--> জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের D ইউনিট কিভাবে প্রস্তুতি নিতে হবে? || How can I prepare for JU D Unit?
Home জাতীয় বিশ্ববিদ্যালয় / জাহাঙ্গীরনগর / Jahangirnagar University Admission Test / JU D Unit

Jahangirnagar University D Unit Full Preparation Plan:



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের D ইউনিট ( জীববিজ্ঞান অনুষদ ) - এর মানবন্টন , বিস্তারিত তথ্য ও চান্স পেতে চাইলে কিভাবে প্রস্তুতি নিতে হবে তার বিস্তারিত দিকনির্দেশনা :

D ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে । এই ইউনিটকে দেশসেরা বায়োলজিক্যাল ইউনিট বলা হয়। 😍
.

মানবণ্টন : 


বাংলা + ইংরেজি = ৮ ,
রসায়ন = ২৪ , 
উদ্ভিদবিজ্ঞান – ২২, 
প্রাণিবিদ্যা – ২২ এবং 
বুদ্ধিমত্তা ( IQ ) – ৪

পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে । মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। এসএসসি রেজাল্টকে ১.৫ দ্বারা গুণ করা হয়, এইচএসসি রেজাল্টকে ২.৫ দ্বারা গুণ করা হয় (চতুর্থ বিষয় সহ ) । অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।

D ইউনিটে মোট ৭ টি বিষয় রয়েছেঃ

১) ফার্মেসী বিভাগ
২) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
৩) মাইক্রোবায়োলজি বিভাগ
৪) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারি বিভাগ
৫) পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগ
৬) প্রাণিবিদ্যা বিভাগ
৭) উদ্ভিদবিজ্ঞান বিভাগ


প্রস্তুতির দিকনির্দেশনা :


মেইন বই ভালোভাবে পড়ার কোন বিকল্প নেই । ভার্সিটিতে চান্স পেতে গেলে বেসিক ক্লিয়ার করতে হবে। কারণ, খুব কম প্রশ্নই সরাসরি আসে। বেশীরভাগ প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। বেশী বেশী প্র্যাকটিস করো। একাধিক প্রশ্ন করা যাবে এমন টপিকগুলো বেশি ভালো করে পড় .। 
জাহাঙ্গীরনগর গাইডলাইন D- unit ভর্তি সহায়িকা পুরো বই খুব ভালো ভাবে পড়ো।


বাংলা ও ইংরেজীর জন্য " গাইডলাইন  English "ও বাংলা ২য় পএ MCQ গাইডলাইন  বইটি ফলো করতে পারো। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ইউনিটেই বুদ্ধিমত্তা বা IQ থেকে প্রশ্ন করা হয় । এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই । এই IQ অংশের জন্য ভালো মানের একটি IQ বই পড়লেই যথেষ্ট । সবচেয়ে ভালো IQ বই হলো "  IQগাইডলাইন " । এই "  IQগাইডলাইন " বইটি ফলো করো ।
iQগাইডলাইন বইটির মূল্য মাএ ১০০ টাকা্।
iQগাইডলাইন বইটি বাংলাদেশের সকল জেলা শহরের জনপ্রিয় লাইব্রেরি তে পাওয়া যাচ্ছে। 
এছাড়াও অনলাইনে রকমারি তে অডার্র করতে পারো iQগাইডলাইন বইটি। 

বিগত বছরের প্রশ্ন বুঝে বুঝে সলভ করো " জাহাঙ্গীরনগর গাইডলাইন 
  " প্রশ্নব্যাংক থেকে । এতে , প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা পাবা ; কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ন সেটা বুঝতে পারবা  ।

বই সাজেশনঃ

##মেইন বই ,  
.## জাহাঙ্গীরনগর গাইডলাইন D- unit ভর্তি সহায়িকা। 
##গাইডলাইন English 
## বাংলা২য় পএ MCQ গাইডলাইন। 
## iQগাইডলাইন বইটি 

আবেদনের ন্যূনতম যোগ্যতা :


D Unit ( জীববিজ্ঞান অনুষদ ) :

* বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৪.০০ পেতে হবে।
* মোট জিপিএ ৯.০০

* উচ্চমাধ্যমিকে জীববিজ্ঞানে A- ( A মাইনাস )



আসন সংখ্যা :


ছাত্র +ছাত্রী = মোট আসন সংখ্যা।

*জীববিজ্ঞান অনুষদ :

D ইউনিট :

* ফার্মেসী:২৫+২৫=৫০

* বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং: ১২+১২=২৪

* মাইক্রোবায়োলজি:১৮+১৮=৩৬

* প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান:৩০+৩০=৬০

* পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স: ২০+২০=৪০

* প্রাণিবিদ্যা:২৫+২৫=৫০

* উদ্ভিদবিজ্ঞান: ৩০+৩০=৬০

মোট আসন: ১৬০ + ১৬০ = ৩২০ টি


D ইউনিটের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে। মানে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, রসায়ন, জীববিজ্ঞান ও IQ অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর করে পেতে হবে।


তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর D ইউনিটে ( জীববিজ্ঞান অনুষদে ) সর্বনিম্ন কত নাম্বার পেলে চান্স হবে?

