🔴🔴‼️ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝটিকা প্রস্তুতি‼️🔴🔴
Dhaka University Admission 2021/2022 || ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পুর্ন প্রস্তুতি ২০২১/২০২২
🥀নতুন মানবন্টনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আগের চেয়ে আরো সহজ হয়েছে এবার 😍
.
😍ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন 😍
আগের তুলনায় এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আরো বেশি সহজ হবে...
ঢাবির মানবন্টন টা আগে দেখি...
☑ এসএসসি,এইচএসসি রেজাল্ট ২০
☑ এমসিকিউ ৬০
☑ রিটেন ৪০..
🌺রেজাল্ট- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার নূন্যতম যে যোগ্যতা যার আছে তার ও নাম্বার ২০ এর মধ্যে ১০+ থাকবে। ( যেভাবেই হিসাব করুক না কেন)
আর যাদের রেজাল্ট মোটামুটি মানে ৮/৮.৫০ + তাদের স্কোর ১৪+ হবে।
🌺এমসিকিউঃ যেহেতু বাংলা-ইংরেজি-সাধারণ জ্ঞান তিন সাব্জেক্টে মিলে ৬০ টি এমসিকিউ আসবে, এরমধ্যে ইংরেজি থেকে ১৫ টি আসবে, বাংলা থেকে ১৫ টি এবং সাধারণ জ্ঞান থেকে আসবে ৩০ টা এমসিকিউ) ..বাংলা,ইংরেজি, এবং ভোকাবুলারির জন্য "মানবিক +বিভাগ পরিবর্তন সামিট বইটা পড়লে প্রিপারেশন অনেক এগিয়ে যাবে।
.
👉👉 এত হিউজ টপিক থেকে ১৫ টি প্রশ্ন বেছে নিতে বললে অবশ্যই টিচাররা হিট বা কমন টপিক গুলোই বেছে নিবে।🥴
.
🌺 রিটেনে ৪০ নাম্বার দেখে অনেকেরই মাথাব্যথা। কিন্তু আমি যদি বলি রিটেনে গতবছরের প্রশ্নের প্যাটার্নের কোন চেইঞ্জ হবেনা।
➤ মানে গতবারই ত ৪৫ ছিল৷ এইবার শুধু ৫ নাম্বার কমেছে । মানে এর জন্য হয়তো কুয়েশ্চনে একটা টপিক কম হবে।✋
🥀৫ নাম্বারের জন্য ত আর ৪৫ নাম্বার বা আগের বছরের পুরো প্যাটার্ন চেইঞ্জ হবেনা।
🥀(তবে হালকা পরিবর্তন হলেও হতে পারে)
যারা রিটেন প্রশ্ন টা দেখেছ, তারা হয়তো বলতে পারবে রিটেনে একটু মেইন মেইন টপিক গুলো পড়লেই কত সহজেই নাম্বার তুলা সম্ভব।
.
🥀রিটেনে ভালো করার জন্য "#রিটেন_সামিট" (বিজ্ঞান, মানবিক,ব্যবসা,বিভাগ পরিবর্তন, উভয় বিভাগের আছে)বইটি ফলো করো। আর কিছু লাগবেনা।
.এছাড়া, বিজ্ঞান বিভাগের জন্য #সাইন্স_সামিট বইটা পড়লে একসাথে previous year Question + Model Test+ suggestion পেয়ে যাবা💙 ✌
ব্যাবসায় শাখার জন্য পড়বা #বিজনেস_সামিট
চারুকলার জন্য #চারুকলা_সামিট
🌺জাতীয় প্রশ্ন - চান্স পেতে কত নাম্বার লাগবে?😐
➤ এ বছর প্রশ্ন সহজ হলে চান্স পেতে ৬৩+ নাম্বার লাগবে।
🥀(Without GPA mark)
➤ প্রশ্ন কঠিন হলে ৫৫+ নাম্বার পেলেই চান্স হবে।
🥀(Without GPA mark)
🌺নাম্বার পাওয়ার সহজ হিসাব --
☑ এমসিকিউয়ে - ৪০
☑ রিটেনে - ২৫
🥀কি ভাইয়া/ আপু ৬৫ নাম্বারের গড় হিসাব ত দেখিয়ে দিলাম?
🥀এখনো ভয় পাবে?🤨
🥀এখনো ভাববে তুমি পারবে না ??😮
💪💪ইনশাআল্লাহ, অবশ্যই পারবে💪💪
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন