হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।
আবেদনের যোগ্যতাঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নুন্যতম ৩ পয়েন্ট সহ মোট ৬.৫ থাকতে হবে। তবে G ইউনিটের ক্ষেত্রে উভয় পরীক্ষায় নুন্যতম ২.৭৫ করে মোট ৬.০ থাকলেও চলবে।
বিভাগ পরিবর্তন ইউনিট
ইউনিট C & G(মানবন্টন ও আসনসংখ্যা)
C ইউনিট ( Faculty Of Business Studies)
মোট সিট সংখ্যা ২৮০
১. Accounting -৭০
২.Finance and Banking -৭০
৩.Management -৭০
৪. Marketing -৭০
ব্যবসায় শিক্ষা শাখার জন্য মোট সিট ৬০ % ( ১৬৮)
বিজ্ঞান ও মানবিক শাখার জন্য মোট সিট ৪০% (১১২)
মানবন্টন : ১৫০ নম্বর মোট
ব্যবসায় শিক্ষা শাখার জন্য :
১. অ্যাকাউন্টিং = ২৫ নম্বর
২. ম্যানেজমেন্ট = ২৫ নম্বর
৩ . ইংরেজি = ২৫ নম্বর
৪. সাধারণ জ্ঞান = ২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
বিজ্ঞান ও মানবিক শাখার জন্য :
১. বাংলা = ৪০ নম্বর
২. ইংরেজি = ৪০ নম্বর
৩ .সাধারণ জ্ঞান = ২০ নম্বর
৪. জিপিএ নম্বর = ৫০ নম্বর
G ইউনিট: (Faculty of Social Science & Humanities)
মোট সিট-৩৬৫
১. ইংরেজি :১১০
২. অর্থনীতি : ১১০
৩. সমাজবিজ্ঞান :১১০
৪.ডেভেলপমেন্ট স্টাডিজ-৩৫
মানবন্টন : ১৫০ নম্বর মোট
১. বাংলা = ৩০ নম্বর
২. ইংরেজি = ৫০ নম্বর
৩ .সাধারণ জ্ঞান = ২০ নম্বর
৪. জিপিএ নম্বর = ৫০ নম্বর
[বিঃদ্রঃ গত বছরের সার্কুলার অনুযায়ী] এছাড়া কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো।