ছেড়া স্যান্ডেল তালিপট্টি মেরে মাইল মাইল হাঁটা যায় কিন্তু বিশ্বাসে তালিপট্টি লাগিয়ে এক কদমও হাঁটা যায় না। ' বিশ্বাস একবার ভাঙ্গলে আর জোড়া লাগে না ' ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হত - বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙ্গে না !! ইসসশ !
ভালোবাসলেই হয় না; ভালোবেসে যেতে হয়। প্রথমদিকের উপচে পড়া ভালোবাসা না , প্রতিদিন ভালোবেসে না গেলে ভালোবাসা একদিন সত্যি সত্যি মরে যায়। তখনই আমাদের অবচেতন মন বিকল্প কারো সন্ধান করে এবং একসময় হয়ত পেয়েও যায়।
সে যখন জিজ্ঞাসা করে , তুমি আমাকে ভালোবাসো কিনা, সে মুখস্ত নামতার মত বলে দেয়, অনেক ভালোবাসি। হৃদয় থেকে আসে নি; এটি আসলে মস্তিস্কের প্রোগ্রামিং করা জবাব।
ভালোবাসা অনেকটা গাছের মত। শুধু ভালবাসলেই হয় না, প্রতিদিন এর যত্ন নিতে হয়। একটা গাছের চারা রোপণ করলেই হয় না, প্রতিদিন নিয়ম করে পানি না দিলে একদিন গাছটি যেমন মরে যাবে ; মানুষের ক্ষেত্রেও তাই।
তাহলে বৃদ্ধরা ? তারা তো একে অন্যকে ভালোবেসেই এতটা বছর আগলে রেখেছে, কিন্তু তারা তো যৌবনকালের মত পাগলামি করে বেড়ায় না। কতকাল হয়ে গেল তারা সমুদ্রের পাড়ে হাত ধরে আকাশ দেখে নি !
এইসব প্রশ্নের উত্তর জানতে হলেও গাছের দিকে তাকাতে হয়। গাছটি যখন অনেক বড় হয়ে যায় তখন আর প্রতিদিন পানি দেবার দরকার পড়ে না। তার শিকড় মাটির এত গভীরে পৌঁছে যায় যে সে নিজ থেকেই মাটি থেকে পানি নিতে শিখে ফেলে।
ভালোবাসলেই হয় না, ভালোবেসে যেতে হয়। ভালোবাসার প্রশস্ত শিকড় যখন হৃদপিণ্ডে গিয়ে পৌঁছাবে , তখন তোমাকে আর ভালোবেসে যেতে হবে না; হৃদয়ের পিঞ্জিরা থেকে আপনা আপনিই বের হয়ে আসবে শুদ্ধতম ভালোবাসা।
অবৈধ সম্পর্ক থাকতে পারে , তবে অবৈধ ভালোবাসা বলে কিছু নেই। ভালোবাসার কোন চুয়ান্ন একান্ন ধারা নেই। ভালোবাসা মুক্ত... ভালোবাসা থেকে যায়... আকাশ বদলায় না; বদলায় তো বিমান ; আর বিমানের যাত্রীরা !!
তোমার সাথে কিছুই হল না আমার, ভালোবাসা ছাড়া ! তুমি চলে যাবার পর এসেছিল যে, তার সাথে সবই হল কেবল ভালোবাসা ছাড়া!!