ইউনিট,সাবজেক্ট ,আসন সংখ্যা, পরীক্ষা পদ্ধতি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপর মার্ক ও গণনা= মোট ১০০ নম্বর
SSC point × 8 = 40
HSC point × 12 = 60
★A unit: ★
আসন সংখ্যা (সাধারণ ২৮০,মুক্তিযুদ্ধ ১৮,উপজাতি ০৭)
আবেদনের যোগ্যতা -
এসএসি ও এইচএসসি তে জিপিএ ৩ সহ মোট ৬.৫ থাকতে হবে।
>কিভাবে প্রস্তুতি নিতে হবে 😳
এই ইউনিট প্রশ্নপত্র প্রণায়ন করা হয় বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন,জীব এবং গনিত এই ৬ সাবজেক্ট থেকে ২০ টি করে মোট ১২০ টি প্রশ্ন থাকবে।যে কোন ৫ টির উত্তর করতে হবে। সময় 1:30 মিনিট 🙂 কোন নেগেটিভ মার্ক্স নেই 🙂
পদার্থ, গনিত এবং রসায়ন মাস্ট উত্তর দিতে হবে।
★B unit:★
আসন সংখ্যা (সাধারণ ২৭৮,মুক্তিযুদ্ধ ১৯,উপজাতি ০৮)
আবেদনের যোগ্যতা -
এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৩:০০ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে।
কিভাবে প্রস্তুতি নিতে হবে O_O
এই ইউনিট এ প্রশ্নপত্র প্রণায়ন করা হয় বাংলা,ইংরেজী, পদার্থ, রসায়ন,জীব এবং গনিত এই ছয় সাবজেক্ট থেকে।সর্বোমোট ১২০ টা প্রশ্ন থাকবে। ১০০ টা উত্তর দিতে হবে।সময় 1:30 মিনিট :-) কোন নেগেটিভ মার্ক্স নেই :-)
উল্লেখ্য, পদার্থ, জীব এবং রসায়ন মাস্ট উত্তর করতে হবে।
★C unit:★
আসন সংখ্যা (সাধারণ ৮৩,মুক্তিযুদ্ধ ০৫,উপজাতি ০২)
আবেদনের যোগ্যতা -
এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৩:০০ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে।
>কিভাবে প্রস্তুতি নিতে হবে O_O
এই ইউনিট প্রশ্নপত্র প্রণায়ন করা হয় বাংলা অ ইংরেজী (একসাথে),পদার্থ, রসায়ন,জীব এবং গনিত এই ৫ সাবজেক্ট থেকে।বিকল্প কোন বিষয় থাকবে না।সর্বোমোট 100 টা প্রশ্ন থাকবে সময় 1:30 মিনিট :-) কোন নেগেটিভ মার্ক্স নেই :-)
★D unit:★
আসন সংখ্যা→সাধারণ (বিজ্ঞান ২৬৮,ব্যবসায় শিক্ষা ৫৫,মানবিক ১৭)মুক্তিযুদ্ধ (বিজ্ঞান+ব্যবসায় শিক্ষা+মানবিক) ২৩,উপজাতি ১৩=৩৭৬সিট
আবেদনের যোগ্যতা -
এসএসসি ও এইচএসসি তে জিপিএ ২.৫ সহ মোট জিপিএ ৬.০ থাকতে হবে।
---
ডি ইউনিট এর প্রশ্নপত্রের ধরণ -
বাংলা-২৫
ইংরেজী-২৫
জিকে-২৫(বাংলাদেশ)
জিকে-২৫(আন্তর্জাতিক)
★E unit:★
আসন সংখ্যা (সাধারণ ১৪৭,মুক্তিযুদ্ধ ১০,উপজাতি ১০)
ই ইউনিট এর প্রশ্নপত্রের ধরণ -
বাংলা-২৫
ইংরেজী-২৫
জিকে-৫০(বাংলাদেশ,আন্তর্জাতিক এবং উচ্চ মাধ্যমিক এর সিলেবাস)
★F unit:★
আসন সংখ্যা (সাধারণ ৮১,মুক্তিযুদ্ধ ০৬,উপজাতি ০৩)
এফ ইউনিট এর প্রশ্নপত্রের ধরণ -
বাংলা-২০
ইংরেজী-২০
হিসাব বিজ্ঞান-২০
ব্যাবসায় নীতি অ প্রয়োগ -২০
মার্কেটিং অথবা ফাইনান্স-২০