হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।
আবেদনের সময়ঃ ২৫ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর ২০১৯
.
ভর্তি পরীক্ষাঃ ০২ ডিসেম্বর থেকে ০৪ ডিসেম্বর ২০১৯
.
আবেদন ফিঃ প্রতি ইউনিট ৫০০ টাকা
.
আবেদনের যোগ্যতাঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নুন্যতম ৩.৫০ পয়েন্ট সহ মোট ৭.০০ থাকতে হবে। A ইউনিটের জন্য চতুর্থ বিষয়ে নুন্যতম "C" গ্রেড থাকতে হবে। ২০১৬ সালের পূর্বে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদনের অযোগ্য। ২০১৮ ও ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
.
১৫০ নম্বরের উপর মেধা স্কোর করে প্রার্থী নির্বাচন করা হবে। তন্মধে ১০০ নম্বর MCQ পরীক্ষা এবং বাকি ৫০ নম্বর মাধ্যমিক & উচ্চ মাধ্যমিক পরিক্ষায় প্রাপ্ত গ্রেড অনুযায়ী যথাক্রমে ৪০% ও ৬০% =৫০ থাকবে।
আর্কিটেকচারের জন্য অতিরিক্ত ৫০ মার্কের মুক্তহস্তে অঙ্কন পরিক্ষা হবে যেখানে নুন্যতম ১০ মার্ক পেয়ে পাশ করতে হবে।
কোটার ক্ষেত্রে নুন্যতম ৩৫ মার্ক পেয়ে পাশ করতে হবে।
.
ইউনিট পরিচিতি(মানবন্টন ও আসনসংখ্যা)
.
#A_ইউনিট
মোট সিট :৫৮৫
১.এগ্রিকালচার -৩৭৫
২.ফিশারিজ -১১০
৩ .ভেটেরিনারি এন্ড এনিমেলস সাইন্স -১০০
.
মানবন্টন : মোট ১৫০ নম্বর
১.পদার্থ =২৫ নম্বর
২.রসায়ন = ২৫ নম্বর
৩. জীববিজ্ঞান ২৫ নম্বর
৪.ইংরেজি =২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
#B_ইউনিট
১.কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ( সিএসই)
সিট সংখ্যা :৭০
২.ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
(ECE) সিট সংখ্যা :৭০
৩.ইলেকট্রিকাল & ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(EEE) :৭০
৪. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং(ME) : ৫০
৫. সিভিল ইঞ্জিনিয়ারিং (CE) ::৫০
৬. এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং( AE) :৬০
৭. ফুড প্রসেস & ইঞ্জিনিয়ারিং: ৬০
৮. আর্কিটেকচার :সিট সংখ্যা ৩৫
৯. পদার্থ (PHY): ৭৫
১০. রসায়ন (CHE) : ৭৫
১১. গনিত (MAT): ৮০
১২. পরিসংখ্যান (STAT) :৮০
.
মানবন্টন :১৫০ নম্বর মোট
১.পদার্থ =২৫ নম্বর
২.রসায়ন = ২৫ নম্বর
৩.গণিত = ২৫ নম্বর
৪.ইংরেজি =২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
#C_ইউনিট ( Faculty Of Business Studies)
মোট সিট সংখ্যা ২৮০
১. Accounting -৭০
২.Finance and Banking -৭০
৩.Management -৭০
৪. Marketing -৭০
ব্যবসায় শিক্ষা শাখার জন্য মোট সিট ৬০ % ( ১৬৮)
বিজ্ঞান ও মানবিক শাখার জন্য মোট সিট ৪০% (১১২)
মানবন্টন :
ব্যবসায় শিক্ষা শাখার জন্য :
১. অ্যাকাউন্টিং = ২৫ নম্বর
২. ম্যানেজমেন্ট = ২৫ নম্বর
৩ . ইংরেজি = ২৫ নম্বর
৪. সাধারণ জ্ঞান = ২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
বিজ্ঞান ও মানবিক শাখার জন্য :
১. বাংলা = ৪০ নম্বর
২. ইংরেজি = ৪০ নম্বর
৩ .সাধারণ জ্ঞান = ২০ নম্বর
৪. জিপিএ নম্বর = ৫০ নম্বর
#D_ইউনিট: Faculty of Social Science & Humanities
মোট সিট-৩৬৫
১. ইংরেজি :১০৫
২. অর্থনীতি : ১০৫
৩. সমাজবিজ্ঞান :১০৫
৪.ডেভেলপমেন্ট স্টাডিজ-৫০
মানবন্টন : ১৫০ নম্বর মোট
১. বাংলা = ২৫ নম্বর
২. ইংরেজি = ৫০ নম্বর
৩ .সাধারণ জ্ঞান = ২৫ নম্বর
আরো কিছু জানার থাকলে বলতে পারো। শুভ কামনা রইল সবার জন্য। শুভ কামনায়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন