জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ বিস্তারিত
Everyone above the age of 25 can Register

Click Here Register for COVID-19 Vaccine (BD)
পোষ্টটি শেয়ার করুন! 📣
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স শ্রেণির ভর্তি কার্যক্রমেঃ
🔰 অনলাইন প্রাথমিক আবেদন ২৮ জুলাই বিকাল ৪টা থেকে শুরু
🔰 ১৪ আগস্ট ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
অনার্স ভর্তির আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে ১৬ আগস্ট ২০২১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে শুরু হবে।
অনার্স ভর্তি কার্যক্রমে প্রার্থীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours) Important Notice অপশন থেকে জানা যাবে।
🚫 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদনের সাধারণ যােগ্যতাঃ
• বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৭/২০১৮ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০১৯/২০২০ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ নুন্যতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
• বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৭/২০১৮ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ এবং ২০১৯/২০২০ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
• বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড থেকে শুধুমাত্র এইচ.এস.সি. (ভােকেশনাল), এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর শর্তপুরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
• প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যােগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।
🚫 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পদ্ধতিঃ
• প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।
• একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%, প্রয়ােজন হলে SSC ও HSC পরীক্ষার মােট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%, এর পরেও যদি দুই বা ততােধিক আবেদনকারীর মেধাত্রম এক হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।
• এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, বিশেষ কোটা এবং রিলিজ স্লিপের (প্রয়ােজনে একাধিকবার) মাধ্যমে সম্পন্ন করা হবে।
🚫 আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়ঃ
• আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Honours Tab-এ গিয়ে Apply Now (Honours) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, শিক্ষা বাের্ড/বিশ্ববিদ্যালয়, পাসের সন ও একটি নিবন্ধিত মােবাইল নম্বর (নিজের অথবা অভিভাবকের) সঠিকভাবে এন্ট্রি দিয়ে অনার্স ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে।
• আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট/পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। কলেজ যে সকল প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে সে সকল প্রার্থী তাদের মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে।
🚫 অনার্স ভর্তির দ্বৈত ভর্তি বাতিল সম্পর্কিত জ্ঞাতব্যঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে অনার্স, অনার্স প্রফেশনাল, ডিগ্রী নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তিকৃত কোন শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হতে পারবে না। তবে এ সকল শিক্ষার্থীরা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক অনার্স এ ভর্তি হতে পারবে। একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
🚫 উল্লেখ্য যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় কোন শিক্ষার্থী ভর্তি বাতিল করলে তা পুনবহাল করার কোন সুযোগ দেয়া হবে না।
🚫 অনার্স ভর্তির রিলিজ স্লিপে ভর্তির আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়ঃ
যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাবে না, ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাব্দকৃত বিষয়ে ভর্তি হবে না, সে সকল প্রার্থী বিষয়ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। কলেজ কর্তৃক যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে না, সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
🚫 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফলঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদনকারীরা প্রার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশন থেকে Honours Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে ফল দেখতে পারবেন এবং SMS (nu<space>athn<space>roll no লিখে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে অথবা কলেজ থেকে ফলাফল জানতে পারবে।
প্রশ্ন-উত্তর 📣📣
👉->>প্রশ্নঃ (২০-২১) অনার্সে ভর্তির আবেদন কবে শুরু?
⭕উঃ 👉 আগামী ২৮/০৭/২০২১ তারিখ বিকাল ৪ঃ০০টা থেকে শুরু হয়ে ১৪/০৮/২০২১ তারিখ রাত ১২ঃ০০ পর্যন্ত চলবে
👉->>প্রশ্নঃ আবেদন কোথায় গিয়ে করতে হবে ?
⭕উঃ যে সকল দোকানে অনলাইনের কাজ করা হয় ঐখানে।
👉->>প্রশ্নঃ আবেদনের সময় কী কী লাগবে ?
⭕উঃ SSC ও HSC এর রোল ও পাশের সন এবং ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং ১টি সচল ফোন নাম্বার।
👉->>প্রশ্নঃ পাশের সালের কী কোনো সীমাবদ্ধতা আছে ?
⭕উঃ জ্বী আছে। আপনার SSC ২০১৭/২০১৮ এবং HSC ২০১৯/২০২০ সালে পাশ থাকতে হবে। ১টি কম হলে পারবেন না।
👉->> প্রশ্নঃ আবেদনের যোগ্যতা কি?
⭕উঃ মানবিক বিভাগ 👇
SSC --> 2.50
HSC --> 2.50
বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা 👇
SSC --> 3.00
HSC --> 2.50
👉->>প্রশ্নঃ কতটি কলেজ চয়েজ দিতে হয় ?
⭕উঃ ১টি।
👉->>প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েজ দেয়া যায় ?
⭕উঃ যে কয়টি আপনার সামনে প্রদর্শিত হবে সব দিতে পারেন। আপনার ইচ্ছা। চাইলে ১টা ও দিতে পারেন।
👉->>প্রশ্নঃআবেদন অন্য কেউ করে দিলে হবে না ?
⭕উঃ ইচ্ছা, নিজেও করতে পারেন, বা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারেন।
👉->>প্রশ্নঃ আবেদনের সময় কত টাকা লাগে ?
⭕উঃ ৫০ বা ১০০ টাকা।
👉->>প্রশ্নঃআবেদনে যদি কোনো প্রকার ভুল হয় অথবা আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি তবে কি নতুন ভাবে আবেদন করা যাব?
⭕উঃ হ্যা যাবে। তবে ১বার। কিন্তু ফর্মটি কলেজে জমা দিয়ে দিলে আর যাবে না।
👉->>প্রশ্নঃ আবেদনের সাথে সাথে অথবা কতদিন পরে কলেজে জমা দিতে হবে ?
⭕উঃ একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকবে সময়ের ভিতর জমা দিতে হবে।
👉->>প্রশ্নঃআবেদন ফর্মটি জমা দিতে নিজেকে যাইতে হবে ?
⭕উঃহ্যা।
👉->>প্রশ্নঃ ফর্মটি কোথায় জমা দিবো ?
⭕উঃ যে কলেজটা চয়েজ দিছেন ঐটাতে।
👉->>প্রশ্নঃজমা দেয়ার সময় কি কি কাগজ নিয়ে যাবো?
⭕উঃ ssc ও hsc এর রেজিঃ কার্ড ও নম্বরপত্র (মার্কশীট) এর ফটো কপি এবং ২ বা ৪ কপি পাসর্পোট সাইজ ছবি।
👉->>প্রশ্নঃ কলেজেতো এখন মার্কশীট আসে নাই অথবা তুলি নাই অথবা ssc এর ফটোকপিটাও নাই। তাহলে কি করবো ?
⭕উঃ অনলাইন থেকে মার্কশীট ডাউনলোড করে ঐটা জমা দিলেও হবে।
👉->>প্রশ্নঃকাগজ গুলোকি সত্যায়িত করতে হবে ?
⭕উঃ কলেজের নোটিশ বোর্ডে যদি কাগজপত্র সত্যায়িত করে চায় তবে দিতে হবে।
👉->>প্রশ্নঃ কাগজগুলোর কত কপি করে জমা
দিতে হবে ?
⭕উঃ ২ বা ৪ কপি করে।
👉->>প্রশ্নঃ কাগজ গুলা জমা দেয়ার সময় কি কিছু করতে হবে ?
⭕উঃ হ্যা...আবেদন পত্র দুটি অংশ থাকবে।১টি কলেজের অপরটি স্টুডেন্টদের।দুটি অংশ আপনার ছবি নিছে স্বাক্ষর ও তারিখ দিতে হবে।যেদিন জমা দিবেন, সেদিনের তারিখ দিবেন।কলেজ আলাদা ভাবে ফোন নাম্বার চাইলে উপরে লিখতে হবে।
👉->>প্রশ্নঃ জমা দেয়ার পর কি কোনো মেসেজ আসবে ?
⭕উঃ হ্যা ১টি মেসেজ আসবে।
👉->>প্রশ্নঃ কত সময় বা দিনের মধ্যে মেসেজ টা আসবে.....?
⭕উঃ ১ থেকে ৫ দিন বা তারো বেশি সময় লাগবে।
👉->>প্রশ্নঃ যদি মেসেজ না আসে ?
উঃ মেসেজ না আসলে দ্রুত স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে যোগাযোগ করতে হবে।
👉->>প্রশ্নঃ আবেদন গ্রহন হয়েছে তা সিওর হওয়ার কোনো কি অন্য পথ আছে ? মেসেজ গুলা ডিলিট হয়ে গেছে তাই টেনশনে আছি।
⭕উঃ হ্যা আছে।আপনার কাছে যে আবেদন ফর্ম (কলেজে কাগজ জমা দিলে কলেজ আপনাকে স্টুডেন্ট কপিটা ফেরত দিবে এবং ঐটা আপনার স্ব-যত্নে রাখতে হবে) সময় টি আছে ওটাতে ১টি পিন ও পাসোয়ার্ড আছে।ওটা দিয়ে জাবির ওয়েব সাইটে লগ ইন করলে Status - লাল রঙে Submit লেখা থাকবে। আর কলেজ আবেদন গ্রহন কররলে তা সবুজ রঙে Receive লেখা হয়ে যাবে।
👉->>প্রশ্নঃ আবেদন কলেজে জমা দিতে কতটাকা লাগবে?
⭕উঃ ২৫০টাকা
👉->>প্রশ্নঃ ফর্মটা কলেজে জমা দিয়েছি মেসেজ আসছে বা আসেনি এখন কি ওটা বাতিল করা যাবে ?
⭕উঃ না।
👉->> প্রশ্নঃ ভর্তি পরিক্ষা দিতে হবে কি??
⭕উত্তরঃ না।
👉->>প্রশ্নঃ১ম মেরিটের রেজাল্ট কবে দিবে ?
⭕উঃনোটিশ দিলে জানতে পারবেন।
👉->>প্রশ্নঃসেটা কোথায় গিয়ে চেক করতে পারবো ?
⭕উঃ
👉->>প্রশ্নঃ নোটিশnational university ✅ জাতীয় বিশ্ববিদ্যালয়
(admission information & help) গ্রুপ এ জানতে পরবে।
👉->>প্রশ্নঃ অনলাইনে দেখেছি এক্সেপ্ট করছে।কিন্তু মেসেজ আসে নাই।সমস্যা হবে ?
⭕উঃ কোনো সমস্যা নেই।এখন এইটুকু না বুঝে আপনি ফ্রি তে টেনশন নিতে প্রস্তুত আছেন।এতে আমার করার কিছু নেই।
👉->>প্রশ্নঃ নোটিশ কবে দিবে ?
⭕উঃ আবেদন শেষের ১ থেকে ৭ দিনের মধ্যেই দিবে যা ইতিপূর্বে থেকে করে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়।অথবা চোখ রাখতে হবে আমাদের গ্রুপে
national university ✅ জাতীয় বিশ্ববিদ্যালয়
( admission information & help)
👉->>প্রশ্নঃ রেজাল্ট দেখবো কিভাবে ?
⭕উঃ রেজাল্ট মেসেজের মাধ্যমে জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NU ATHN Roll পাঠিয়ে দিন 16222নম্বরে। এখনে আবেদন ফর্মের রোল
নম্বর দিতে হবে।এবং এই একই পদ্ধতিতে মেধা ও রিলিজের আবেদনের ফলাফল দেখা যাবে।
👉প্রশ্নঃকিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির রেজাল্ট প্রকাশ করে?
⭕উত্তরঃপ্রথমত রেজাল্ট প্রকাশ করে দুই মেরিট আকারে প্রথম মেরিট ও দ্বিতীয় মেরিট
👉->>প্রশ্নঃ আমার ১ম মেরিটে যদি চান্স হয় নাই ?
⭕উঃ আবার ২য় মেরিট দিবে।কবে দিবে তাও সময় মত যানতে পারবেন
নোটিশ national university ✅ জাতীয় বিশ্ববিদ্যালয়
(admission information & help) গ্রুপ এ জানতে পরবে।
👉->>প্রশ্নঃ১ম মেরিটে চান্স পেয়েছি বাট ঐ
সাবজেক্ট পছন্দ না। এখন কি করব?
⭕উঃ১ম মেরিটে সুযোগ পেয়ে আপনি যদি ভর্তি না হন তবে আর আপনার রেজাল্ট ২য় মেরিটে দিবে না আপনাকে রিলিজে আবেদন করা লাগবে।
👉->>প্রশ্নঃ আর যদি ২য় মেরিটেও সুযোগ পেয়ে ভর্তি না হই তবে কি আমার সিটটা থাকবে?
⭕উঃতখন আপনাকে রিলিজ স্লিপ তুলতে হবে।আর আপনার সিট থাকবে না।বিশেষ করে বিভাগীয় পর্যায়ের কলেজে তো থাকবেই না। যেমন....কারমাইকেল, রংপুর সরকারি ইত্যাদিতে রিলিজে গড়ে ৩ টা সীট থাকে।
👉->>প্রশ্নঃসুযোগ পাওয়ার পর কি করবো?
⭕উঃ সুযোগ পাওয়ার পর আপনাকে ১টি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করত হবে। এই ফর্মটিতে আপনার থানা,বাবার নাম,মায়ের নাম,মোবাইল নাম্বর ইত্যাদি কিছু তথ্য দিতে হবে।
এবং এটির ৩টি কপি নামাতে হবে।১টি বা দুটি হবে কলেজ কপি এবং আর ১টি হবে স্টুডেন্ট কপি।
👉->>প্রশ্নঃমেরিট লিস্টে/১ম রিলিজে চান্স পেয়েছি। চূড়ান্ত ফর্ম ডাউনলোড করেছি তবে ভর্তি হতে চাইনা আমি কি ১ম রিলিজে/২য় রিলেজে আবেদন করতে পারবো ?
⭕উঃ হ্যা।
👉->>প্রশ্নঃমাইগ্রেশন কি ভাবে করবো ?
⭕উঃমাইগ্রেশন শুধু মাত্র ১ম ও ২য় মেরিটে সুযোগ প্রাপ্তরাই করতে পারবে।সুযোগ পাওয়ার পর যে ফর্মটি ডাউনলোড করতে যাবেন তখন দোকানদারকে বলবেন যে মাইগ্রেশন অপশনটা চালু রাখতে।
👉->>প্রশ্নঃমাইগ্রেশন করলে কোন সাবজেক্ট পাবো বা কি নিয়ম এটার ?
⭕উঃ ধরুন আপনি ৩টা কোর্স চয়েজ করেছেন।এখন ৩ বা চার নাম্বারটা পেয়েছেন।মাইগ্রেশ করলে আপনি ২ বা ১ নম্বরটা পাবেন।আর ১নংটাই যদি আসে তবে আর মাইগ্রেশন হবে না।নিচ থেকে উপরে যায়।উপর থেকে নিচে আসে না। আর মাইগ্রেশন করলেই যে পাবেন এমনটা ভাগ্যের ব্যাপার।
👉->>প্রশ্নঃ মাইগ্রেশন যে করবো তার রেজাল্ট কখন দিবে ?
⭕উঃ ২য় মেরিট বা মেধা তালিকা প্রকাশের দিন মাইগ্রেশনের রেজাল্ট অটোমেটিক মেসেজের মাধ্যমে চলে যাবে।
যাদের মেসেজ যাবে না তাদের মাইগ্রেট হবে না।সার্ভার ক্রুটির কারনে মেসেজ নাও যেতে পারে ।তাই ওয়েবসাইটে চেক করে নিবেন।
👉->>প্রশ্নঃ যদি মাইগ্রেশন হয় তবে কি করতে হবে ?
⭕উঃ মাইগ্রেশন হলে আপনাকে আবার রোল পিন দিয়ে লগ ইন করে ১টা ফরম ডাউনলোড করতে হবে।এবং তা যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন ঐ ডিপার্টমেন্টে জমা দিবেন।আর কিছু না এবং টাকাও দেয়া লাগবে না।
👉->>প্রশ্নঃ মাইগ্রেট হওয়ার পর যদি আমি মত পরিবর্তন করি,যে সাবজেক্ট চান্স পেয়েছি ঐটাতে থাকি ।পারবো ?
⭕উঃ না।কোনো ভাবেই না। যদি ফরম পূরণ না করে মাইগ্রেট করে জমা না দেন তবে সার্কুলার অনুযায়ী আপনার ভর্তি বাতিল হয়ে যাবে।কোনো ভাবেই আপনি নিজের ইচ্ছাতে বা কলেজের ইচ্ছাতে সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন না।
👉->> প্রশ্নঃ মাইগ্রেশন করা কি বাধ্যতা মূলক ?
⭕উঃ না। এটা আপনার ইচ্ছা।যদি সাবজেক্ট পছন্দ না হয় তবে মাইগ্রেশন করে।যদি আপনি মাইগ্রেশন করতে ইচ্ছুক না থাকেন তবে অব্যশই ফরম ডাউনলোডের সময় দোকানদারকে মাইগ্রেশন অপশন অফ করতে বলবেন।কারন ১বার সাবমিট হলে আর ঠিক করার চান্স নেই। (NUB)
👉->>প্রশ্নঃ ভর্তির সময় কি কি জমা দিতে হবে ?
⭕উঃ SSC ও HSC এর
👉 মূল মার্কশীট,
👉মূল রেজিঃ কার্ড,
👉মূল প্রশংসা পত্র,
👉২ বা ৪ বা ৬ কপি পাসর্পোট সাইজের ছবি,
👉 প্রাথমিক আবেদন ফর্ম,
👉 চূড়ান্ত ডাউনলোড ফর্ম।এগুলোর আবার প্রত্যেকে ফটো কপি ২ বা ৪টি সেট।
(কলেজ ভেদে রেজিস্ট্রেশন কার্ড দিতে হয় )
👉->> মামা, সামনে পাবলিক পরিক্ষা যদি, পাবলিকে সুযোগ পাই তাহলে ভাইভাতেতো সব মূল কাগজ নিয়ে যেতে হবে। তখন কি করবো???
⭕->>উঃ আপনি কলেজে একটি দরখাস্ত লিখে জামানত দিয়ে সকল কাগজ সাময়িক সময়ের জন্য তুলে আনতে পাবেন।
👉->>প্রশ্নঃ ছবি যদি ভিন্ন ভিন্ন অর্থ আবেদনের সময় ১টা আর ভর্তির সময় অন্যটা দিলে সমস্যা আছে ?
⭕উঃ না।তবে টি-শার্ট পরা ছবি দিবেন না, মেয়েরা যে ছবি দিবেন সেই ছবিতে যেন কান দেখা যায় ।
👉->>প্রশ্নঃ ১ম ও ২য় মেরিটে চান্স পাইনি এখন কি করবো ?
⭕উঃ রিলিজ স্লিপ তুলবেন।
👉->>প্রশ্নঃ রিলিজ স্লিপ কি ? খায় নাকি মাথায় দেয় ? তাই না মামা?
⭕উঃযারা ১ম ও ২য় মেরেটি চান্স পায় নাই বা পেয়ে ভর্তি হয় নাই তারা আবা রিলিজ স্লিপে আবেদন করবে।
[বিঃদ্রঃ যারা প্রাথমিক আবেদন করে নাই আবার আবেদন করছে ব্যাংকে টাকা জমা দিছে তবে ফর্ম কলেজে জমা দেয় নি তার রিলিজে আবেদন করতে পারবে না।]
👉->>প্রশ্নঃ রিলিজে কয়টা কলেজ আবেদন করা যাবে ?
