--> Nursing Exam Rules ।। নার্সিং ভর্তি পরীক্ষার নিয়ম ও যোগ্যতা
Home Nursing Admission 2019 / Nursing Zone

নার্সিং ভর্তি পরীক্ষার নিয়ম ও যোগ্যতার পরিবর্তন



Previous Post : নার্সিং সার্কুলার ২০১৯-২০

বিএনএমসি কর্তৃক ২০১৯ সালে প্রনীত নতুন ভর্তি নীতিমালা অনুসারে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি শ্রিগ্রই প্রকাশ করা হবে। নতুন নীতিমালায় ভর্তি যোগ্যতা ও পদ্ধতি নিম্নরুপভাবে সরকারি-বেসরকারি একইসাথে পরিক্ষা গ্রহন করা হবে।
নিয়ম-
১। এসএসসি ও এইচএসসি জিপিএ ভিত্তিতে ৫০ মার্ক থাকবে,১০০ নাম্বারের mcq পরীক্ষা হবে
২। বিএসসির জন্য এসএসসি+এইচএসসি সর্বনিম্ন জিপিএ ৭.০০ হতে হবে(কোনটায় ৩.০০ এর নিচে হলে হবেনা) এবং উভয় পরীক্ষায় জীব বিজ্ঞানে৷ ৩.০০ হতে হবে
৩। এসএসসি ২০১৬,২০১৭ এবং এইচএসসি ২০১৮,২০১৯ সালে পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে
৪।ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারির জন্য দুটো মিলে ৬.০০ হতে হবে এবং কোনটায় ২.৫০ এর নিচে হলে হবে না
৫।যেসব বিষয়ের উপর ভর্তি পরীক্ষা হবে

বিএসসি- 

বাংলা-২০,
ইংরেজি-২০,
গনিত-১০,
বিজ্ঞান(পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান) -৩০, 
সাধারণ জ্ঞান-২০। 
মোট ১০০

ডিপ্লোমা এবং মিডওয়াইফারি-

বাংলা-২০,
ইংরেজি-২০,
গনিত-১০,
সাধারন বিজ্ঞান-২৫,
সাধারন জ্ঞান-২৫।
মোট ১০০

Recent Post : ক্যারিয়ার হিসাবে নার্সিং

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top