--> নার্সিং ভর্তি পরীক্ষায় জেলা কোটা কী?
Home Nursing Admission 2022 / Nursing Zone

নার্সিং ভর্তি পরীক্ষায় জেলা কোটা কী?



নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীদের মনে যে বিষয়টি সবচেয়ে বেশি Confusing, সেটি হলো জেলা কোটা! আসুন জেনে নেই, সেটি কীভাবে নির্ধারণ করা হয়?

আমরা জানি, প্রতি বছর বাংলাদেশের সকল অঞ্চলের শিক্ষার্থীরা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। সেই হিসেবে সে নিশ্চয়ই কোনো না কোনো জেলার ছাত্র/ছাত্রী। যে-যেই জেলার ছাত্র-ছাত্রী হোক না কেন, সকল জেলার শিক্ষার্থীরা এই জেলার কোটার বেনিফিট পাবেনই।

নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জেলা কোটা মানে হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে জেলাওয়ারি নার্সিং কলেজ/ইন্সটিটিউটের আসন বণ্টন। অর্থাৎ দেশের সকল জেলার শিক্ষার্থীরাই যেন নার্সিং শিক্ষা গ্রহণ করতে পারে এবং নার্সিং প্রফেশনে আসতে পারে, সেজন্য এই জেলা কোটা রাখা হয়েছে। 

# সরকারি নার্সিং কলেজ/ইন্সটিটিউটে মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য মোট আসনের ২% সংরক্ষিত থাকে।

# অবশিষ্ট ৯৮% আসনের মধ্যে ৬০% প্রার্থী জাতীয় মেধা এবং ৪০% প্রার্থী জেলা কোটায় নির্বাচন করা হয়ে থাকে।

সব শিক্ষার্থীদের এই জেলা কোটা আছে, এমন না যে A/B/C জেলার কোটা আছে, X/Y/Z জেলার কোটা নেই। অর্থাৎ সকল জেলার জন্যই জেলা কোটা বরাদ্দ আছে। 

এবার চলুন উদাহরণ সহ ব্যপারটা ক্লিয়ার করি!! 

‌সরকারি বিএসসি ইন নার্সিং কলেজ ১৩ টি, আসন ১২০০ টি।
‌সরকারি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট ৪৬ টি, আসনঃ ২৭৩০ টি।
‌সরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইন্সটিটিউট ৪১ টি, আসনঃ ১০৫০ টি।

# বিএসসি ইন নার্সিং এ ১২০০ টি সীটের মধ্যে ৬০% শিক্ষার্থী বা ৭২০ জন জাতীয় মেধায় চান্স পাবে এবং বাকি ৪০% শিক্ষার্থী বা ৪৮০ জন জেলা কোটায় চান্স পাবে।

# একই ভাবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ২৭৩০ টি সীটের মধ্যে ৬০% শিক্ষার্থী বা ১৬৩৮ জন জাতীয় মেধায় চান্স পাবে এবং বাকি ৪০% বা ১০৯২ জন জেলা কোটায় চান্স পাবে।

# অনুরূপ ভাবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ১০৫০ টি আসনের মধ্যে ৬০% শিক্ষার্থী বা ৬৩০ জন জাতীয় মেধায় চান্স পাবে এবং বাকি ৪০% শিক্ষার্থী বা ৪২০ জন জেলা কোটায় চান্স পাবে।

সুতরাং বুঝতেই পারছো, এই জেলা কোটা টা সবার জন্যই প্রযোজ্য।

এবার আসো, Calculation করি! 😁

দেশে মোট জেলা ৬৪ টি।

✅ বিএসসি ইন নার্সিং এ জেলা কোটা আছে ৪৮০ টি; প্রতিটি জেলার জন্য বরাদ্দ = (৪৮০ ÷ ৬৪) = ৭.৫ জন ~ ৮ জন।

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top