Dental Admission Test Suggestions || ডেন্টাল ভর্তি পরীক্ষার সাজেশন
ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য কোন গুলো বেশি ফোকাস দিব ---দেখে নাও
ইংরেজিঃ
বিসিএস সব একদম ভালো করে +রুলস সহ মানে অন্য উদাহরণ দিলে যেন বুঝতে পার এটা এই রুলস এর মধ্যে পড়বে।এপেক্স এ ভালো আছে +যার যে বই আছে।
বিসিএস বিসিএস বিসিএস বার বার বলছি ভাল করে(বিসিএস এ অনেক প্রশ্ন এগুলো ভাল করে নিজের আয়ত্বে আনো)
এমবিবিএস+বিডিএস প্রিভিয়াস প্রশ্ন
উপরের গুলো যদি পুরোপুরি নিজের আয়ত্বে আনতে পারো তাহলে Du question দেখতে পার
Most important topic:
Parts of speech
Appropriate preposition
Correction,right form of verb
Synonym and idioms
Idiom and phrase
Translation and proverb
Narration,voice
Biology:
1.এমবিবিএস এর জন্য যে গুলো পড়েছো +কোচিং যে গুলো দাগিয়ে দিসে ওগুলার বাইরে পড়ার কোনো দরকার নাই।
২.ব্রাকেট এ যে ইংরেজি শব্দ থাকে ওগুলো পড়বা।
৩.কারো কাছে গাইড থাকলে দেখবা একজায়গাই অনেক লেখক এর বই এর অনুশীলন এর প্রশ্ন উত্তর দেওয়া আছে ওগুলা দেখবা।
৪.যে লাইন টাই পড় না কেন আগে বুঝবা এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে তার পর পড়বা।
৫.সহজ জিনিস বাদ দিয়ে কেউ বেশি ডিপ এ পড়তে যাবে নাহ।
৬.প্রিভিয়াস মেডিকেল ও ডেন্টাল এ প্রশ্ন গুলো পড়বা +কোনটপিক থেকে এসেছে সে গুলো থেকে আর কি কি আস্তে পারে সেগুলো দেখবা অবশ্যই।
৭.এত দিন যা পড়েছো সেগুলো বুজে বুজে পড়, ভাবো।
পদার্থঃ
১.অনুশীলনীর প্রশ্ন +অধ্যায় শেষ এ যে সারঃসংক্ষেপ৷ থাকে ওগুলো।
২.উদাহরণ এর অংক ছোট ছোট গুলো
৩.ব্রাকেট এর ইংরেজি শব্দ +বোল্ড কালারে লিখা
৪.এমবিবিএস +বিডিএস এর প্রিভিয়াস প্রশ্ন + কোন টপিক থেকে এসেছে সে গুলো ভাল করে বুঝে পড়ব
৫.এমবিবিএস এর বাইরে পড়ার দরকার নাই।
সাধারণ জ্ঞানঃ
১.বিসিএস সব
২.দিবস গুলো থেকে একটা আসে প্রায়
৩.মুক্তিযুদ্ধ +ইতিহাস ভাল করে
৪.রেটিনার ডাইজেস্ট কারও কাছে থাকলে অনুশীলনি তে যে গুলো থাকে সব পড়বা ভারসিটি সহ যা এসেছে।
৫.সাম্প্রতিক করোনা থেকে আশার চান্স বেশি অনেক + কারেন্ট অ্যাফেয়ার্স
রসায়নঃ
১.হাজারী,কবির,আজিবুর স্যার মানে গাইড এ দেখবা সব লেখকের বই এর অনুশীলনির উত্তর দেওয়া আছে ওগুলা পড়বা
২.কোচিং বা প্রাইভেট এ দাগানো সব পড়বা
৩.ইজি সংকেত যে গুলো ওগুলো পড়বা
৪.ইংরেজি word বোল্ট আকারে যেগুলো থাকে ওগুলো পড়বা।
হতাশা,নারভাস নেস থাকা যাবে নাহ। আগেও বলছি তোমার প্রিপারেশন ভালো কিন্তু তুমি নারভাস হয়ে গেলে কিছুই লাভ হবে নাহ। সব সময় আল্লাহ কে স্মরণ করিও।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন