Notification texts go here Contact Us Buy Now!

BUP ভর্তি পরীক্ষা ২০১৯-২০ এর পূর্ণাঙ্গ সার্কুলার:

LaBiB
#BUP_ভর্তি_পরীক্ষা ২০১৯-২০ এর পূর্ণাঙ্গ সার্কুলার:

#বাংলাদেশ_ইউনিভার্সিটি_অফ_প্রফেশনালস_BUP (বিইউপি) বাংলাদেশের ২৯ তম পাবলিক বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত। #দ্বিতীয়_বার পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে। ঢাকার মধ্যে অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং এটি হতে পারে তোমার উচ্চশিক্ষার ঠিকানা, আর সেকেন্ড টাইমার যারা ঢাকায় থাকতে চাও তাদের জন্য অন্যতম সুযোগ।

গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে ২৬ ও ২৭ অক্টোবর ২০১৮ তে।

এবার দেখা যাক বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি এবং বিষয়সমূহ এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করার ন্যুন্যতম যোগ্যতা সম্পর্কেঃ

ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোস্যাল সাইন্স (FASS): যেকোন বিভাগ থেকে পরীক্ষা দেয়া যাবে। তবে অংশগ্রহন করার ন্যূনতম জিপিএ-

বিজ্ঞান বিভাগ - এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। তবে এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে জিপিএ ৪.০০ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা বিভাগ - এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ ৮.২৫ থাকতে হবে। তবে এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে জিপিএ ৩.৭৫ থাকতে হবে।

মানবিক বিভাগ - এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ ৭.৭৫ থাকতে হবে। তবে এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে জিপিএ ৩.৭৫ থাকতে হবে।

এই ফ্যাকাল্টির বিষয়গুলো ও আসন সংখ্যা হচ্ছেঃ
১. ডেভেলেপমেন্ট স্টাডিজ (৫০)
২.পাবলিক এডমিনিস্ট্রেশন (৫০)
৩. ডিজাস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট (৫০)
৪. ইকোনমিক্স (১০০)
৫. ইংলিশ (৫০)
৬. সোশলজি ( ৫০)

ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ (FBS): যেকোন বিভাগ থেকে পরীক্ষা দেয়া যাবে। তবে অংশগ্রহন করার ন্যূনতম জিপিএ-

বিজ্ঞান বিভাগ - এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। তবে এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে জিপিএ ৪.০০ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা / মানবিক বিভাগ - এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ ৮.২৫ থাকতে হবে। তবে এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে জিপিএ ৩.৭৫ থাকতে হবে।

এই ফ্যাকাল্টির বিষয়গুলো হচ্ছেঃ
১. বিবিএ জেনারেল (১০০)
২. ফিন্যান্স এন্ড ব্যাংকিং (১০০)
৩. একাউন্টিং (১০০)
৪. ম্যানেজমেন্ট (১০০)
৫. মার্কেটিং (১০০)

ফ্যাকাল্টি অফ সাইন্স এন্ড টেকনোলজি (FST): শুধু বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেয়া যাবে। অংশগ্রহন করার ন্যূনতম জিপিএ-

বিজ্ঞান বিভাগ - এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ ৯.২৫ থাকতে হবে। তবে এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে জিপিএ ৪.২৫ থাকতে হবে।

এই ফ্যাকাল্টির বিষয়গুলো হচ্ছেঃ
১. আই সি ই (১০০)
২. এনভায়রনমেন্টাল সাইন্স ( ৫০ )

ফ্যাকাল্টি অফ সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ (FSSS): যেকোন বিভাগ থেকে পরীক্ষা দেয়া যাবে। তবে অংশগ্রহন করার ন্যূনতম জিপিএ-

বিজ্ঞান বিভাগ - এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। তবে এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে জিপিএ ৪.০০ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা / মানবিক বিভাগ - এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ ৮.২৫ থাকতে হবে। তবে এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে জিপিএ ৩.৭৫ থাকতে হবে।

এই ফ্যাকাল্টির বিষয়গুলো হচ্ছেঃ
১. ইন্টারন্যাশনাল রিলেশন্স (১০০)
২. আইন (১০০)
৩. ম্যাস কমিউনিকেশন্স এন্ড জার্নালিজম (৫০)

এই ৪ টি ফ্যাকাল্টি তে মোট ১২৫০ টি সিট রয়েছে।

বিইউপি’র ভর্তি প্রক্রিয়া অনেকের কাছে একটু ঝামেলা মনে হতে পারে, কারণ শুধু রিটেন এক্সাম এখানে ভর্তির জন্য যথেষ্ট নয়। রিটেন এক্সামে উত্তীর্ন হবার পর পরীক্ষার্থীকে ভাইভা তে এটেন্ড করতে হবে। শুধু উপস্থিত থাকলেই যে হবে ব্যাপারটি তা নয়। ভাইভা ভর্তির ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলবে। পুরো ব্যাপারটি দাঁড়ায় এমনঃ
লিখিত - ৭০ বা ৮০ বা ১০০ (যা পরবর্তীতে ৬৫ এ রুপান্তর করা হবে)
ভাইভা - ১০
এসএসসি+এইচএসসি = ১০+ ১৫ = ২৫
তাহলে, লিখিত+ভাইভা+ এসএসসি+এইচএসসি= ৬৫+১০+২৫=১০০
মোট ১০০ নাম্বারের পরীক্ষার ভিত্তিতে ফলাফল প্রস্তত করা হবে। মিলিটারিদের জন্য ৩০% কোটা সংরক্ষিত, ২% মুক্তিযোদ্ধা এবং ১% উপজাতি কোটা বরাদ্দ রয়েছে। মোট ৩৩% কোটা বাদে বাকিগুলো মেধা তালিকা থেকে ভর্তি করানো হয়।
প্রাথমিক ভাবে লিখিত পরীক্ষা শেষে উত্তীর্নদের একটি শর্ট লিস্ট দেয়া হবে এবং সেখান থেকে ভাইভা নেয়া হবে। ভাইভা শেষে পুর্নাঙ্গ মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়।

সকল ফ্যাকাল্টির পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে এবং পরীক্ষার সময় ১ ঘণ্টা। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে। কোন প্রকার Calculator ব্যবহার করা যাবে না।

ভর্তি পরীক্ষার মানবন্টন এবং সিলেবাসঃ প্রতিটি ফ্যাকাল্টি অনুযায়ী মানবন্টন এবং সিলেবাস-

FST (Total 70 marks):
Mathematics 25
Physics 20
Chemistry 15
English 10

FASS (Total 100 marks):
English 40
Gk 30
Bangla/Math 30 (ইকোনমিক্স বা ডিএইচএসএম প্রথম চয়েজ দিলে অবশ্যই ম্যাথ উত্তর করতে হবে।)

FBS (Total 80 marks):
English 30
Math 30
Gk 20

Bangla Suggestions For BUP Admission Test :

Bangla Final Suggestion 


FSSS (Total 100 marks):
Bangla 30
English 40
Gk 30

কিছু সাধারন জিজ্ঞাসা:
• বিইউপি কি পাবলিক?
- হ্যা। ক্যান্টনমেন্ট এর ভিতরে অবস্থান হওয়ায় শিক্ষার্থী বাদে অন্য কেউ ঢুকতে পারে না। অনেকেই জানেন না এই ব্যাপারে।
• কয় বছর মেয়াদী কোর্স?
- ৪ বছর
• কত খরচ হয়?
- ১৫০০০০ প্রায়, ৪ বছরে
• এত খরচ কেন?
- বিইউপির ক্লাসরুম এবং এর পারিপার্শ্বিক সুবিধা অনেক। ভর্তি পরীক্ষা দিতে এলেই বুঝবে।
• সেশন জট রাজনীতি?
- নাই। নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে।
• হল সুবিধা?
- ক্যান্টনমেন্টের নির্ঝরে রয়েছে থাকার ব্যবস্থা। তবে সেক্ষেত্রে থাকা খাওয়ার খরচ বহন করতে হবে।
• ভর্তির সময় খরচ?
- ৩০ হাজার প্রায়, ১ম সেমিস্টার এর ফী সহ
• সেমিস্টার ফিস?
- ১৬৫০০, প্রতি সেমিস্টার ৬ মাস মেয়াদী।
প্রস্তুতি এবং অন্যান্যঃ
আসলে প্রস্তুতির কথা নতুন করে কিছু বলার নেই। সিলেবাস যেহেতু দেয়া আছে সেহেতু সেভাবেই পড়তে হবে। বিইউপি তে সব বিভাগেই ইংরেজীতে প্রশ্ন করা হয়। সুতরাং ইংরেজী তে তোমাকে একটু বেশি ভালো হতে হবে। সেকেন্ড টাইমার দের জন্য বিইউপি খুব ভালো একটি সুযোগ, অনেকেই ঢাকা ছেড়ে যেতে চান না, তাদের জন্য বিইউপি খুব ভালো অপশন। চেষ্টা করবেন যতগুলো ইউনিট এ পারেন ফর্ম তুলবেন। কারণ কখন কোন বিষয়ে আপনি ভর্তি হতে পারবেন তার কোন নিশ্চয়তা নেই। আর যেহেতু সাধারন জ্ঞান প্রশ্ন ইংরেজি তে হয় সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। খুব কঠিন কোন প্রশ্ন হবে না যে আপনি বুঝবেন না। একটু ভালো করে পড়তে হবে। আমার মতে এডমিশন টেস্ট অনেকটাই কৌশল নির্ভর। একটু সতর্ক হলেই আপনি ছুঁতে পারবে আপনার স্বপ্ন কে।

সকলকে ধন্যবাদ। শেয়ার করুন এবং বিইউপি ভর্তি প্রত্যাশীদের মেনশন করুন।।।

About the Author

LaBiB
Bangladesh Writter Society
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.