⭕উঃ ৫টা আপনার ইচ্ছা মত।এমনি প্রাথমিক আবেদন যে কলেজে করেছেন ওটাতেও। তবে ৫টাই দিতে হবে।কম'ও না বেশি'ও না। ৫টাই।
👉->>প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েস দেয়া যাবে ?
⭕উঃ যে কয়টা প্রদর্শিত হবে সব। চাইলে ১টাও।
👉->>প্রশ্নঃ রিলিজ স্লিপে আবেদনের সময় কি কিছু লাগবে ?
⭕উঃ না।আপনার প্রাথমিক আবেদন ফর্মটাতে পিন ও রোল দোকানদারকে দিবেন বাকিটা উনাদের কাজ।
👉->>প্রশ্নঃ রিলিজ ফর্মটা কি আবার কলেজে জমা দিতে হবে ?
⭕উঃ না। কিছু করতে হবে না।বাসায় এনে যত্ন করে রেখে দিবেন। আর কোন টাকাও দেয়া লাগবে না কলেজে। কি মামা ঠিক আছে না?
👉->>প্রশ্নঃ চান্স পেলে কি করবো ?
⭕উঃ উপরের দেয়া আছে কি কি কাগজ লাগবে।
👉->>প্রশ্নঃ রিলিজে চান্স পাইলে কি মাইগ্রেশ করা যাবে ? বা কলেজে পরে সাবজেক্ট পরিবর্তন করার কোনো নোটিশ দিবে ?
⭕উঃ না এবং না।
👉->>প্রশ্নঃযদি ১ম রিলিজে ভর্তি না হই ?
⭕উঃ তবে ২য় রিলিজে আবেদন করবেন ঠিক ১ম রিলিজে যেভাবে আবেদন করেছেন। কিন্তু ২য় রিলিজে সিট খালি থাকা সাপেক্ষে দিবে।আবার ৩য় রিলিজের আশায় কেউ থাইকেন না।
👉->>প্রশ্নঃ রিলিজ ফর্ম টা ভুল বা মত পরিবর্তন করি তাহলে নতুন আবেদন করতে পারবো ?
⭕উঃ হ্যা। তবে মাত্র ১বার।
👉->>প্রশ্নঃ কিভাবে করবো ?
⭕উঃ কম্পিউটার দোকানদারকে বললেই হবে।
👉->>প্রশ্নঃ আবেদনের রেজাল্ট কবে দিবে ?
⭕উঃ ১ম ও ২য় মেরিট,কোটা,১ম রিলিজ, ২য় রিলিজ প্রত্যেকটার রেজাল্ট আবেদনের শেষ সময় থেকে ১ থেকে ৭ দিনের মধ্যে দিয়ে থাকে।এবং পর্যায়ক্রমে ১টি ফলাফল প্রাকাশ ও ভর্তি শেষ হলে পরেরটির জন্য নোটিশ দেয়।কোনো ভাবেই একটি কার্যক্রম চলাকালীন অপরটির আবেদন সংক্রান্ত নোটিশ
⭐ভর্তির জন্য বিজ্ঞপ্তিটি 👇👇👇
★ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলঃ http://app1.nu.edu.bd/notice/HONS_Circular.pdf
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেশসেরা কলেজ তালিকা (বিভাগ ভিত্তিক)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকা বিভাগ ভিত্তিক সেরা কলেজগুলোর তালিকা:
☑️ঢাকা অঞ্চলের সেরা কলেজ:
১. ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি)
২. সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল,
৩. তেজগাঁও কলেজ, ঢাকা, (বেসরকারি)
৪. সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, ঢাকা, (বেসরকারি)
৫. লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা (বেসরকারি)
৬. সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা (বেসরকারি)
৭. সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
৮. সরকারি গুরুদয়াল কলেজ
৯. হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা, (বেসরকারি)
১০. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা (বেসরকারি)
☑️চট্টগ্রাম অঞ্চলের সেরা কলেজ:
১. সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
২. ফেনী সরকারি কলেজ, ফেনী
৩. চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম
৪. সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
৫. ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া
৬. নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী
৭. হাটহাজারী কলেজ, চট্টগ্রাম
৮. সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম
৯. চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম
১০. চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর,
☑️রাজশাহী অঞ্চলের সেরা কলেজ:
১. রাজশাহী কলেজ, রাজশাহী
২. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
৩. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
৪. ভবানীগঞ্জ কলেজ, রাজশাহী
৫. সৈয়দ আহমদ কলেজ, সুখানপুর, বগুড়া (বেসরকারি)
৬. হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ, সিরাজগঞ্জ ( বেসরকারি)
৭. সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ
৮. দাওকান্দি কলেজ, রাজশাহী
৯. রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, (বেসরকারি)
১০. এন. এস. সরকারি কলেজ, নাটের
☑️খুলনা অঞ্চলের সেরা কলেজ:
১. সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা
২. সরকারি এম এম কলেজ, যশোর
৩. কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া
৪. সীমান্ত আদর্শ কলেজ, সাতক্ষীরা, (বেসরকারি)
৫. যশোর ক্যান্টমেন্ট কলেজ, যশোর, (বেসরকারি)
৬. ঝিকরগাছা মহিলা কলেজ, যশোর, (বেসরকারি)
৭. এম.এস. জোহা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা, (বেসরকারি)
৮. কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরাঈ (বেসরকারি)
৯. খানজাহান আলী আদর্শ কলেজ, খুলনা, (বেসরকারি)
১০.যশোর সরকারি মহিলা কলেজ, যশোর
☑️বরিশাল অঞ্চলের সেরা কলেজ:
১. সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল
২. সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল
৩. সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর
৪. ভোলা সরকারি কলেজ, ভোলা
☑️সিলেট অঞ্চলের সেরা কলেজ:
১. এম সি কলেজ, সিলেট
২. দক্ষিণ সুরমা কলেজ, সিলেট
৩. মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীাজার
৪. বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
৫. সরকারি মহিলা কলেজ, সিলেট
৬. মদনমোহন কলেজ, সিলেট
৭. সরকারি শ্রীমঙ্গল কলেজ, মৌলভীবাজার
☑️রংপুর অঞ্চলের সেরা কলেজ:
১. কারমাইকেল কলেজ, রংপুর
২. দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
৩. রংপুর সরকারি কলেজ, রংপুর
৪. উত্তর বাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট(বেসরকারি)
৫. হাতিবান্ধা আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট
৬. সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর
৭. কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম
৮. লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট
৯. গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা
১০. কে বি এম কলেজ, দিনাজপুর, (বেসরকারি)
☑️ময়মনসিংহ অঞ্চলের সেরা কলেজ:
১. সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
২. জাহানারা লতিফ মহিলা কলেজ, ময়মনসিংহ (বেসরকারি)
৩. মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ
৪. ইসলামপুর কলেজ, জামালপুর
৫. নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা
৬. শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ
৭. কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক কলেজ, ময়মনসিংহ, (বেসরকারি)
পরামর্শ: যেহেতু মাত্র একটি কলেজ চয়েস দেয়াঘ যাবে তাই যথেষ্ঠ চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিও। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রেও উপযোগী সিদ্ধান্ত নিতে হবে।তুমি একটা কলেজ চয়েস দিতে পারলেও ঐ কলেজে অনেক সাবজেক্ট চয়েস দিতে পারবে।তুমি তোমার পছন্দ অনুযায়ী পছন্দক্রম সাজাবে। আমার ব্যক্তিগত পরামর্শ সাবজেক্ট কোনো ফ্যাক্ট না, তুলনামূলক সহজ সাবজেক্টে পড়াই ভালো।চাপ কম, চাকরির প্রিপারেশন নিতে সুবিধা হয়।
💖💖💖সবার জন্য শুভকামনা রইলো!
⭕⭕ বিশেষ দ্রষ্টব্যঃ
লেখার মধ্যে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
#Collected_Post
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন