রদেয় নার্সিং কলেজ/ইন্সটিটিউট এর পছন্দক্রমের উপর নির্ভর করবে।


⚠️ আবেদন করার সময় কলেজ চয়েজ কীভাবে দিবো?? আর জেলা কোটা সম্পর্কে কিছু বলেন??


☑️ নার্সিং ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের ৬০% শিক্ষার্থী (বেশি স্কোর প্রাপ্ত) জাতীয় মেধায় বিভিন্ন সরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউটে চান্স পাবে।

এবং ৪০% শিক্ষার্থী জেলা কোটায় চান্স পাবে। বাংলাদেশের ৬৪ টি জেলার শিক্ষার্থীদের জন্য জেলা কোটা আছে। জেলা কোটার সুযোগ পেতে হলে আপনাকে অবশ্যই আপনার নিজ জেলার ভর্তি পরীক্ষার্থীদের থেকে বেশি মার্ক পেতে হবে।


নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন করার সময় পছন্দ মতো যেকোনো ১০ টি নার্সিং কলেজ/ইন্সটিটিউট চয়েজ দেওয়া যায়। আর কলেজ চয়েজের ক্ষেত্রে প্রাধান্য দিবেন, আপনার নিজ বিভাগ ও জেলার মধ্যে অবস্থিত নার্সিং কলেজ/ইন্সটিটিউট গুলো প্রথম দিকে দিবেন আর বাকি গুলো আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিবেন।


⚠️ সরকারিতে চান্স না পেলে বেসরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউটে হতে চাই, ভর্তি প্রক্রিয়া কেমন?


☑️নার্সিং ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৪০। ভর্তি পরীক্ষায় ৪০+ মার্ক পেলে আপনি যেকোনো বেসরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউটে ভর্তি হওয়ার যোগ্যতা রাখেন।

বেসরকারিতে ভর্তির ক্ষেত্রে, যেই কলেজে/ইন্সটিটিউটে ভর্তি হতে চান, সেখান থেকে নিজ দায়িত্বে ভর্তি ফরম উত্তোলন করে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন।


ভালো প্রতিষ্ঠানগুলো প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি নেয়। তবে, আলাদা পরীক্ষা দেয়া লাগবে না। এক্ষেত্রে, নার্সিং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরকে মূল্যায়ন করা হয়।


Read more : 


Read Also:

1 টি মন্তব্য

to Top