এমসিকিউ
সাধারণ জ্ঞান মডেল টেস্ট
সাম্প্রতিক ঘটনাবলির (সাধারণ জ্ঞান) ওপর চাকরির প্রস্তুতিমূলক মডেল টেস্ট||Job Preparatory Model Test on Recent Events (General Knowledge)
১। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য মতে, দেশে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
ক) ২০৬৭ খ) ২০১২৭
গ) ২২০০ ঘ) ২০২২৭
২। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন-২০২১ কর্তৃক প্রকাশিত বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে কোন দেশ?
ক) চীন খ) লুক্সেমবার্গ
গ) বেলজিয়াম ঘ) কাতার
৩। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন-২০২১ কর্তৃক প্রকাশিত বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
ক) ১৪০তম খ) ১৪১তম গ) ১৪২তম ঘ) ১৪৩তম
৪। বাংলা একাডেমির বর্তমান সভাপতির নাম কী?
ক) অধ্যাপক রফিকুল ইসলাম খ) অধ্যাপক শামসুজ্জামান খান
গ) আনিসুল হক
ঘ) এ এইচ এম লোকমান
৫। সম্প্রতি জীবননাশকারী ছত্রাক ‘ব্ল্যাক ফাঙ্গাস’-এর সংক্রমণে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে কোন দেশ?
ক) ভারত খ) চীন গ) বাংলাদেশ ঘ) পাকিস্তান
৬। বর্তমান পর্যন্ত বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে কতটি বাণিজ্যচুক্তি করেছে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৭। ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে টানা কতবার ক্ষমতায় এসেছেন?
ক) দ্বিতীয় খ) তৃতীয় গ) চতুর্থ ঘ) পঞ্চম
৮। সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন ১১ দিনের যুদ্ধবিরতিতে মধ্যস্ততা করে কোন দেশ?
ক) মিসর খ) তুরস্ক গ) যুক্তরাষ্ট্র ঘ) যুক্তরাজ্য
৯। সম্প্রতি আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটেছে?
ক) কেনিয়া খ) নাইজেরিয়া গ) জাম্বিয়া ঘ) মালি
১০। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর নামকরণ করে কোন দেশ?
ক) বাংলাদেশ খ) ভারত গ) ওমান ঘ) মিয়ানমার
১১। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশায় আঘাত হানে কত তারিখে?
ক) ২৫ মে ২০২১ খ) ২৬ মে ২০২১ গ) ২৭ মে ২০২১ ঘ) ২৮ মে ২০২১
১২। বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে কোন দেশটির নাম বাদ গেলেও ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল আছে?
ক) তাইওয়ান খ) ভ্যাটিকান সিটি গ) দক্ষিণ আফ্রিকা ঘ) ইসরায়েল
১৩। ভারতে ছড়িয়ে পড়া ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নামক ছত্রাক কোন রোগীদের জন্য বেশি হুমকিস্বরূপ?
ক) ডায়াবেটিস খ) ক্যান্সার গ) হৃদরোগ ঘ) ‘খ’ ও ‘গ’ উভয়ই
১৪। উয়েফা ইউরোপা লিগ ২০২১-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?
ক) ম্যানচেস্টার ইউনাইটেড
খ) ম্যানচেস্টার সিটি
গ) ভিয়ারিয়াল ঘ) সেভিয়া
১৫। অভিবাসন ও উন্নয়ন নিয়ে কাজ করা বিশ্বব্যাংকের ট্রাস্ট ফান্ড নোমাডর সর্বশেষ তথ্যানুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত?
ক) পঞ্চম খ) ষষ্ঠ গ) সপ্তম ঘ) অষ্টম
উত্তর : ১. ঘ ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. গ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. গ।
-কালের কণ্ঠ
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন