Notification texts go here Contact Us Buy Now!

(৯ম-১০ শ্রেণী) রাষ্ট্র, নাগরিকতা ও আইন || State citizenship and law MCQ with Answer || বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৯ম-১০ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে ষষ্ঠ অধ্যায়
LaBiB

রাষ্ট্র নাগরিকতা ও আইন
বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর
||State citizenship and law MCQ with Answer

৯ম-১০ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে 
ষষ্ঠ অধ্যায়




১। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
 ক) ম্যাকাইভার 
 খ) এরিস্টটল
 গ) জন লক 
 ঘ) গার্নার

২। কোন রাজনৈতিক সংগঠন ছাড়া ব্যক্তি তার জাতীয়তার পরিচয় দিতে পারে না?
 ক) পরিবার খ) রাষ্ট্র 
 গ) সমাজ ঘ) দেশ

৩। রাষ্ট্রকে জীবদেহের সাথে তুলনা করেছেন কে?
 ক) গার্নার 
 খ) এরিস্টটল
 গ) ম্যাকাইভার ঘ) রুশো

৪। রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতা প্রয়োগ করে কে?
 ক) জনগণ 
 খ) কেন্দ্রীয় কর্তৃপক্ষ
 গ) রাষ্ট্রের বিভাগসমূহ 
 ঘ) আইনবিভাগ

৫। রাষ্ট্রের মৌলিক কর্তব্য কোনটি?
 ক) আইন প্রবর্তন 
 খ) জনগণকে শিক্ষা দান
 গ) স্বাস্থ্যসেবা নিশ্চিত করা 
 ঘ) বিভিন্ন দিবস পালন

৬। কিসের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষ তাদের উন্নয়ন ঘটিয়েছে?
 ক) আইন 
 খ) তথ্য অধিকার 
 গ) রাজনৈতিক দল 
 ঘ) আদালত

৭। সার্বভৌমত্বের আদর্শ কী?
 ক) সরকার 
 খ) প্রজাতন্ত্র
 গ) আইন 
 ঘ) ভৌগোলিক অখণ্ডতা

৮। অর্থ ও সম্পদের যথাযথ ব্যবস্থাপনা রাষ্ট্রের কোন কর্মকাণ্ডের মধ্যে পড়ে?
 ক) অপরিহার্য 
 খ) ঐচ্ছিক 
 গ) রাজনৈতিক 
 ঘ) সামাজিক

৯। ছোট আয়তনের রাষ্ট্র কোনটি?
 ক) দারুস সালাম 
 খ) ইন্দোনেশিয়া
 গ) মালয়েশিয়া 
 ঘ) রাশিয়া

১০। সেই ব্যক্তিই নাগরিক যে নগররাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে—উক্তিটি কার?
 ক) ম্যাকাইভার 
 খ) জন লক
 গ) গার্নার 
 ঘ) এরিস্টটল

১১। আইনকে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম বলেছেন কে?
 ক) উড্রো উইলসন 
 খ) জে লাস্কি
 গ) হল্যান্ড 
 ঘ) টি এইচ গ্রিন

১২। রাষ্ট্রের আইন কিসের মাধ্যমে প্রণীত হয়?
 ক) আইনসভা 
 খ) প্রথা
 গ) রীতিনীতি 
 ঘ) সংবিধান

১৩। ‘ক’ দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণের সম্পদ অন্যায়ভাবে নষ্ট করায় তাকে সেই দেশের বিচারের সম্মুখীন করা হয় এবং শাস্তির বিধান জারি করা হয়। এই ঘটনাটির মধ্য দিয়ে ফুটে উঠেছে—
 ক) সুষ্ঠু বিচারকার্য 
 খ) আইনের প্রাধান্য
 গ) আইনের দৃষ্টিতে সাম্য 
 ঘ) শৃঙ্খলাবোধ

১৪। ব্রিটেনের অধিকাংশ আইনের উৎস কী?
 ক) প্রথা 
 খ) ধর্ম 
 গ) বিজ্ঞানসম্মত আলোচনা 
 ঘ) ন্যায়বোধ

১৫। তথ্য অধিকার বলতে বোঝায়?
 i. আদেশ বিজ্ঞপ্তি
 ii. প্রকল্প প্রস্তাব
 iii. দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত স্মারক
 নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৬। সরকারের অতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ—
 i. মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা
 ii. জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা
 iii. রাষ্ট্রের বিশাল কর্মী বাহিনীকে পরিচালিত করা
 নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৭। আইনের অনুশাসনের ফলে—
 i. সরকার যা ইচ্ছে তা করতে পারে না
 ii. সবাই ক্ষমতার সদ্ব্যবহার করে
 iii. ব্যক্তিস্বাধীনতা বজায় থাকে
 নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৮। সরকার—
 i. রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান
 ii. সকল রাষ্ট্রে একই প্রকৃতির হয়
 iii. রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ
 নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৯। দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা রাষ্ট্রের কোন ধরনের কাজ?
 ক) অতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ
 খ) সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ
 গ) বাধ্যতামূলক দায়িত্ব
 ঘ) অতীব জরুরি মুখ্য কাজ

২০। বাংলাদেশ সরকার ভারতের সাথে ছিটমহল বিষয়ক চুক্তি করে ছিটমহল বিনিময় করে। এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ?
 ক) পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ
 খ) বাধ্যতামূলক দায়িত্ব
 গ) অতীব জরুরি মুখ্য কাজ
 ঘ) অতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ

২১। রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ হচ্ছে—
 i. দেশে সুষ্ঠু বিচারব্যবস্থা গড়ে তোলা
 ii. আঞ্চলিক কোর্ট গঠন
 iii. বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি
 নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

২২। নাগরিকের প্রধান কর্তব্য কী?
 ক) আইন মেনে চলা
 খ) সংবিধান মেনে চলা
 গ) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
 ঘ) আইনের প্রতি সম্মান দেখানো

২৩। তথ্য কমিশনে কতজন তথ্য কমিশনার রয়েছে?
 ক) ১ জন খ) ২ জন 
 গ) ৩ জন ঘ) ৪ জন

২৪। সুশাসন প্রতিষ্ঠায় কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?
 ক) বিচার বিভাগ 
 খ) আইন বিভাগ
 গ) শাসন বিভাগ 
 ঘ) আইনের অনুশাসন

২৫। রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার মূলসূত্র কী?
 ক) আইনের প্রয়োগ 
 খ) আইনের অনুশাসন
 গ) জাতীয় সংহতি 
 ঘ) নিরপেক্ষতা

২৬। আইন প্রণয়নের সাথে ক্রিয়াশীল উৎস হচ্ছে—
 i. বিচারকের রায়
 ii. বিজ্ঞানীদের মতামত
 iii. আইন পরিষদ
 নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৭। আইনের দৃষ্টিতে সাম্য মানে—
 i. সকলের জন্য একই আইন প্রযোজ্য
 ii. বিনা অপরাধে কাউকে আটক না রাখা
 iii. আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না
 নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii খ) i ও iii 
 গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৮। প্রাচীনকাল থেকেই মানুষ কী অনুসরণ করে আসছে?
 ক) ঐশ্বরিক আইন 
 খ) নীতিনির্ধারকের আইন
 গ) আইনসভার আইন 
 ঘ) ন্যায়নীতি

২৯। তথ্য প্রাপ্তির অধিকার বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদের অবিচ্ছেদ্য অংশ?
 ক) ২৯ নং খ) ৩০ নং 
 গ) ৩৯ নং ঘ) ৯৩ নং

৩০। বর্তমান তথ্য অধিকার আইনে কোন স্বাধীন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে?
 ক) তথ্য মন্ত্রণালয় 
 খ) তথ্য অধিদপ্তর
 গ) তথ্য কমিশন 
 ঘ) তথ্য কমিশনার
 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : 


১. খ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. ক ২১. গ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. গ ৩০. গ।
-

About the Author

LaBiB
Bangladesh Writter Society

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.