--> ফ্রি হিট মিশন || Free Hit Mission
Home সাধারণ জ্ঞান পর্ব / BCS ZONE / PDF Zone / Versity Zone

#ফ্রি_হিট_মিশন(প্রায় ৩০০ প্রশ্ন)
#BCS_প্রস্তুতি(পোস্ট-১)

বিভিন্ন সভ্যতা থেকে প্রশ্ন

মেসোপটেমিয়া ৪টি সভ্যতা নিয়ে গড়ে উঠে

(ছন্দ:সুমী ভাবি আসে কাল)


=>সুমীতে----সুমেরীয় সভ্যতা
=>ভাবীতে---বেবিলনীয় সভ্যতা
=>আসেতে----অ্যাশেরীয় সভ্যতা ও
=>কালতে----ক্যালডীয় সভ্যতা

০১| সুমেরীয় সভ্যতার অবদান


ছন্দটা মনে রাখতে পারেন -


"সুমী "চাকা" দ্বারা "এলাম পাহাড়ে" উঠে 'V' আকৃতির কিউনিফর্ম" আবিষ্কার করে "চন্দ্রপুঞ্জিকার" সাহায্যে "সেচ ব্যবস্থার" মাধ্যমে "কৃষি উন্নয়ন" করে।


®→চাকা
®→এলাম পাহাড়
®→V আকৃতির কিউনিফর্ম লিপি
®→চন্দ্রপুঞ্জিকা
®→সেচ ব্যবস্থা
®→কৃষি উন্নয়ন

০২| বেবিলনীয় সভ্যতার অবদান -


ছন্দ→বেবিলনের ""অ্যামারাইট নেতা হাম্বুরাবি"" পৃথিবীর প্রথম লিখিত ""মানচিত্রের"" আইন ""হাম্বুরাবি কোর্ড"" ও প্রথম মহাকাব্য ""গিলগামেশ"" রচনা করে অমর হয়ে আছে।


®→অ্যামারাইট হাম্বুরাবির নেতা
®→মানচিত্র
®→হাম্বুরাবি আইন কোর্ড
®→১ম মহাকাব্য গিলগামেশ রচনা

০৩| অ্যাশেরীয় সভ্যতার অবদান-


ছন্দ→অ্যাশেরীয় ""সূর্য দেবতা শামস"", ""সামরিক রাষ্ট্র"" গঠনের জন্য ""লোহার"" ""অক্ষাংশ ও দ্রাঘিমাংশের"" উপর দাঁড়িয়ে পৃথিবীকে ""৩৬০ডিগ্রি""তে ভাগ করেন।


®→সূর্য দেবসা শামস
®→সামরিক রাষ্ট্র
®→লোহা আবিষ্কার(এশিয়ার মাইনরে)
®→অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
®→৩৬০ডিগ্রিতে ভাগ

০৪| ক্যালডীয় সভ্যতার অবদান-


ছন্দ→""নতুন"" ""রাজা নেবুচাঁদ"" স্ত্রীর জন্য ""শূন্যউদ্যান" তৈরি করে ""সপ্তাহে ৭দিনে"" বা ""২৪ ঘণ্টায়"" একবার সেখানে গিয়ে ""রাশিচক্র"" দেখতে বললেন।


®→এটা পৃথিবীর "নতুন সভ্যতা" নামে পরিচিত
®→স্থপতি নেবুচাঁদনেজার
®→ব্যাবিলনের শূন্যউদ্যান (সপ্তাশ্চর্যের ১টি)
®→সপ্তাহকে ৭দিনে ভাগ
®→২৪ ঘণ্টায় ১দিন
®→১২টি নক্ষত্রপুঞ্জ বা রাশিচক্র
®→নোট রমজান

  ০৫ | মিশরীয় সভ্যতার অবদান-

ছন্দ→""ফারাও রাজা"" ""ইখনাটন"" ""ঈশ্বরের ধারণা"" দিয়ে "খুফুর পিরামিডে" বসে "স্ফিংস" ও ""হায়ারোগ্লিফিক বর্ণ"" দিয়ে ""প্যাপিরাসের কাগজে"" ""১২ মাসে ১ বছর"" ও "৩০ দিনে ১ মাস" লিখে যায়


