--> পদার্থবিজ্ঞানের কিছু প্রয়োজনীয় তথ্য || Some Important Knowledge Of Physics
Home SSC Zone / Versity Zone

পদার্থবিজ্ঞানের কিছু প্রয়োজনীয় তথ্য || Some Important Knowledge Of Physics 

Selective general knowledge from physics for Admission Test:



১. পরিমাপ যন্ত্রসমূহের নামঃ

বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্র— হাইগ্রোমিটার।
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র— কেস্কোগ্রাফ।
সমুদ্রের দ্রাঘিমাংশ পরিমাপের যন্ত্র — ক্রনোমিটার।
মানবদেহের রক্তচাপ পরিমাপের যন্ত্র — স্ফিগমোম্যানোমিটার।
ভূমিকম্প নির্ণায়ক— সিসমোগ্রাফ
সমুদ্রের গভীরতা পরিমাপক— ফ্যাদোমিটার
উড়োজাহাজের গতি নির্ণায়ক— ট্যাকোমিটার
তরল পদার্থের ঘনত্ব নির্ণায়ক—হাইড্রোমিটার
বায়ুচাপ মাপার যন্ত্র— ব্যারোমিটার
২. অভিকর্ষজ মান সবচেয়ে বেশি — ভূ-পৃষ্ঠ এ
৩. কাজের একক —জুল
৪. এস আই পদ্ধতিতে তড়িতের একক—কুলম্ব
৫. শূন্য মাধ্যমে শব্দের বেগ — 0
৬. শব্দের গতি সবচেয়ে কম — বায়বীয় মাধ্যমে
৭. শব্দের গতি সবচেয়ে বেশি — কঠিন
৮. কোনো শব্দ শোনার পর তা আমাদের মস্তিষ্ক এ রেশ থাকে— ০.১ সেকেন্ড
৯. শব্দ উৎপত্তির কারণ — বস্তুর কম্পন
১০. পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় — সাড়ে চারগুন বেশি।
১১. প্রতিফলিত শব্দকে বলে— প্রতিধ্বনি
১২. শব্দের তীব্রতার একক — ডেসিবেল
১৩. একটি টানা তারে টানের পরিমাণ 4 গুন বৃদ্ধি করা হলে কম্পাংক কত গুন
বাড়বে— 2 গুন
১৪. শব্দ তরঙ্গ — লম্বিক তরঙ্গ
১৫. মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাংক— infinite
১৬. পৃথিবী-পৃষ্ঠে বস্তুর মুক্তিবেগ— 11.2 ms-1
১৭. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে দোলনকাল— অসীম
১৮. পৃথিবী-পৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য— 0.994
১৯. কোন ধর্ম শব্দ তরঙ্গ প্রদান করে না— সমবর্তন
২০. কঠিন পদার্থ বিশুদ্ধ না অবিশুদ্ধ তা নির্নয় করা হয়— গলনাংক দ্বারা
২১. তাপ ইঞ্জিনের কাজ— তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করা
২২. পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে— বায়ুর চাপ কম থাকে বলে
২৩. ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা — ( –৪০°)
২৪. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়— কালো।
২৫. তাপের এস. আই একক — জুল
২৬. পানির স্ফুটনাংক — 212°F / 100°C
২৭. ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসে —৩৬.৯
২৮.তাপ সঞ্চালনের দ্রুত্তম প্রক্রিয়া— বিকিরণ
২৯. সুস্থ ব্যাক্তির দেহের তাপমাত্রা— ৯৮.৪°F
৩০.কোয়ান্টামতত্ত্ব আবিষ্কার করেন — Albert Einstein
৩১. তাপগতিবিদ্যার ২য় সূত্র হতে পাওয়া যায়— জড়তার ধারণা
৩২. রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের —তাপমাত্রা বৃদ্ধি পায়
৩৩. পরম শূন্য তাপমাত্রা — (–273°)
৩৪. পানির হিমাঙ্ক— 32° F
৩৫. আকাশে রংধনুর কারণ— বৃষ্টির কণা
৩৬. অপটিক্যাল ফাইবারে ঘটে— আলোর প্রতিফলন
৩৭. রঙিন টেলিভিশন হতে বিকিরিত হয়— মৃদু রঞ্জন রশ্মি
৩৮. টেলিভিশনের মৌলিক রং — ৩ টা
৩৯. সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘের বিকিরণ — গামা রশ্মি
৪০. আলোর তরঙ্গতত্ত্ব উদ্ভাবন করেন— হাইগেন
৪১. কোন রং এর বিচ্যুতি সবচেয়ে বেশি— বেগুনি।
৪২. আলোকবর্ষ কিসের একক— দূরত্ব এর
৪৩. রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কি হিসেবে কাজ করে— প্রিজম।
৪৪. কোনটি পাসপোর্ট শনাক্তকরণ মেশিনে ব্যবহৃত হয়— UV ray
৪৫. কোন রং এর আলোর কম্পাংক সবচেয়ে কম— লাল
৪৬. কোনটি সবরকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়— অবাস্তব বিম্ব
৪৭. মরীচিকা ব্যাখ্যা করার জন্য প্রয়োজন— অভ্যন্তরীণ প্রতিফলন
৪৮. মানুষের চোখের লেন্সের আকৃতি— দ্বি অবতল
৪৯. বর্ণালীর প্রান্তীয় বর্ণ — বেগুনী ও লাল
৫০. মধ্যম রং— হলুদ


Please rectify if there's any wrong information or typing mistake.

 🏁 Versity Zone 🏁

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top