যারা চশমা বা গ্লাসেস্ ব্যবহার করেন তাদের অনেক কাজের জিনিস।চশমার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি যা কিছু দিন আগে ইংরেজি কোরা-তে দেখেছিলাম।
জুতো বা অন্য কিছুর যেমন বিভিন্ন সাইজ আছে ঠিক তেমনি চশমারও বিভিন্ন সাইজ রয়েছে এবং সেটা ম্যাটারও করে।কিন্তু অধিকাংশ চশমা ব্যবহারকারী সেই সাইজ পড়তে পারে না যার ফলে দেখা যায় চশমার সাইজের সাথে তাদের প্রকৃত সাইজের অসামঞ্জস্য থেকেই যায়।
গ্লাসেস্ বা চশমা ক্রয় করার সঠিক প্রক্রিয়াঃ
চশমা ক্রয় করার সময় চশমার টেম্পলস্(Temples)-এর ভেতরেরর দিকে লক্ষ্য করলে কিছু নাম্বার দেখতে পাবেন।অনেকটা নিচের ছবির মত-
প্রথম ধাপঃপ্রথমেই চশমার ভেতরের দিকের এই সংখ্যাগুলো খুঁজে বের করুন।উপরের ছবির ক্ষেত্রে ছবির নাম্বার হচ্ছে- 9Y12 50Π16 -138
দ্বিতীয় ধাপঃ ডান দিক থেকে বাম দিকে পড়া শুরু করুন।
প্রথম নাম্বার হচ্ছে -138 যা দ্বারা বুঝায় যে ঐ চশমার টেম্পল(Temple Length) 138 mm বা 13.8 cm
তারপরের নাম্বার হচ্ছে-16
যা দ্বারা বুঝায় চশমার ব্রিজ(Bridge size) 16 mm বা 1.6 cm
সর্বশেষ নাম্বার হচ্ছে-50
যা দ্বারা বুঝায় ঐ চশমার লেন্সেস্(Lenses/Eyesize) 50 mm বা 5 cm
নিচে আরো কিছু ছবি দেওয়া হলো বুঝার সুবিধার্থে
(উত্তরটি Ibrahim Salat-এর ইংরেজি উত্তরের অনুকরণে পরিমার্জিতরুপে লিখা।লেখকের উত্তরের লিঙ্ক নেই;উত্তরটি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম এবং কিছু ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত)
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন