শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত কিছু তথ্য(২০১৯-২০)
শাবিপ্রবি ভর্তি টাইমলাইন
আবেদন শেষ: ৬ অক্টোবর,২০১৯
ভর্তি পরীক্ষা: ২৬ অক্টোবর,২০১৯
সকাল ৯:৩০ (A unit)
দুপুর: ২:৩০(B unit)
ইউনিট পরিচিতি
A ইউনিট (বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য )
B ইউনিট (শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য )B ইউনিট কে দুটি সাব-গ্রুপে ভাগ করা হয়েছেB1(সকল ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য )B2( আর্কিটেকচার বিষয়ের জন্য )
আসন সংখ্যা
A ইউনিট
মানবিক -৩১০
বিজ্ঞান -২২০
বাণিজ্য -৮৩
A ইউনিটে মোট আসন ৬১৩ টি
মানবিক -৩১০
বিজ্ঞান -২২০
বাণিজ্য -৮৩
A ইউনিটে মোট আসন ৬১৩ টি
B ইউনিট
B1-৯৫০
B2-৪০
B ইউনিটে মোট আসন ৯৯০ টি
B1-৯৫০
B2-৪০
B ইউনিটে মোট আসন ৯৯০ টি
সংরক্ষিত আসন
মুক্তিযোদ্ধার সন্তান -২৮
ক্ষুদ্র নৃগোষ্ঠী-২৮
প্রতিবন্ধী-১৪
পোষ্য-১৬
বিকেএসপি-৬
মোট আসন ১oo টি
ক্ষুদ্র নৃগোষ্ঠী-২৮
প্রতিবন্ধী-১৪
পোষ্য-১৬
বিকেএসপি-৬
মোট আসন ১oo টি
আবেদনের যোগ্যতা
A ইউনিট
A ইউনিটে আবেদনের জন্য এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায় নূন্যতম GPA 3.0 সহ মোট 6.50 থাকতে হবে।
B ইউনিট
B ইউনিটে আবেদন করার জন্য এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায় নূন্যতম GPA 3.0 সহ মোট 7.00 থাকতে হবে এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় গণিতে নূন্যতম GPA 3.50 (A লেবেলের ক্ষেত্রে B গ্রেড) থাকতে হবে।
বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীরা A এবং B দুইটি ইউনিটেই আবেদন করতে পারবেন। মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র A ইউনিটে আবেদন করতে পারবেন।
| SUST ADMISSION'S SUGGESTION. LINK BELOW |