Notification texts go here Contact Us Buy Now!

Right Form of Verb - ‘Practice Part’

to be verb (যথা am, is, are, was, were) এর পরে মূল verb থাকলে এবং কর্তা যদি নিজে কাজ করে তবে সেই ক্ষেত্রে মমূল verb এর সাথে ing যোগ হবে।
LaBiB

Right Form of Verb 

‘Practice Part’




Q. 1. The principal is ___ us.
A.advice
B. advised
C. advising ✅
D. at advice
Ans : C
🔹কারণঃ to be verb (যথা am, is, are, was, were) এর পরে মূল verb থাকলে এবং কর্তা যদি নিজে কাজ করে তবে সেই ক্ষেত্রে মমূল verb এর সাথে ing যোগ হবে।
♦অর্থঃ অধ্যক্ষ আমাদের পরামর্শ দিচ্ছেন।
Q. 2. We shall ___ the work before he comes.
A. finish
B. have finished ✅
C. finished
D. x
Ans : B
🔹কারণঃ ভবিষ্যৎ কালের দুটি কাজ before দ্বারা যুক্ত হলে beforeএর পূর্বে  future perfect/ future indefinite tense এবং before এর পর present indefinite tense বসে।
♦অর্থঃ তিনি আসার আগেই আমরা কাজ শেষ করে ফেলব।
Q. 3. We shall return before the sun ___.
A. sets ✅
B. set
C . will sets
D. is setting
Ans : A
🔹কারণঃ ভবিষ্যৎ কালের দুটি কাজ before দ্বারা যুক্ত হলে beforeএর পূর্বে  future perfect/ future indefinite tense এবং before এর পর present indefinite tense বসে।
♦অর্থঃ সূর্য ডুবার আগেই / পূর্বেই আমরা ফিরে আসব।
Q. 4. Everyone ___ it.
A. to like
B. like
C. liked
D. likes ✅
Ans : D
each, every, no, someone, one of থাকলে প্রদত্ত verb টি  singular হয়।
♦অর্থঃ প্রত্যেকেই এটি পছন্দ করে।
Q. 5.One of the boys ___.
A. to have
B. gone
C. has gone ✅
D. x
Ans : C
🔹কারণঃ each, every, no, someone, one of থাকলে প্রদত্ত verb টি  singular হয়।
♦অর্থঃ একটা ছেলে গেছে।
Q. 6. 
We ___ dinner together tomorrow.
A. will have ✅
B. would be have
C. have
D. x
Ans : A
🔹কারণঃ বাক্যে tomorrow, next, ( time, day, month, year) থাকলে verb এর future indefinite tense হয়।
♦অর্থঃ আগামীকাল আমরা একসাথে ডিনার করব।
Q. 7. I (leave) tomorrow.
A. shall leaving
B. am left
C. shall leave ✅
D. x
Ans : C
🔹কারণঃ বাক্যে tomorrow, next, ( time, day, month, year) থাকলে verb এর future indefinite tense হয়।
♦অর্থঃ আমি আগামীকাল চলে যাব।
Q. 8. When metal becomes hot, it __
A. expanding
B.expected
C. expands ✅
D. x
Ans : C
🔹কারণঃদুটি চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক বাক্য  When দ্বারা যুক্ত হলে দুটোই Present indefinite tense হয়।
♦অর্থঃ ধাতু যখন উত্তপ্ত হয় তখন তা প্রসারিত হয়।
Q. 9.When water __, it turns into ice.
A. freezes✅
B. freeze
C. freezings
D. x
Ans: A
🔹কারণঃদুটি চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক বাক্য  When দ্বারা যুক্ত হলে দুটোই Present indefinite tense হয়।
♦অর্থঃ জল জমে গেলে তা বরফে পরিণত হয়।
Q. 10. There __ a school in our village.
A. be
B. is ✅
C. are
D. x
Ans: B
🔹কারণঃ there যুক্ত বাকে যদি singular noun থাকে তবে verb টি singular হবে এবং plural noun থাকলে verb টি plural  হবে।
♦অর্থঃ আমাদের গ্রামে একটি স্কুল আছে।

About the Author

LaBiB
Bangladesh Writter Society

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.