--> সাধারণ জ্ঞান পর্ব - ১১ || General Knowledge Part 11
Home সাধারণ জ্ঞান পর্ব / GK for Admmison test

সাধারণ জ্ঞান পর্ব - ১১ || General Knowledge Part 11




১) সিলেট কোন নদীর তীরে অবস্থিত?? 
ক)ময়নামতি?
√খ)সুরমা
গ)রুপসা
ঘ)চন্দনা

২) সাম্প্রতিক বাংলাদেশর  কোথায় বিশ্বের প্রথম  হলুদ পদ্ম ফুলের সন্ধান পাওয়া গেছে?? 
√ক)কুমিল্লায়
ক)সিলেটে
গ)সুনামগঞ্জে
ঘ)পটুয়াখালীতে

৩)বাংলাদেশের সবচেয়ে উত্তরে জেলা কোনটি?? 
ক)দিনাজপুর 
খ)ঠাকুরগাঁও 
গ)লালমনিরহাট
√ঘ)পঞ্চগড়

৪)কুমিল্লার বার্ড( BARD) এর প্রতিষ্ঠাতা কে?
ক)আইউব খান
খ)হামিদ খান ভাসানী 
গ)ফজলুল হক
√ঘ)আখতার হামিদ খান 

৫)ভারত বাংলাদেশ পানি চুক্তির মেয়াদ -
ক)২০ বছর
খ)২৫ বছর
√গ)৩০ বছর
ঘ)৪০ বছর

৬)১৯৭২ সালের ১৫ ই আগষ্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? 
ক)মেজর জেনারেল জিয়াউর রহমান 
খ)মেজর জেনারেল মঞ্জুর 
√গ)মেজর জেনারেল এ কে এম শফিউল্লাহ 
ঘ)মেজর জেনারেল এচম এম এরশাদ

৭) বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার কতটি?
ক)২৯ টি
খ)২২ টি
গ)২৮ টি
√ঘ)২৬ টি

৮)ক্রিকেটের টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন -
ক)শচিন টেন্ডুল কার
√খ)মো আশরাফুল 
গ)লেন হার্ট
ঘ)ডন ব্রাড ম্যান

৯)বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা-
ক)চট্টগ্রাম 
খ)ভোলা
√গ)কক্সবাজার 
ঘ)পটুয়াখালী 

১০)পাহাড়পুর বোদ্ধ বিহারের নির্মাতা কে?
ক)রামপাল
√খ)ধর্মপাল
গ)চন্দ্রগুপ্ত
ঘ)আদিশূর

১১) মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
ক) আতাউল গণি ওসমানী 
√খ)এ কে খন্দকার 
গ)মতিউর রহমান
ঘ)মহিউদ্দিন জাহাঙ্গীর 

১২) আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা হয় কবে? 
√ক)১০ এপ্রিল ১৯৭১
খ)১৭ এপ্রিল  ১৯৭১
গ)৭ মার্চ ১৯৭১
ঘ)২৫ মার্চ ১৯৭১

১৩)বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
ক)অছি পরিষদ
√খ)সাধারন পরিষদের অধিবেশনে 
গ)ইকোসোকে
ঘ)ইউনেসকোতে।

১৪)বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত??
ক)১৩৬
খ)১৩৮
√গ)১৩৭
ঘ)১৪০

১৫)বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? 
√ক)২ বার 
খ)৩ বার
গ)১ বার
ঘ)৪ বার

১৬)অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরষ্কার পান?
√ক)দুর্ভিক্ষ ও দারিদ্র্য 
খ)উন্নয়ন গতি ধারা
গ)মাইক্রো ক্রেডিট
ঘ)বৈদেশিক সাহায্য 

১৭)বাংলাদেশ কোন সালে ইসলামি সম্মেলনে সদস্য পদ লাভ করে?? 
√ক)১৯৭৪
খ)১৯৭৬
গ)১৯৭৮
ঘ)১৯৮০

১৮)মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 
ক)৭
খ)৮
গ)১০
√ঘ)১১

১৯)বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের??
ক)কুমিল্লা 
খ)রংপুর 
√গ)সিলেট 
ঘ)রাঙ্গামাটি

২০)বাংলাদেশের লোক শিল্প যাদুঘর কোথায় অবস্থিত?? 
ক)ময়নামতি 
√খ)সোনারগাঁও 
গ)ঢাকা
ঘ)পাহাড়পুর

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top