--> কলেজ/ ইনস্টিটিউট চয়েজ কিভাবে করবেন??
Home Nursing Admission 2021 / Nursing Admission 2022 / Nursing Zone

কলেজ/ ইনস্টিটিউট চয়েজ কিভাবে করবেন??



৫০% শিক্ষার্থী ভালো মার্ক পেয়ে চান্স পাই না, শুধু মাত্র সঠিক ভাবে কলেজ / ইন্সটিটিউট চয়েজ করতে না পেরে। 

বিএসসি ইন নার্সিং এর ক্ষেত্রেঃ সবচেয়ে ভালো হয় ভর্তি বিজ্ঞপ্তির সিরিয়ালে দেওয়া হলে। 
যেমনঃ 
১০১ ঢাকা নার্সিং কলেজ
১০২ রাজশাহী 
১০৩ চট্টগ্রাম 
১০৪ ময়মনসিংহ 
১০৫ রংপুর
১০৬ সিলেট
১০৭ বরিশাল
১০৮ দিনাজপুর 
১০৯ শেরেবাংলা 
১১০ মানিকগঞ্জ
১১১ গাজীপুর 
১১২ লালমনিরহাট 
১১৩ বান্দরবান 

এখন কেউ যদি মনে করে, না আমি আমার এলাকার টা আগে দিবো, তাহলে বলবো নিজের এলকার কলেজ আগে দিয়ে বাদ বাকি সিরিয়ালী বসায় দিতে ( এটা অনেক রিস্কি বিশেষ করে তাদের পয়েন্ট কম) 

ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী এর ক্ষেত্রেঃ ডিপ্লোমা ইন নার্সিং এ ৪৬ টি ইন্সটিটিউট আছে। এক্ষেত্রে আপনার রেজাল্ট যদি ভালো থাকে, তাহলে ওদের সিরিয়ালে দিবেন। আর নিজের জেলার ইনস্টিটিউট আগে দিতে চাইলে.... 

ধরুন আপনার জেলা যশোর, এখানে খুলনা নার্সিং ইনস্টিটিউট ( ২১২) আছে। চয়েজ এর ক্ষেত্রে ২১২ ১ম এ রেখে ২১২ থেকে ২৪৬ একটানা দেওয়ার পর আবার ২০১ থেকে ২১১ পযর্ন্ত এড করে দিবেন। তাহলে একবারে সব ইন্সটিটিউট চয়েজ দেওয়া হয়ে যাবে। 

মনে রাখবেন চয়েজ বেশি দিবেন যত, চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। 

আরেকটা উপায় আছে, ধরুন আপনার জেলা বা পছন্দের প্রতিষ্ঠান নওগাঁ নার্সিং ইনস্টিটিউট (২৩৬), এই ২৩৬ কে ১ম চয়েজ এ রেখে বাকি ইন্সটিটিউট ২০১-২৪৬ সিরিয়ালে এড করবেন
চান্স পাওয়ার ক্ষেত্রে কম জনসংখ্যা বিশিষ্ট জেলাগুলোতে চয়েস দিলে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। 
যেমনঃ পিরোজপুর, ঝিনাইদহ, কুস্টিয়া, লালমনিরহাট,বান্দরবান, রাঙ্গামাটি 

ছেলেদের আবেদন এ কোনো জটিলতা নাই😎। তবে ডিপ্লোমা তে মেয়েদের আবেদন একটু জটিল। ইন্সটিটিউট চয়েজ এর সময় নার্সিং এবং মিডওয়াইফারী দুটো কোর্সের অপশন আসবে, চাইলে যেকোনো একটি বা দুটো কোর্সে সিলেক্ট করতে পারবেন। 

আবার প্রথম ১০ টা বা অর্ধেক সংখ্যক ইন্সটিটিউটে একটা কোর্স সিলেক্ট করতে পারবেন, বাকি গুলোতে ডাবল কোর্স সিলেক্ট করবেন। 
আবার যদি মনে করেন, না আমি নার্সিং এ পড়ব, তাহলে শুধু নার্সিং কোর্স সিলেক্ট করবেন। 

যাদের উদ্দেশ্য নার্স নয়, একমাত্র লক্ষ্য মিডওয়াইফ হবেন তারা বিএসসি’র মতো ৪১ টি প্রতিষ্ঠানে সিরিয়ালি চয়েজ করতে পারবেন। 

এরপরও বুঝতে না পারলে গ্রুপে বা কমেন্ট বা ইনবক্সে বক্সে যোগাযোগ করলে সঠিক ভাবে সিরিয়াল করে দেওয়ার চেষ্টা করবো।

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top