Notification texts go here Contact Us Buy Now!

ফুজি'র ইতিহাস উন্মোচন

LaBiB

Fuji কোম্পানিকে মনে আছে?
১৯৯৮ সালে fuji কোম্পানিতে প্রায়
১লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ
করতেন।
এবং বিশ্বে ছবি তোলার প্রায় ৮৫%
ই fuji ক্যামেরায় তোলা হত। গত কয়েক
বছরে মোবাইল ক্যামেরার
বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে
fuji ক্যামেরার কোম্পানীটাই উঠে
যায়। এমনকি fuji সম্পুর্ন দেউলিয়া
হয়ে পড়ে এবং এদের সমস্ত
কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই
করা হয়।
ওই একই সময়ে আরো কতগুলি বিখ্যাত
কোম্পানি তাদের ঝাঁপ
পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়।
যেমন-
HMT (ঘড়ি)
BAJAJ (স্কুটার)
DYANORA (TV)
MURPHY (Radio)
NOKIA (Mobile)
RAJDOOT (Bike)
AMBASSADOR (গাড়ি)
এই উপরের কোম্পানিগুলোর মধ্যে
কারুরই কোয়ালিটি খারাপ ছিল
না। তবুও এই কোম্পানিগুলো উঠে
গেল কেন? কারণ এরা সময়ের সাথে
নিজেকে বদলাতে পারেনি।
এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি
হয়তো ভাবতেও পারছেন না যে
সামনের 10 বছরে দুনিয়া কতটা
পাল্টে যেতে পারে! এবং আজকের
70%-90% চাকরিই সামনের 10 বছরে
সম্পুর্নভাবে বিলুপ্ত হতে চলেছে।
আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি
"চতুর্থ শিল্প বিপ্লব"-এর যুগে।
আজকের বিখ্যাত কোম্পানিগুলোর
দিকে তাকান-
উবার কেবলমাত্র একটি Software-এর
নাম।
না, এদের নিজস্ব কোন গাড়ি নেই।
তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি
ভাড়ার কোম্পানি হল উবার।
Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড়
হোটেল কোম্পানি। কিন্তু মজার
ব্যাপার হল, পৃথিবীর একটি হোটেলও
তাদের মালিকানায় নেই।
একইভাবে Paytm, ওলা ক্যাব, Oyo Rooms
ইত্যাদি অসংখ্য কোম্পানির
উদাহরণ দেওয়া যেতে পারে।
আজকে আমেরিকায় নতুন উকিলদের
জন্য কোন কাজ নেই, কারণ IBM Watson
নামে একটি আইনি Software যে কোন
নতুন উকিলের থেকে অনেক ভাল
ওকালতি করতে পারে। এইভাবে
পরের 10 বছরে প্রায় 90%
আমেরিকানদের আর কোন চাকরি
থাকবে না। বেঁচে থাকবে খালি
বাকি 10%। এই 10% হবে বিশেষ
বিশেষজ্ঞ।
নতুন ডাক্তারদেরও চাকরি যেতে
বসেছে। Watson নামের Software
মানুষের থেকেও 4 গুন নিখুঁত ভাবে
ক্যানসার এবং অন্যান্য রোগ শনাক্ত
করতে পারে। 2030 সালের মধ্যে
কম্পিউটারের বুদ্ধি মানুষের
বুদ্ধিকে ছাপিয়ে যাবে।
2019 সালের মধ্যেই রাস্তায় নামতে
চলেছে চালকহীন গাড়ি। 2020
সালের মধ্যেই এই একটা আবিষ্কার
বদলে দিতে পারে গোটা দুনিয়ার
চালচিত্র। এর ফলে সামনের 10 বছরে
আজকের 90% গাড়িই আর রাস্তায়
দেখা যাবে না। বেঁচে থাকা
গাড়িগুলো হয় ইলেক্ট্রিকে চলবে
অথবা হাইব্রিড গাড়ি হবে।
রাস্তাগুলো ক্রমশঃ ফাঁকা হতে
থাকবে। পেট্রোলের ব্যবহার কমবে
এবং পেট্রোল উৎপাদনকারী আরব
দেশগুলি ক্রমশঃ দেউলিয়া হয়ে
আসবে।
তখন গাড়ি লাগলে, উবারের মত
কোন Software-এর কাছেই গাড়ি
চাইতে হবে। আর গাড়ি চাইবার
কিছুক্ষনের মধ্যেই সম্পুর্ন চালক-
বিহীন একটা গাড়ি আপনার দরজার
সামনে এসে দাঁড়াবে। আপনি যদি
অনেকের সাথে ওই একই গাড়িতে
যাত্রা করেন, তাহলে মাথাপিছু
গাড়িভাড়া বাইকের থেকেও কম
হবে।
গাড়িগুলো চালকবিহীন হবার ফলে
99% দুর্ঘটনা কমে যাবে। এবং সেই
কারণেই গাড়ি বীমা করানো বন্ধ
হবে এবং গাড়ি-বিমার কোম্পানি
গুলো সব উঠে যাবে।
গাড়ি চালানোর মত কাজগুলো আর
পৃথিবীতে বেঁচে থাকবে না। 90%
গাড়িই যখন রাস্তা থেকে উধাও
হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং
পার্কিং-এর কর্মীদেরও কোন
প্রয়োজন থাকবে না।
ভেবে দেখুন, আজ থেকে 5-10 বছর
আগেও রাস্তার মোড়ে মোড়ে STD
বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব
আসার পর, এই সবকটা STD বুথই কিন্তু
পাততাড়ি গুটাতে বাধ্য হল।
যেগুলো টিকে রইল, তারা মোবাইল
রিচার্জের দোকান হয়ে গেল। এরপর
মোবাইল রিচার্জেও অনলাইন
বিপ্লব এল। ঘরে বসেই অনলাইনে
লোকে মোবাইল রিচার্জ করা শুরু
করল। এই রিচার্জের দোকান
গুলোকে তখন আবার বদল আনতে হল।
এরা এখন কেবল মোবাইল ফোন
কেনা-বেচা এবং সারাইয়ের
দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে
সেটাও বদলাবে খুব শিগগিরই।
Amazon, Flipkart থেকে সরাসরি
মোবাইল ফোন বিক্রি বাড়ছে।
টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে।
একসময়ের নগদ টাকা আজকের যুগে
"প্লাস্টিক টাকায়" পরিণত হয়েছে।
ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ
ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে
গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল
ওয়ালেট-এর যুগ। Paytm-এর রমরমা
বাজার, মোবাইলের এক টিপে
টাকা এপার-ওপার।
যারা যুগের সাথে বদলাতে পারে
না, যুগ তাদের পৃথিবী থেকে
সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের
সাথে বদলাতে থাকুন।
সাফল্যকে সাথে রাখুন, সময়ের
সাথে থাকুন।
আমাদের অন্য একটি ব্লগ দেখে নিতে পারেন

About the Author

LaBiB
Bangladesh Writter Society
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.