নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে কী কী লাগে? || How to Apply Nursing Admission Form
১) SSC & HSC এর Roll Number, Reg. Number, পাসের সাল ও শিক্ষা বোর্ডের নাম।
২) আবেদন ফিঃ
বিএসসি আবেদন ফি ৭০০ টাকা, ডিপ্লোমা আবেদন ফি ৫০০ টাকা। উল্লেখ্য, কম্পিউটার দোকান থেকে আবেদন করলে ৫০-১০০ টাকা বেশি লাগতে পারে।
৩) যে কোর্সে আবেদন করবেনঃ
- BSc in Nursing
- Diploma in Nursing Science & Midwifery
- Diploma in Midwifery
৪) অভিভাবকের নামঃ
৫) বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানাঃ
যেমনঃ গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা।
৬) পোস্ট কোডঃ
আপনার বাবা/মায়ের NID কার্ডের পিছনের অংশে পোস্ট কোড লেখা থাকে, লিখে নিতে পাবেন। অথবা গুগুলে আপনার থানার কোড লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। না পারলে কম্পিউটার দোকানদার থেকে হেল্প নিন।
৭) মোবাইল নাম্বার (Student)
৮) এক কপি পাসপোর্ট সাইজের ছবি
৯) শিক্ষার্থীর সাক্ষরঃ
কম্পিউটার দোকানে গিয়ে সাক্ষর সাদা কাগজে সাক্ষর করলে, সেটা দোকানদার স্ক্যান করে নিবে।
১০) কলেজ চয়েসের পর্যায়ক্রমঃ
- বিএসসি হলে ২০ টি কলেজ চয়েস দিবেন।
- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হতে চাইলে ৪৯ টি
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হতে চাইলে ৬২ টি ইন্সটিটিউট চয়েস দিবেন।
অধিক সংখ্যক নার্সিং কলেজ,/ইন্সটিটিউট পছন্দের ক্রমে রাখা সমীচীন, এতে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই, বিএসসি পরীক্ষা দিলে বিএসসি সব গুলো নার্সিং কলেজ, ডিপ্লোমা ইন নার্সিং হলে ডিপ্লোমা নার্সিং ইন্সটিটিউট সব গুলো এবং মিডওয়াইফারি হলে মিডওয়াইফারি ইন্সটিটিউট সবগুলো চয়েস দেওয়ার চেষ্টা করবেন। কম কলেজ/ইন্সটিটিউট চয়েস দিবেন না।
Tips: কম প্রতিযোগিতা হয় (দূর দূরান্তের) বা নতুন তৈরি হয়েছে এমন কলেজ/ইন্সটিটিউট গুলো আগে চয়েস দিবেন। ঢাকা বিভাগের গুলো আগে চয়েস দিলে ৮০+/১০০ পেতে হবে। তাই ঢাকা বিভাগের বাইরে চয়েস দিন যদি confidence না থাকে। চান্স পেলে পরবর্তীতে মাইগ্রেশনের সুযোগ আছে।
তবে, নিজের বিভাগ/জেলা কলেজ/ ইন্সটিটিউট গুলোও চয়েস দিতে পারেন। এবছর কোনো জেলা কোটা নেই। সবাই মেধার (মোট স্কোরের) ভিত্তিতে ভর্তি হবে।
১১) পরীক্ষা কেন্দ্র সিলেক্টঃ
নার্সিং ভর্তি পরীক্ষা কেন্দ্র ২২ টি। সার্কুলারে পরীক্ষা কেন্দ্রের লিস্ট দেওয়া আছে। দেখে নিন।
নার্সিং কলেজ/ইন্সটিটিউট চয়েস দেওয়ার সাথে পরীক্ষা কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। আপনি উল্লেখিত ২২ টি কেন্দ্রের যেকোনো ১ টি কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন