Notification texts go here Contact Us Buy Now!

Bangla English Preparation For Chittagong University.

LaBiB

 Bangla English Preparation For Chittagong University.




অনেকে মেসেজে বারবার প্রশ্ন করে বাংলা-ইংরেজির জন্য কি পড়বো, কিভাবে পড়বো, তাদের জন্য অনেক সময় ব্যয় করে আজকের পোস্টটি লেখা। সবাই প্লিজ নিষ্ক্রিয় না থেকে রেস্পন্ড দেওয়ার চেষ্টা করবা।

প্রথমে বলে রাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে বাংলা এবং ইংরেজি পড়ার কোন বিকল্প নেই। কোন ক্রমেই এই দুই বিষয়কে অবমূল্যায়ন করা যাবে না। তার কারণ হচ্ছে -

C ইউনিট ছাড়া বাকি সব ইউনিটে বাংলা উত্তর করা বাধ্যতামূলক। আর ইংরেজি উত্তর করা সব ইউনিটে বাধ্যতামূলক।

বাংলা-ইংরেজির সকল ইউনিট এর মানবণ্টন-

A ইউনিট -

বাংলা -১০ (পাশ মার্ক = ৩)

ইংরেজি- ১৫ ( পাশ মার্ক = ৪)

B ইউনিট

বাংলা -৩৫ (পাশ মার্ক = ৯)

ইংরেজি- ৩৫ (পাশ মার্ক =৯)

C ইউনিট

ইংরেজি - ৩০ ( পাশ = ৮)

D ইউনিট

বাংলা - ৩০ পাশ = ৮

ইংরেজি - ৩০ পাশ =৮

এখন আসি মূল প্রসঙ্গে-

বাংলা এবং ইংরেজি তে ভালো নাম্বার উঠানোর জন্য কিভাবে পড়াশোনা করতে হবে তা জানা থাকলে পরীক্ষা সহজ হয়। গত ১০ বছরের প্রশ্ন এনালাইসিস করে আমি টপিক গুলো সিলেক্ট করেছি, এগুলা পড়লেই ইনশাল্লাহ কমন আসবে। তাই এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই।

প্রথমে A ইউনিট দিয়ে শুরু করি-

বাংলা- এই ইউনিটে বাংলা থেকে ২ বিষয় নিয়ে প্রশ্ন আসে, একটা হচ্ছে #Literature_part আর একটা #Grammatical_part.

গড় হিসেব করলে Literature part থেকে ৬ টা আর Grammar part teke ৪ টা।

Literature থেকে নিম্নোক্ত বিষয় থেকে প্রশ্ন আসে-

১) কবি-সাহিত্যিকদের পরিচিতি, তাঁদের জন্মসাল-মৃত্যসাল, তাঁদের গুরুত্বপূর্ণ গ্রন্থ ও গ্রন্থকার ইত্যাদি।

এখন প্রশ্ন হচ্ছে কাদের কাদের পরিচিতি, জন্মসাল..... ঐ পড়বো?

উত্তর- নিম্নোক্ত কবি-সাহিত্যকদের জন্মসাল-মৃত্যসাল, তাদের ছদ্মনাম, তাঁদের গ্রন্থের প্রকৃতি, গুরুত্বপূর্ণ গ্রন্থাবালী, কাব্যগ্রন্থ- উপান্যাস-নাটক-ভ্রমন কাহিনী, প্রবন্ধগ্রন্থ, প্রহসন পড়ে নিবা।

1) রবী ঠাকুর

2) কাজী নজরুল ইসলাম

3)জীবনানন্দ দাশ

4) জসীম উদ্দীন

5) জহির রায়হান

6) বেগম রোকেয়া

7) মাইকেল মধুসূদন দত্ত

8) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

9) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

10) সৈয়দ ওয়ালী উল্লাহ

11) শামসুর রাহমান

12) আহসান হাবীব

13) বেগম সুফিয়া কামাল

14) প্রমথ চৌধুরী

15) মানিক বন্দোপাধ্যায়

এখন নিম্নোক্ত গ্রন্থাকারদের শুধু গুরুত্বপূর্ণ গ্রন্থাবালী এবং তাদের গ্রন্থের প্রকৃতি গুলো পড়ে নিবা -

1) শাহ মুহাম্মদ সগীর ( যেমন একবার প্রশ্ন আসছিলো, " ইউসুফ জোলেখা" কার লেখা?)

উত্তর - শাহ মুহাম্মদ সগীর

2) প্যারীচাঁদ মিত্র

3) মীর মোশারেফ হোসেন

4) কায়কোবাদ

5) কাজী আব্দুল ওদুদ

6) গোলাম মোস্তফা

7) সৈয়দ মুজতবা আলী

8) বুদ্ধদেব বসু

9) বন্দে আলী মিয়া

10) শহীদুল্লাহ কায়সার

11) আল মাহমুদ

12) আলাউদ্দিন আল আজাদ

13) আবুল মনসুর আহমদ

14) বিষ্ণু দে

Note - চবির জন্য চট্টগ্রাম এর লেখকদের পরিচিত গুলা ভালো করে পড়বা, যেমন - সৈয়দ ওয়ালী উল্লাহ।

২) বাংলা সাহিত্যে প্রথম।

যেমন -প্রথম সার্থক মহাকাব্য কোনটি - মেঘনাদবধ কাব্য

প্রথম সার্থক উপান্যাস কোনটি, প্রথম সার্থক উপান্যাসের রচিয়তা কে, অর্থাৎ এই টাইপের প্রশ্ন বেশি আসে। আশা করি বুঝাইতে পারছি।

৩) অন্তর্নিহিত বিশেষত্বে রচনা-

বিশেষ কিছু রচনা/গ্রন্থ এর রচিয়তা-

যেমন - নকশী কাঁথার মাঠ এর রচিয়তা , এর ইংরেজি অনুবাদ কে, নীলদর্পন নাটকটি কার লেখা, ( যে নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন) ইত্যাদি।

৪) বাংলা সাহিত্যে উৎসর্গকৃত গ্রন্থ-

যেমন- কাজী নজরুল ইসলাম এর সঞ্চিতা রচনটা কাকে উৎসর্গ করে লেখা হয়েছিলো - রবি ঠাকুর

৫) শূন্যস্থান পূরন ( বোর্ড বইয়ের কবিতা থেকে)

৬) কবিতাংশ ( একটা কবিতার লাইন দেওয়া থাকবে, বলবে এটা কোনন কবির/কবিতার অংশ।

৭)পাঠ্যবইয়ের গল্প/প্রবন্ধ থেকে কিছু জ্ঞানমুলক প্রশ্ন থাকে

৮) শব্দার্থ ( পাঠ্যবই থেকে)

#Grammatical_Part

১) বানান

২) বাংলা ভাষার শব্দভান্ডার (আরবি, ফারসি, পর্তুগিজ, চীনা, গুজরাটি, তুর্কি, জাপানী, আরবি-ফারসির মিশ্রণ শব্দসমূহ)

৩) সমাস

৪) কারক

৫) বিপরীত, পারিভাষিক, সমার্থক, বাক্যসংকোচন, বাগধারা, সন্ধিবিচ্ছেদ।

৬) বাক্য চেনা ( জটিল, সরল, মিশ্র)

৭) শুদ্ধ, অশুদ্ধ বাক্য চেনা। (যেমন কোন বাক্যটি শুদ্ধ এই টাইপের)

৮) শব্দের অর্থ ( বোর্ড বই এর গুলো)

৯)কৃৎ-প্রত্যয়

১০) নেতিবাচক- ইতিবাচক শব্দ

১১) পদ নির্ণয়

১২) শব্দের দিরুক্তি

#English

ইংরেজি থেকে শুধু #Grammar part থেকে প্রশ্ন হয়-

1) Parts of Speech

2)Singular -Plural

3) Synonym-Antonym

4) Idioms and Phrases

5)Right forms of verbs, Preposition, Article

6) Adverb and Inversion

7) Correct Spelling

8)Identifying Correct Sentence

9) Fill in thehe blanks from Linking verbs, Gerund, participle, Causative verb, Problem verb.

10) Substitution

11) And last not least - Vocabulary

এখন,

B + D ইউনিট -

আগে উপরে A ইউনিটের সকল টপিক গুলো পড়ে ফেলতে হবে, তারপর কিছু এক্সট্রা টপিক পড়তে হবে-

English -

1) Translation

2) Narration

3) Completing the Sentences

4) Analogy

5)Subject Verb Agreement

6) Parallelism, Inclusives, Embedded questions, Conditional Sentences, Affirmative-Negative Agreement and Subjunctive

7)Group Verbs

Bangla-

Same A unit এর সিলাবাস, তবে এখানে যেহুতু প্রশ্ন বেশি তাই পাঠ্যবই এর গল্প/প্রবন্ধ/কবিতার উপর অধিক গুরুত্ব দিতে হবে।

A ইউনিট এর জন্য কীভাবে পড়বো-

প্রথমে হালদা বইটা কালেক্ট করো, A টু Z সব পড়ে ফেলো। দেখবে প্রশ্ন ও চবি নিয়ে সব ভয় কেটে গেছে, কিভাবে উত্তর করতে হবে তাও জেনে গেছো। তারপর English For Competitive Exam, বাংলা বিচিত্রা/রেনেসা এই বই গুলো পড় বাংলা আর ইংরেজি তে আরও ভালো করতে।

প্রশ্নব্যান্ক- পানকৌড়ি/চট্টলা/ইন্ডেক্স যে কোন একটাটা পড়তে পারো।

B+D ইউনিট-

প্রথমে বোর্ড বই ভাল ভাবে শেষ করো। তারপর Toefl ( দুটিই) প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলো।

তারপর

বাংলার জন্য -

১) বোর্ড বই এবং বাংলা ও সাহিত্য জিজ্ঞাসা ( সৌমিত্র শেখর স্যার)

২) নবম- দশম শ্রেণীর ব্যাকরন বোর্ড বইই

৩) বাংলা প্রান্তর/বাংলা বিচিত্রা জয়কলি/সরোবর/রেনেসা (যেটা ভাল লাগে)

For English

Cliff toefl+ barron toeffl (Joykoli publication), Panacea, Saifurs vocabulary , English For competitive exam।

About the Author

LaBiB
Bangladesh Writter Society

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.