--> পৃথিবীর বিখ্যাত কিছু সুগন্ধি এবং তার মূল্য
Home হ য ব র ল

 

পৃথিবী বিখ্যাত কিছু সুগন্ধির সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে পারেন? তাদের মূল্য আনুমানিক কত? আপনার প্রিয় সুগন্ধি কী?

সুগন্ধির ব্যবহার প্রচলিত সেই প্রাচীনকাল থেকেই। শরীরের অনাকাঙ্ক্ষিত গন্ধ লুকোতে এর জুড়ি নেই। সুগন্ধির ব্যবহার মনেও প্রশান্তির ছোঁয়া এনে দেয়।

আজ আসুন জেনে নেই পৃথিবীর বিখ্যাত কিছু সুগন্ধি সম্পর্কে।

পুরুষদের জন্য বিখ্যাত ১০ টি সুগন্ধি

  • Polo Blue by Ralph Lauren

দাম আনুমানিক ৮৫০০ টাকা।

  • Lacoste Eu De Blanc

দাম আনুমানিক ৩২০০ টাকা

  • Davidoff Cool Waterman Summer Caribbean

দাম প্রায় ৪০০০ টাকার মতো আনুমানিক।

  • Bvlgari Man In Black

দাম প্রায় ৫৭০০ টাকা।

  • Hugo Boss Selection Eau De Toilette

দাম আনুমানিক ৩৫০০ টাকা।

  • Nautica Men Blue Eau De Toilette

দাম আনুমানিক ২৫০০ টাকা।

  • Dolce & Gabbana Men Intense Eau De Parfum

দাম আনুমানিক ৫০০০ টাকা।

  • Jaguar Men Classic Black Eau De Toilette

দাম আনুমানিক 2000 টাকা

  • Guess Men Seductive Homme Eau De Toilette

দাম আনুমানিক ৫০০০ টাকা

  • Mont Blanc

Legend Night Eau De Parfum

দাম আনুমানিক ৪২০০ টাকা।

এই হলো পুরুষদের জন্য কালেকশন।

এবার আমার আপাদের জন্য কিছু সুগন্ধির খবর দেয়ার পালা।

  • Chanel

Coco Mademoiselle Eau De Parfum

দাম আনুমানিক ১৪০০০ টাকা।

  • Chanel

Chance Eau De Toilette

দাম আনুমানিক ১০০০০ থেকে ১২০০০ টাকা।

  • Lancome

La Vie Est Belle Eau De Parfum

দাম আনুমানিক ৭৫০০ থেকে ৯৫০০ টাকা।

  • Marc Jacobs

Daisy Eau De Toilette

দাম আনুমানিক ৬০০০ টাকা।

  • Dolce & Gabbana

Light Blue Eau De Toilette

দাম প্রায় ৫০০০ টাকা।

  • Dior

J'adore Eau De Parfum

দাম প্রায় ১৬০০০ টাকা।

  • philosophy

Amazing Grace Eau De Toilette

দাম ৮০০০ এর মতো।

  • Chanel

N°5 Eau De Parfum

দাম আনুমানিক ১৩০০০ টাকা।

  • Viktor & Rolf

Flowerbomb Eau De Parfum

দাম আনুমানিক ১২০০০ টাকা।

  • Estee Lauder

Beautiful Eau De Parfum

দাম প্রায় ১২৫০০ টাকা।

দাম গুলো আমি দিয়েছি সর্বোচ্চ পরিমাণের উপর ভিত্তি করে।

আমি যা পাই তাই ব্যবহার করি। সাধারণ মানুষ তাই বিলাসিতা আমার দ্বারা হয় না। উপহার পাই বা আমার উনি বাইরে থেকে এনে দেন এগুলো। এতেই আমি খুশি। বর্তমানে Hugo boss এর একটা সুগন্ধি ব্যবহার করছি।

দাম আনুমানিক ৩০০০ টাকা হবে।

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top