উত্তর : ভর্তি পরীক্ষায় ৮০ নম্বরের  MCQ এর মধ্যে ৬০ পেলেই তোমার চান্স নিশ্চিত বলে ধরে নিতে পারো। তবে ৫৩+ পেলেও সম্ভাবনা থাকে। তবে অনিশ্চয়তা থেকে যায়।  টোটাল ১০০ নাম্বার থেকে ৭৩+ পেলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। বিগত ৫ বছরের নাম্বার বিশ্লেষণ এটাই বলে। তবে একটা কথা মনে রাখবা যারা বাংলা+ ইংরেজি - ৮ নাম্বার ও  IQ -  ৪ নাম্বার ; এই মোট - ১২ নাম্বারকে অবহেলা করে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা প্রথমেই ৫০% কমে যায়!  কারণ এই ইউনিটে ০.২৫ নাম্বারের ব্যবধানেও অনেক সময় সিরিয়ালের পার্থক্য হয়ে যায় ৫০! সেখানে তুমি ১২ নাম্বারকে গুরুত্ব না দিলে চান্স পাবা কি করে? কারণ, জীববিজ্ঞান,  রসায়ন সবাই ই পড়তেছে।  তাই যারা
জীববিজ্ঞান,  রসায়ন এর পাশাপাশি বাংলা , ইংরেজি ও IQ তেও ভালো করে তারাই বেশি চান্স পায়।  এগুলোতে নাম্বার উঠানো তেমন কঠিন কিছু নয়।  জাস্ট একটু টেকনিকালি পড়াশোনা করতে হয়। বাংলা ও ইংরেজির জন্য ফলো করো " গাইডলাইন English ও বাংলা ২য় পএ MCQগাইডলাইন বইটি।
IQ এর জন্য ফলো করতে হবে "  IQগাইডলাইন বইটি।  
.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের D UNIT এর জন্য " জাহাঙ্গীরনগর গাইডলাইন 
 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় D UNIT ভর্তি সহায়িকা ( প্রশ্নব্যাংক + সাজেশন) " বইটি অবশ্যই পড়বা। 
জাহাঙ্গীরনগর গাইডলাইন D- unit ভর্তি সহায়িকা বইটি বাংলাদেশের সকল জেলা শহরের জনপ্রিয় লাইব্রেরি তে পাওয়া যাচ্ছে। 


জাহাঙ্গীরনগর গাইডলাইন D- unit ভর্তি সহায়িকা বইটি অনলাইনে রকমারি তে অডার্র করতে পারো। 

বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার যুদ্ধে লাখ লাখ সৈনিকের ভীরে নিজেকে এগিয়ে রাখতে ভালো মানের বই পড়ার বিকল্প নেই।

তাই সর্বোচ্চ ভালো প্রিপারেশন নিতে বইটি সংগ্রহ করো দ্রুত।
.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর  D ইউনিটে সর্বনিন্ম কতো নাম্বার পেয়ে চান্স পেয়েছে এবং সর্বোচ্চ নাম্বার কত ছিল তা নিচে লিখে দিলাম। এটা দেখে ধারণা করে নাও কত পেলে চান্স পেতে পারো :

D Unit ( জীববিজ্ঞান অনুষদ ) : 

Male : সর্বোচ্চ : ৮৮ , সর্বনিন্ম : ৭৩
Female : সর্বোচ্চ : ৮৬ , সর্বনিন্ম : ৭৪

[ Out of 100 অর্থাৎ জিপিএ স্কোর সহ ] 

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নাম্বার কাটা যাবে ।

ক্যালকুলেটর ব্যবহার করা যাবেনা । তবে প্রশ্নে রাফ করা যাবে ।

টার্গেট সেট করে পড়ো । আজকে কতটুকু পড়বা সেটা দিনের শুরুতেই ঠিক করে ফেলো । সেটা খাতায় লিখো । সে অনুসারে পড়ার চেষ্টা কর । কতটুকু পড়লা দিনশেষে তা লিখে রাখতে পারো ।
.
নিয়মিত নামাজ আদায় করো , ধর্মীয় অনুশাসন মেনে চললে মন ও ফ্রেশ থাকে । বাজে চিন্তা মাথায় কম ঢুকে । পড়ায় মন বসে । কোনভাবেই হতাশ হওয়া যাবেনা ।

যেকোন প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো।

শুভকামনা রইল 🥰

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top