--> কিছু অবাক করা Psychological Hacks : Part 3
Home হ য ব র ল

  • কেউ আপনার কাছে তার বয়স লুকাচ্ছে বলে মনে হচ্ছে? তাকে তার জন্মসাল জিজ্ঞেস করুন। যদি সে মিথ্যে বলে তাহলে তাঁকে ক্যালকুলেট করতে হবে।
  • আমাদের মস্তিষ্ক 'ভয়ঙ্কর তবে নিরাপদ' জিনিস পছন্দ করে।এজন্যই আপনি রোলার কোস্টারে চড়ে এতো মজা পেয়েছিলেন।
  • যখন একদল লোক একসাথে হাসাহাসি করে তখন মানুষ ওই দলে তার সবচেয়ে প্রিয় মানুষটির দিকে তাকায়।
  • আপনার অজুহাতগুলোকে বিশ্বাযোগ্য করতে চান? সবসময় সত্য কথা বলুন। ফলে অন্যরা আপনার মিথ্যাগুলোকেও সত্য বিবেচনা করবে।
  • নিজেকে 'বিশেষ' দেখাতে চান? বন্ধুমহল ত্যাগ করার ঠিক পূর্বে হাস্যকর বা ইন্সপিরেশনাল কিছু বলুন। ফলে আপনার যাওয়ার সাথে সাথে তারা আপনার অভাব অনুভব করবে।
  • কেউ আপনার উপর রাগান্বিত হলে যা করবেন- শান্ত থাকুন। এতে করে রাগান্বিত লোকটি প্রথম প্রথম আরো ক্রুদ্ধ হয়ে যাবে। তবে ধীরে ধীরে সে স্বাভাবিক হয়ে উঠবে। আমাদের মস্তিষ্ক রেসপন্স না করা কারো উপর রাগারাগি চেঁচামেচি করতে চায় না।
  • বাইরের লোক এসে বাসার শৌচাগারের বারোটা বাজিয়ে যায়? ইউরিনালে একটা মাছির স্টিকার লাগিয়ে দিন। আমরা মানুষরা টার্গেট করতে পছন্দ করি, তা আমাদের মূত্র দিয়ে হলেও! ফলে সবাই ওই স্টিকারের মাছির উপরেই মূত্রত্যাগ করবে! There's A Fly In My Urinal

ধন্যবাদ।

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top