®→ফারাও রাজা
®→ইখনাটন
®→ঈশ্বরের ধারণা
®→খুফুর পিরামিড(১৩একর জায়গায় ও ৪৫০ ফুট উঁচু)
®→সিফংস/মেস্ফিংস(মূর্তি)
®→হায়ারোগ্লিফিক বর্ণ বা পবিত্রলিপি
®→প্যাপিরাস গাছের তৈরি কাগজ
®→১২ মাসে ১ বছর
®→৩০ দিনে ১ মাস
(হেরোডোটাস মিসরকে নীলনদের দান বলেছেন)

     ০৬ | সিন্ধু সভ্যতার অবদান - 

ছন্দ→""নগর পরিকল্পনা"" নিয়ে ""ব্রোঞ্জ যুগেরর"" "দ্রাবিড় নেতা" "রামসা" "১৯২১" সালে লারকানায় "হরপ্পা ও মহেঞ্জোদারো" আবিষ্কার করেন এবং "কৃষির জিনিসপত্র" "পরিমাপের" জন্য "বাটখারা", ""স্কেল"", ""সিলমোহর"" তৈরি করেন।
®→নগর পরিকল্পনা
®→ব্রোঞ্জ যুগ
®→দ্রাবিড় গোষ্ঠী
®→১৯২১ সালে আবিষ্কার
®→রামসা মানে রাখাল দাস,জন মার্শাল ও দয়ারাম সাহনী আবিষ্কার করেন।
®→হরপ্পা ও মহেঞ্জোদারো
®→কৃষির জিনিসপত্র
®→পরিমাপ
®→বাটখারা
®→স্কেল
®→সিলমোহর

     ০৭ | ফিনিশীয় সভ্যতার অবদান -

ছন্দ→ফিনিশীয়দের" দক্ষ নাবিক" "কাপড় ও মাটির পাত্র" তৈরি করে জাহাজে ভরে "২২টি ব্যঞ্জনবর্ণের" দাবি নিয়ে "ধ্রুবতারার" দিকে যায়।
®→দক্ষ নাবিক
®→কাপড় ও মাটির পাত্র
®→২২টি ব্যঞ্জনবর্ণের আবিষ্কার
®→ধ্রুবতারা বা ফিনিশীয় তারা

    ০৮ | আরও কিছু সভ্যতা - 

®→মায়া সভ্যতা গড়ে উঠে ম্যাক্সিকোতে
®→বাইজেনটাইন--তুরস্কের ইস্তামবুলে
®→ইনকা--পেরুতে(এখানে মাচু-পিচু নিদর্শন আছে)
®→পারস্য সভ্যতার জরথুষ্ট্র প্রবর্তিত ধর্ম জরথুষ্ট্রবাদ।
®→জেরুজালেমে--হিব্রু সভ্যতা
®→হিব্রুদের ভাষা সেমিটিক
®→চৈনিক সভ্যতায়--হোয়াংহো বা পীত নদী
®→চীনের দুঃখ বলা হয় ইয়াংসিকিয়াং
®→চৈনিকে প্রভাবশালী দার্শনিক কনফুসিয়াস(৫৫১-৪৭৯ খ্রি.পূ.)তার অনুসারী মেনসিয়াস।
®→গ্রিক সভ্যতায়--গণতন্ত্রের সূচনা
®→গ্রিস ও এশিয়ার মাইনেকে পৃথক করেছে ইজিয়ান সাগর
®→রোমান সভ্যতা--রোম বা ইতালিকে কেন্দ্র করে গড়ে উঠে
®→রোমের ১ম শাসক রোমিউলাস
®→রোমের শ্রেষ্ঠ শাসক জুলিয়াস সিজার
®→ইজিয়ান সভ্যতার পতন ১২০০ খ্রি.পূ.
®→রিপাবলিক--প্লেটো
®→পোয়েটিকস--এরিস্টটল
®→আর্স-পোয়েটিকা--হোরেস
®→ইলিয়ড,ওডিসিস মহাকাব্য--হোমার
®→রাজা ইডিপাস-- সফোক্লিস
®→পিথাগোরাসের জন্ম খ্রি.পূ.ষষ্ঠ শতকে
®→সক্রেটিসের ছাত্র →প্লেটো'র ছাত্র→এরিস্টটলে'র ছাত্র →আলেক জান্ডার
®→আলেকজান্ডার ম্যাডিসনের রাজা ফিলিপসের পুত্র ছিলেন

উপরের আলোচনা থেকে + পরীক্ষায় আসে এমন কিছু তথ্যের প্রশ্নোত্তর (২০০টি)

০১) পৃথিবীর প্রথম সভ্যতা বলা হয় কাকে?
®___মেসোপটেমিয়া সভ্যতাকে।

০২) মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরাঞ্চালে গড়ে উঠে?
®___টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

০৩) গ্রীক শব্দ "মেসোপটেমিয়া" অর্থ কী?
®___দুই নদীর মধ্যবর্তী ভূমি

০৪) মেসোপটেমিয়া সভ্যতা বর্তমানে কোন দেশে অন্তর্ভুক্ত?
®___ইরাকের

০৫) কারা "কিউনিফর্ম"নামে একটি নতুন লিপির উদ্ভাবন করে?
®___মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত
"সুমেরীয়গণ"।

০৬) সুমেরীয়দের সবচেয়ে বড় আবিষ্কারের নাম কী?
___"চাকা"(Wheel)।

০৭) ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে?
___হাম্বুরাবি

০৮) পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতাকে?
___হাম্বুরাবি

০৯) পৃথিবীর প্রথম "মহাকাব্যের"নাম কী?
___গিলগামেশ(ব্যাবিলনীয়রা লেখে)

১০) পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায়?
___গাথুর শহরে

১১) কারা প্রথম বৃত্তকে ৩৬০ডিগ্রি তে ভাগ করে?
___অ্যাসেরীয়রা

১২) কারা প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ তে ভাগ করেছিল?
___অ্যাসেরীয়রা

১৩) ক্যালডীয় সভ্যতার স্থপতি কে?
___নেবুচাঁদনেজার

১৪) ব্যাবিলনের "শূন্য উদ্যান"কে নির্মাণ করেন?
___নেবুচাঁদনেজার

১৫) কারা প্রথম সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করে?
___ক্যালডীয়রা

১৬) কত খ্রিস্টপূর্বে মিসরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে?
___খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে নীলনদের তীরে।

১৭) মিসরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কী?
___পিরামিড

১৮) পৃথিবীর সবচেয়ে বড় পিরামিডের নাম কী?
___মিসরের রাজা ফারাও এর খুফুর পিরামিড

১৯) ছবি ও সংকেতের সাহায্যে তৈরি  "হায়ারোগ্লিফিক"লিপিতে কোন কাগজ ব্যবহার করা হতো?
___"প্যাপিরাস"কাগজ।

২০) ১২ মাসে বছর,৩৬৫ দিনে সাল গণনা,ও ৩০ দিনে মাস কারা চালু করে?
___মিসরীয়রা

২১) চীনারা তাদের রাজাকে কী মনে করতো?
___ঈশ্বরের পুত্র

২২) চীনের সর্বশ্রেষ্ঠ ও প্রভাবশালী দার্শনিকের নাম কী?
___কনফুসিয়াস

২৩) চীনা জনগোষ্ঠী কোন বংশোদ্ভূত?
___মঙ্গোলীয়

২৪) প্রায় কতটি ছোট-বড় গ্রাম/শহর নিয়ে গড়ে ওঠে সিন্ধু সভ্যতা?
___১০০টি

২৫) সিন্ধু সভ্যতা কারা প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয়?
___দ্রাবিড়রা

২৬) সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
___১৯২২ সালে।

২৭) কারা সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন?
___জন মার্শাল,দয়ারাম সাহনী ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়

২৮) কারা ২২টি ব্যঞ্জন বর্ণের সমন্বয়ে বর্ণমালা উদ্ভাবন করে?
___ফিনিশীয়রা

২৯) কার হাতে ফিনিশীয় সভ্যতার পতন ঘটে?
___আলেকজেন্ডারের হাতে।

৩০) কত সালে ইউনেস্কো ফিনিশীয় ভাষাকে 'International Documentary Herritage' হিসেবে 'Memory of the World Register'এ নিবন্ধিত করে?
___২০০৫ সালে।

৩১) "পারস্য"বলতে বর্তমানে কোন কোন দেশকে বুঝায়?
___ইরানকে

৩২) পারস্য সভ্যতার অপর নাম কী?
___একমেলিড সভ্যতা

৩৩) পারস্যরা সর্বশক্তিমান প্রভুকে কী বলতো?
___আহুরা মাজদী

৩৪) হিব্রু সভ্যতা কোন নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে?
___প্যালেস্টাইনের জেরুজালেমকে।
(হিব্রু মূলত একটি ভাষার নাম)

৩৫) হিব্রু অর্থ কী?
___নীচ বংশের লোক বা যাযাবর।

৩৬) ইসরাইলের অধিবাসীরা কোন বংশধর?
___হিব্রু বংশধর।

৩৭) "জেরিকো"শহরটি কোথায় অবস্থিত?
___ইসরাইলে

৩৮) পৃথিবীর প্রাচীন গণতন্ত্র বা "গণতন্ত্রের সূতিকাগার"বলা হয় কাকে?
___এথেন্সকে

৩৯) গ্রিসের শ্রেষ্ঠ দার্শনিককে কীভাবে মারা হয়?
___তীব্রবিষ হেমলক পান করে।

৪০) "রিপাবলিক"গ্রন্থের লেখক প্লেটো কার শিষ্য ছিলেন?
___সক্রেটিসের

৪১) আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
___দি প্রিন্স গ্রন্থের লেখক ম্যাকিয়াভেলিকে।

৪২) ইতিহাসের জনক বলা হয় কাকে?
___হেরোডোটাস কে।

৪৩) গ্রিকদের প্রধান দেবতার নাম কী?
___জিউস

৪৪) 'রোম' নগরী কার নামে তৈরি করা হয়?
___রাজা রোমুলাসের নামে।

৪৫) রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে?
___অগাস্টাস

৪৬) রোমান সভ্যতা গড়ে ওঠে কত খ্রিস্টপূর্বাব্দে?
___খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে।

৪৭) রোমের বিখ্যাত সম্রাট "জুলিয়াস" সিজার কত সালে রোমের সম্রাট হয়?
___খ্রিস্টপূর্ব ৪৬ অব্দে।

৪৮) "ভিনি,ভিডি,ভিসি অর্থাৎ "এলাম,দেখলাম,জয় করলাম"উক্তিটি কার?
___জুলিয়াস সিজার।

৪৯) "লিখন"পদ্ধতির আবিষ্কার হয় কোন সভ্যতায়?
___ইজিয়ান সভ্যতায়।

৫০) "জ্যোতির্বিদ,গণিত,সৌর ক্যালেন্ডার,মন্দির নির্মাণ"কোন সভ্যতার নিদর্শন?
___মায়া সভ্যতার।

৫১) "২৮২ ধারা বিশিষ্ট পৃথিবীর প্রথম আইনগ্রন্থটি"কার?
___হাম্বুরাবির 


  ★★ টপিকস---বিশ্বের প্রধান ধর্ম

৫২) মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আ) এর মাজার কোথায় অবস্থিত?
___হেবরনে

৫৩) "শিখ"শব্দটি কোন ভাষার?
___পাঞ্জাবি

৫৪) শিখ কাদের বলা হয়?
___গুরু নানকের অনুসারিদের।

৫৫) "গুরু নানক" কোথায় জন্মগ্রহণ করেন?
___পাকিস্তানের লাহোরে।

৫৬) শিখদের ধর্মগ্রন্থের নাম কী?
___গ্রন্থ সাহেব বা সাহিব।

৫৭) "ইসরাইল"কে?
___ইব্রাহিম এর পুত্র ইসহাক ও ইসহাকের পুত্র ইয়াকুবের আরেক নাম"ইসরাইল"।

৫৮) ইহুদিরা কোন দিন পূর্ণ বিশ্রামে থেকে প্রভুর উপাসনা ও আরাধনা করে?
___শনিবারে

৫৯) জেরুজালেমে(৩ধর্মের মিলনস্থান)  অবস্থিত "বায়তুল মুকাদ্দাসকে"ইহুদিরা কিমী নামে ডাকে?
___টেম্পল মাউন্ট

