--> যারা সরকারি নার্সিং কলেজে/ইন্সটিটিউটে চান্স পাবে, কী কী কাগজপত্র READY রাখবেন?
Home Nursing Admission 2019 / Nursing Admission 2021 / Nursing Admission 2022 / Nursing Zone

যারা সরকারি নার্সিং কলেজে/ইন্সটিটিউটে চান্স পাবে, কী কী কাগজপত্র READY রাখবেন?





নিম্নোক্ত কাগজপত্র গুলো নিয়ে ভর্তি হতে যাবেনঃ

১.✅  SSC এর Main সার্টিফিকেট & ফটোকপি (3 copy) ও Main মার্কশীট & ফটোকপি (3 copy)।

২. ✅ HSC এর Main সার্টিফিকেট & ফটোকপি (3 copy) ও Main মার্কশীট & ফটোকপি (3 copy)। উল্লেখ্য, HSC এর সার্টিফিকেট এখনো সংগ্রহ করতে না পারলে, নিজ নিজ শিক্ষাবোর্ডে গিয়ে সাময়িক (প্রভিশনাল) সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারেন (৩-৫) দিন সময় লাগে পেতে।

৩. ✅ প্রত্যেক সার্টিফিকেট ও মার্কশিটের ফটোকপি ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি (৩ কপি করে)।

৪.  ✅ Passport size এর সত্যায়িত ছবি (4 copy, প্রথম শ্রেণীর সরকারীকর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে।

৫. ✅  NID বা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি (3 copy)। 

৬. ✅ সরকারি নার্সিং ভর্তি ২০২১-২২ এর প্রয়োজনীয় মেডিক্যাল টেস্ট এর রিপোর্ট জমা দিতে হবেঃ 

1) Blood Group
2) Chest X-ray P/A View
3) Urine R/E
4) Vision Test
5) HBs Ag
6) HIV/AIDS

উল্লেখিত টেস্টগুলো নির্ধারিত তারিখের আগে যেকোনো একদিন, যে কলেজে/ইন্সটিটিউটে চান্স পাইছেন সেখানে এবং টেস্ট এর রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র কলেজ /ইন্সটিটিউটে জমা দিতে হবে।
   
৭. ✅ অভিভাবকের ২ কপি ছবি (সত্যায়িত)।

৮. ✅ স্থানীয় অভিভাবক (বাব-মা ছাড়া অন্যান্য যেকোনো একজন) এর ২ কপি ছবি (সত্যায়িত)। 

৯. ✅ কোটায় নির্বাচিত প্রার্থীদের কোটার সনদপত্র, স্থানীয় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান থেকে নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে হবে (3 copy)। 

১০. ✅  ভর্তি পরিক্ষার এডমিট কার্ড। 

১১. ✅  ফলাফলের এসএমএস অথবা রেজাল্টের অনলাইন কপি। মেসেজ ডিলেট হয়ে গেলে সমস্যা নাই, অনলাইন কপি থাকলেই হবে।

১২. ✅ ছবি এবং ফটোকপি করা প্রতিটা কাগজপত্র সত্যায়িত করতে হবে।

সবার জন্য শুভকামনা! 💕

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top