--> Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University Admission Circular
Home Versity Zone

BSMRMU সার্কুলারের বিস্তারিত



Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University  সংক্ষেপে BSMRMU দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি দেশের প্রথম ও একমাত্র, দক্ষিণ এশিয়ার তৃতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির বর্তমান ক্যাম্পাস রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে কিন্তু চট্টগ্রামের বাকলিয়ার হামিদচরে স্থায়ী ক্যাম্পাস তৈরির কাজ চলমান রয়েছে।

✪২০২১-২২ সেশনের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭মে ও ২৮মে।
✪আবেদনের সময়ঃ ০১ এপ্রিল ২০২২  - ২৫ এপ্রিল ২০২২

✪আবেদন ফরমের মূল্যঃ ৭০০টাকা (আবেদনের টাকা অফেরতযোগ্য)

✪পরীক্ষার কেন্দ্রঃ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা

 পরীক্ষার সময়ঃ
                    FMGP: ২৭মে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা
                    FSA:     ২৭মে বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা                 
                    FEOS:  ২৮মে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা  
                    FET:     ২৮মে বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা     
                    
 ✪আবেদন যোগ্যতাঃ 
                  ☞FET & FEOS: 
        ✰২০১৮ ও ২০১৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে  মাধ্যমিক বা সমমান এবং ২০২০ বা ২০২১ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। 
       ✰ এসএসসি ও এইচএসসি  পরীক্ষায় ন্যূনতম 4.00 থাকতে হবে।
       ✰ Math, Physics. Chemistry, Biology ও English এই ৫টি সাবজেক্টের মধ্যে অন্তত ২টি A Grade এবং বাকিগুলোতে ন্যূনতম B Grade থাকা লাগবে।
                  ☞FMGP & FSA:
        ✰২০১৮ ও ২০১৯ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২০ বা ২০২১ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। 
       ✰ এসএসসি ও এইচএসসি  পরীক্ষায় ন্যূনতম 3.50 থাকতে হবে।
       ✰ সকল বিষয়গুলোতে ন্যূনতম B Grade থাকা লাগবে।
                                                                                                                                  ✪১০মে ২০২২ তারিখে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ করা হবে। ১৫ মে থেকে ২৬ মে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
                                                                                                                                  
✪পরীক্ষার বিস্তারিতঃ  পূর্ণমান-১০০; সময়- ৯০ মিনিট                            
                       FET: Physics, Math, Chemistry, English, ICT.
                    FEOS: Physics, Math, Chemistry, English, Biology.
       FSA & FMGP: Bangla, English, ICT, GK, Analytical Ability.
                                     
                             
☞রেজাল্টঃ  ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ - ২৩শে জুন

➤অনুষদ ও বিষয়সমূহঃ
      FET (Faculty of Engineering & Technology):                                  
              ◑ BSc in Naval Architecture & Offshore Engineering
       FEOS (Faculty of Earth & Ocean Sciences):
               ◑ BSc in Oceanography 
               ◑ BSc in Marine Fisheries
       FMGP (Faculty of Maritime Governance & Policy)
                ◑ LLB in Maritime Law
       FSA (Faculty of Shipping Administration)
                ◑ BBA in Port Management & Logistics

💥বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  মেরিটাইম বিশ্ববিদ্যালয় এর রচিত #বিজয়_মেরিটাইম_স্পেশাল  বইটি সম্পর্কে কিছু তথ্য 

💢বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের জন্য রচিত প্রথম, এবং সঠিক সিলেবাসের আলোকে রচিত একমাত্র পূর্ণাঙ্গ সহায়িকা হলো এই বইটি। 

💢এই বইটিতে ১মলার্টের ভিতরেই আছে টোটাল চারটি ফ্যাকাল্টির   বিগত সালের নমুনা প্রশ্ন,নির্ভুল সমাধান, ব্যাখ্যা এবং রিটেন ও এমসিকিউ পার্টের জন্য বিশেষ সাজেশন যা বংলা ও ইংলিশ উভয় ভার্সনে রচিত।

💢 বইটিতে সকল বিষয়ে সুস্পষ্টভাবে সকল বিষয়ের উপর আলোচনা আছে এতে একজন শিক্ষার্থী খুব সহজেই বুঝতে পারবে কোন বিষয় গুলো পড়লে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব।

💢 ১ বইয়েই চারটি ফ্যাকাল্টির সকল তথ্য থাকায় এই বইটিই সাইন্স,আর্স ও কমার্সের স্টুডেন্ট দের পাশাপাশি যারা বিভাগ পরিবর্তন করতে চায় তাদের ক্ষেত্রেও এই বইটি চূড়ান্ত কার্যকরী তাই আলাদা আলাদা বই কিনে অর্থ নস্ট করার কোন সুযোগ নেই।

💛 বইটি রকমারি.কম এ প্রি অর্ডার চলছে। সবার আগে রকমারি.কম বইটি ডেলিভারি করবে আমরা কেউ পার্সোনালি বইটির প্রি অর্ডার নিচ্ছি না, সো নিরাপদ ভাবে রকমারি.কম এর নিচে দেওয়া লিংক থেকে অর্ডার করে ফেলো। এই বইটি সবার আগে প্রি অর্ডারকারীদের ডেলিভারি করা হবে তারপর বইটির স্টক থাকলে আমরা লাইব্রেরি গুলোতে বইটি সরবরাহ করবো তাই স্টক জনিত জটিলতা ও সময়ের সঠিক ব্যবহার করতে আজই প্রি অর্ডার করে তোমার কপিটি হোম ডেলিভারি নিয়ে নাও রকমারি.কম থেকে।



ধন্যবাদ ❤️❤️

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top