৬০) বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ "ত্রিপিটক"কোন ভাষায় লেখা?
___পালি ভাষায়।

৬১) হিন্দু ধর্মের মধ্য থেকে জৈন ধর্মের উৎপত্তি ভারতের কোন রাজ্যে?
___ভারতের বিহার থেকে।

৬২) ইতিহাসখ্যাত "বেথেলহাম"কোথায় অবস্থিত?
___প্যালেন্টাইনে

৬৩) খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কী?
___নিউ টেস্টামেন্ট বা বাইবেল।

৬৪) বাইবেল প্রথমে কোন ভাষায় লেখা হয়?
___হিব্রু ভাষায়।

৬৫) খ্রিস্টানদের পবিত্র নগরী ও নদীর নাম কী?
___নগরী জেরুজালেম, নদী জর্ডান।

    ★এশিয়ার ইতিহাস★

৬৬) ১৯৯৭ সালে চীনের তৈরি"এক দেশ দুই নীতির"মেয়াদ কত সালে শেষ হবে?
___২০৪৭ সালে।

৬৭) হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?
___কুনলুন পর্বতে।

৬৮) স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
___আলজেরিয়া

৬৯) "গ্লাসনস্ত"অর্থ কী?
___খোলামেলা আলোচনা।

৭০) গ্লাসনস্ত নীতি কোন দেশ চালু হয়?
___সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায়

৭১) "পেরেস্ত্রইকা"অর্থ কী?
___পরিবর্তন

৭২) গ্রিক শব্দ ইন্ডগো থেকে ইন্ডিয়া নামের উৎপত্তি হয় বলে ধারণা করা হয় এখানে "ইন্ডিগো" শব্দের অর্থ কী?
___নীল

৭৩) ভারতের প্রথম প্রেসিডেন্ট কে?
___ড.রাজেন্দ্র প্রসাদ

৭৪) ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে?
___ড.জাকির হোসেন

৭৫) ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট কে?
___প্রণব মুখার্জি

৭৬) ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
___প্রতিভা পাতিল

৭৭) মুক্তিযোদ্ধের সময় ভারতের প্রেসিডেন্ট কে ছিল?
___ভেঙ্কট গিরি(নারী প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী)

৭৮) দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এর উচ্চকক্ষের(রাজ্যসভা) প্রতিনিধি কত জন?
___২৪৫ জন(নির্বাচিত ২৩৩ জন)

৭৯) নিম্নকক্ষ বা লোকসভার আসন সংখ্যা কত?
___৫৪৫ জন(নির্বাচিত ৫৪৩ জন)

৮০) ভারতের সংবিধান কার্যক্রর হয় কত সালে?
___১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

৮১) ভারতের প্রজাতন্ত্র দিবস কত তারিখে?
___২৬ জানুয়ারি।

৮২) বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের?
___ভারতের(ছোট যুক্তরাষ্ট্রের)

৮৩) ভারত পারমাণবিক বোমার প্রথম বিস্ফোরণ ঘটায় কত সালে?
___১৯৭৪ সালে(রাজস্থানের পোখরানে)

৮৪) ভারতের পারমাণবিক বোমার জনক কে?
___আবুল পাকির জয়নুল(এপিজে) আবদুল কালাম

৮৫) আত্মজীবনীমূলক "Wings of Fire"
গ্রন্থটি কার?
___এপিজে আবদুল কালাম।

৮৬) ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত  কাশ্মীরের নাম কী?
___জম্বু কাশ্মীর ও আযাদ কাশ্মীর

৮৭) চীন নিয়ন্ত্রিত কাশ্মীরের নাম কী?
___লাদাখ কাশ্মীর

৮৮) কাশ্মীরের সর্বশেষ রাজার নাম কী?
___হরিসিং

৮৯) কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় কত সালে?
___১৯৬৫ সালে।

৯০) কাশ্মীর নিয়ে ভারত-চীনের মধ্যে যুদ্ধ হয় কত সালে?
___১৯৬২ সালে।

৯১) ভারত জাতির জনক কে?
___মহাত্মা গান্ধী

৯২) ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন কোন রোড?
___জনপথ রোড

৯৩) ভারতের কোন রাজ্যকে মন্দিরের শহর বলা হয়?
___বেনারসকে

৯৪) আগ্রার তাজমহল কোন নদীর তীরে অস্থিত?
___যমুনা নদীর তীরে।

৯৫) ভারতের বিখ্যাত বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় কত সালে?
___১৯৯২ সালের ৬ ডিসেম্বরে

৯৬) পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
___ভারতের চেরাপুঞ্জিতে।

৯৭) বোফর্স কেলেঙ্কারির সাথে জড়িত ছিল কে?
___রাজিব গান্ধী

৯৮) "হাওয়ালা মারফত" কোথায় অবস্থিত?
___কাশ্মীরে

৯৯) বিখ্যাত কুতুব মিনার কোথায় অবস্থিত?
___ভারতের দিল্লিত(নির্মাতা কুতুবউদ্দিন আইবেক)

১০০) মহাত্মা গান্ধীর সম্পাদিত পত্রিকার নাম কী?
___ইন্ডিয়ান অপিনিয়ন।

#আন্তর্জাতিক এশিয়া মহাদেশ::

১০১) "পাকিস্তান" রাষ্ট্রের নামকরণ করেন কে?
___প্রখ্যাত উর্দু মহাকবি আল্লামা ইকবাল

১০২) পাকিস্তান কত সালে সংবিধান প্রণয়ন করে?
___১৯৫৬ সালে।

১০৩) পাকিস্তানের পারমাণবিক বোমার জনক কে?
___ড.আব্দুল কাদির

১০৪) মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম পারমাণবিক বোমা তৈরি করে কোন দেশ?
___পাকিস্তান

১০৫) "আফ্রিদি" কোন দেশের একটি উপজাতি?
___পাকিস্তানের

১০৬) পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনির নাম কী?
___রেঞ্জার্স

১০৭) আফগানিস্তান ব্রিটিশ সাম্রাজ্যে থেকে কত সালে স্বাধীনতা লাভ করে?
___১৯১৯ সালের ১৯ আগস্ট।

১০৮) আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান হয় কত সালে?
___১৯৭৩ সালে।

১০৯) আফগানিস্তানের শেষ রাজার নাম কী?
___জহির শাহ।

১১০) পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
___পামির মালভূমিকে।

১১১) আফগানিস্তানের প্রথম মহিলা পাইলটের নাম কী?
___নিলুফার রহমানি।

১১২) আফগানিস্তানের আইনসভার নাম কী?
___লয়া জিরগা

১১৩) নেপালের রাজতন্ত্র ঘোষিত হয় কত সালে?
___১৭৬৮ সালের ২১ ডিসেম্বরে।

১১৪) নেপালের সরকারি বাসভবনের নাম কী?
___শীতল নিবাস।

১১৫) নেপালে প্রজাতন্ত্র ঘোষিত হয় কত সালে?
___২৮ ডিসেম্বরে ২০০৭ সালে।

১১৬) নেপালে প্রজাতন্ত্র ঘোষিত হলে কত বছরের রাজতন্ত্রের অবসান ঘটে?
___২৪০ বছরের

১১৭) নেপালের পার্লামেন্টের আসন সংখ্যা কত?
___২০৫টি

১১৮) নেপালের সর্বশেষ রাজার নাম কী ছিল?
___বীর বিক্রম শাহদেব।

১১৯) ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান "দরবার স্কয়া"কোথায় অবস্থিত?
___নেপালে

১২০) নেপালের ৮০ বছরের ইতিহাসে বড় ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ মারা যায় কবে?
___২৫ এপ্রিল, ২০১৫ সালে।

১২১) এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম কী?
___মালদ্বীপ

১২২) মালদ্বীপের আয়তন কত?
___২৯ বর্গ কিলোমিটার

১২৩) কোন দেশের নিজস্ব সেনাবাহিনি নেই?
___মালদ্বীপ

১২৪) শ্রীলংকা স্বাধীনতা লাভ করে কত সালে?
___৪ ফেব্রুয়ারি,১৯৪৮ সালে।

১২৫) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের?
___শ্রীলংকার

১২৬) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
___শ্রীমাভো বন্দনায়েক(১৯৫৯ সালে)

১২৭) শ্রীলংকার প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবনের নাম কী?
___টেম্পল ট্রি

১২৮) মুসলমান অধ্যুষিত "মান্না দ্বীপটি" কোন দেশে অবস্থিত?
___শ্রীলংকায়

১২৯) ভুটানের প্রথম রাজা কে?
___উগুয়েন ওয়াংচুক।

১৩০) ভুটান কত সালে স্বাধীন দেশ হিসেবে গণ্য হয়?
___১৯৪৭ সালে।

১৩১) ভুটান কত সালে জাতিসংঘের সদস্য হয়?
___১৯৭১ সালের ২১ সেপ্টেম্বরে।

১৩২) "ভুটান"শব্দিটির অর্থ কী?
___উচ্চ ভূমি।

১৩৩) পৃথিবীর প্রথম ধুমপান মুক্ত দেশের নাম কী?
___ভুটান

১৩৪) পৃথিবীর প্রথম কার্বন নেগেটিভ দেশের নাম কী?
___ভুটান

১৩৫) রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?
___১৯১৭ সালে।

১৩৬) প্যালেন্টাইনকে আরবিতে কী বলে?
___ফিলিস্তিন

১৩৯) ইসরাইল কত সালে জাতিসংঘে সদস্যপদ লাভ করে?
___১৯৪৯ সালের ১ মে।

১৪০) ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী কে?
___ডেভিড বেনগুরিওন।

১৪১) ইসরাইলের পার্লামেন্টের নাম কী?
___নেসেট

১৪২) PLO কত সালে গঠিত হয়?
__১৯৬৪ সালে।

১৪৩) আরব-ইসরাইল যুদ্ধ কত দিন হয়েছিল?
___৬দিন

১৪৪) ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু কত সালে ক্ষমতায় আসে?
___২০০৯ সালে।

১৪৫) পারস্য থেকে কত সালে ইরান নাম করণ করা হয়?
___১৯৩৫ সালের ২১ মার্চে।

১৪৬) মধ্য-প্রাচ্যের মাত্র কোন দেশ আরব লীগের সদস্য নয়?
___ইরান

১৪৭) ব্রিটেন কত সালে ইরাক দখন করেছিল?
___১৯১৬ সালে।

১৪৮) ইরাক কত সালে স্বাধীন হয়?
___১৯৩২ সালে ৩ অক্টোবরে।

১৪৯) বিখ্যাত "কারবালা" শহরটি কোথায় অবস্থিত?
___ইরাকের ফোরাত নদীর তীরে।

১৫০) মসুল,ইবরিল,ফালুজা,বসরা কোন দেশের আলোচিত শহর?
___ইরাকের

১৫১) কুয়েত কত সালে স্বাধীনতা লাভ করে?
___১৭৫২ সালে আমিরাত থেকে

১৫২) মধ্য-প্রাচ্যের সবচেয়ে বড় দেশের নাম কী?
___সৌদি আরব।

১৫৩) সৌদি নারীরা কত সালে ভোটাধামিকার পায়?
___২০১২ সালে(ভোট দেয় ২০১৫ সালে)

১৫৪) কোন দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না?
___সৌদি আরবের।

১৫৫) কোন দেশের নদী,সংবিধান ও পার্লামেন্টে নেই?
___সৌদি আরবে।

১৫৬) সিরিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
___ফ্রান্সের

১৫৭) সভ্যভার সূতিকাগার বলা হয় কোন দেশকে?
___সিরিয়াকে

১৫৮) বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর কোনটি?
___সিরিয়ার দামেস্ক।

১৫৯) সিরিয়ার কোন শহরকে তাল গাছের শহর বা মরভূমির মুক্তার শহর বলা হয়?
___পালমিরা শহরকে।

১৬০) সংযুক্ত আরব আমিরাত কত সালে স্বাধীনতা লাভ করে?
___১৯৭১ সালে।

১৬১) কাতার স্বাধীনতা লাভ করে কত সালে?
___১৯৭১ সালে।

১৬৩) বিশ্বের সবচেয়ে ধনী দেশের নাম কী?
___কাতার(১৮৯টি দেশের মধ্যে)

১৬৪) কাতারের মুদ্রার নাম কী?
___রিয়াল

১৬৫) কাতারের জনসংখ্যা কত?
___প্রায় ২৭ লক্ষ।

১৬৬) মধ্য-প্রাচ্যে কতটি দেশ আছে?
___১৪টি

১৬৭) মধ্য-প্রাচ্যের ইরান ও ইসরাইল ছাড়া সবগুলো দেশের ভাষা কী?
___আরবি

১৬৮) চীনে কে কত সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন?
___১৯১১ সালে সান ইয়াৎ সেন(ঘোষিত হয় ১৯১২ সালে)

১৬৯) চীনের প্রথম প্রেসিডেন্ট ও আধুনিক চীনের জনক কে?
___সান ইয়াৎ সেন।

১৭০) গণচীন বা গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা কে?
___মাও সেতুং(১৯৪৯)

১৭১) চীনের কতটি প্রদেশ রয়েছে?
___২৩টি

১৭২) চীনের বর্তমান সংবিধান গৃহীত হয় কত সালে?
___১৯৮২ সালের ৪ ডিসেম্বরে

১৭৩) বিশ্বের প্রথম ব্যাংক কোনটি?
___চীনের সানসি ব্যাংক

১৭৪) চীনের দুঃখ বলা হয় কাকে?
___হোয়াংহো নদীকে।

১৭৫) চীন প্রথম কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?
___১৯৬৪ সালে।

১৭৬) কার নাম অনুসারে চীন নামকরণ করা হয় বা চীনের মহাপ্রাচীর নির্মাতা কে?
___চ'ইন

১৭৭) বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেল পথ কোনটি?
___চীন-মাদ্রিদ লিংক(১৬ হাজার কি মি.)

১৭৮) চীনের বর্তমান সেনাবাহিনির সংখ্যা কত?
___২৩ লাখ

১৭৯) তাইওয়ানের রাজধানীর নাম কী?
___তাইপে

১৮০) তাইওয়ানকে কতটি দেশ স্বীকৃতি দেয়?
___২৩টি

১৮১) কোন দেশের সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নাই?
___তাইওয়ানের সাথে।

১৮২) জাপানের রাজধানী কোন দ্বীপে?
___বৃহত্তম দ্বীপ হনসুতে

১৮৩) জাপানের জাতীয় পতাকার নাম কী?
___হিরোনারু(অর্থ উদীয়মান সূর্য)

১৮৪) কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়?
___জাপানকে(৯ নং অনুচ্ছেদে কারণে)

১৮৫) সূর্যোদয় ও ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে?
___জাপানকে

১৮৬) "স্টাচু অফ পিস"জাপানের কোথায় অবস্থিত?
___নাগাসাকিতে

১৮৭) জাপানের সংবিধান কার্যকর হয় কত সালে?
___১৯৪৭ সালের ৩মে।

১৮৮) ৩৮ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত দুই কোরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
___১৯৪৮ সালে।

১৮৯) দুই কোরিয়ার মধ্যে শিল্পাঞ্চলের নাম কী?
___কায়েসং(গ্রাম পানমুনজাম)

১৯০) পৃথিবীর গুপ্তদেশ বলা হয় কোন দেশকে?
___উত্তর কোরিয়াকে।

১৯১) বার্মার নাম পরিবর্তন করে কত সালে মায়ানমার নাম রাখা হয়?
___১৯৮৯ সালে।

১৯২) ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
___নেদারল্যান্ডের

১৯৩) ইন্দোনেশিয়ার স্বাধীনতার জনক কে?
___ড.আহমদ সুকর্ণ।

১৯৪) শ্যামদেশ নামে পরিচিত কোন দেশ?
___থাইল্যান বা মুক্তভূমি।

১৯৫) ব্রিটেনের নিকট থেকে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
___১৯৫৭ সালে

১৯৬) মালয়েশিয়ার জাতীয় খেলার নাম কী?
___ব্যাডমিন্টন

১৯৭) মালয়েশিয়া স্বাধীনতার জনক কে?
___টেংকু আব্দুর রহমান।

১৯৮) পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কী?
___সোভিয়েত ইউনিয়ন।

১৯৯) জারের আমলে রাশিয়ার সামরিক শক্তির প্রতীক কী ছিল?
___ঈগল

২০০) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কী?
___পুত্রজায়া

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top