--> Right Form of Verb - ‘Practice Part’
Home এইচএসসি বোর্ড বই / HSC / SSC Zone / Versity Zone

Right Form of Verb 

‘Practice Part’




Q. 1. The principal is ___ us.
A.advice
B. advised
C. advising ✅
D. at advice
Ans : C
🔹কারণঃ to be verb (যথা am, is, are, was, were) এর পরে মূল verb থাকলে এবং কর্তা যদি নিজে কাজ করে তবে সেই ক্ষেত্রে মমূল verb এর সাথে ing যোগ হবে।
♦অর্থঃ অধ্যক্ষ আমাদের পরামর্শ দিচ্ছেন।
Q. 2. We shall ___ the work before he comes.
A. finish
B. have finished ✅
C. finished
D. x
Ans : B
🔹কারণঃ ভবিষ্যৎ কালের দুটি কাজ before দ্বারা যুক্ত হলে beforeএর পূর্বে  future perfect/ future indefinite tense এবং before এর পর present indefinite tense বসে।
♦অর্থঃ তিনি আসার আগেই আমরা কাজ শেষ করে ফেলব।
Q. 3. We shall return before the sun ___.
A. sets ✅
B. set
C . will sets
D. is setting
Ans : A
🔹কারণঃ ভবিষ্যৎ কালের দুটি কাজ before দ্বারা যুক্ত হলে beforeএর পূর্বে  future perfect/ future indefinite tense এবং before এর পর present indefinite tense বসে।
♦অর্থঃ সূর্য ডুবার আগেই / পূর্বেই আমরা ফিরে আসব।
Q. 4. Everyone ___ it.
A. to like
B. like
C. liked
D. likes ✅
Ans : D
each, every, no, someone, one of থাকলে প্রদত্ত verb টি  singular হয়।
♦অর্থঃ প্রত্যেকেই এটি পছন্দ করে।
Q. 5.One of the boys ___.
A. to have
B. gone
C. has gone ✅
D. x
Ans : C
🔹কারণঃ each, every, no, someone, one of থাকলে প্রদত্ত verb টি  singular হয়।
♦অর্থঃ একটা ছেলে গেছে।
Q. 6. 
We ___ dinner together tomorrow.
A. will have ✅
B. would be have
C. have
D. x
Ans : A
🔹কারণঃ বাক্যে tomorrow, next, ( time, day, month, year) থাকলে verb এর future indefinite tense হয়।
♦অর্থঃ আগামীকাল আমরা একসাথে ডিনার করব।
Q. 7. I (leave) tomorrow.
A. shall leaving
B. am left
C. shall leave ✅
D. x
Ans : C
🔹কারণঃ বাক্যে tomorrow, next, ( time, day, month, year) থাকলে verb এর future indefinite tense হয়।
♦অর্থঃ আমি আগামীকাল চলে যাব।
Q. 8. When metal becomes hot, it __
A. expanding
B.expected
C. expands ✅
D. x
Ans : C
🔹কারণঃদুটি চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক বাক্য  When দ্বারা যুক্ত হলে দুটোই Present indefinite tense হয়।
♦অর্থঃ ধাতু যখন উত্তপ্ত হয় তখন তা প্রসারিত হয়।
Q. 9.When water __, it turns into ice.
A. freezes✅
B. freeze
C. freezings
D. x
Ans: A
🔹কারণঃদুটি চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক বাক্য  When দ্বারা যুক্ত হলে দুটোই Present indefinite tense হয়।
♦অর্থঃ জল জমে গেলে তা বরফে পরিণত হয়।
Q. 10. There __ a school in our village.
A. be
B. is ✅
C. are
D. x
Ans: B
🔹কারণঃ there যুক্ত বাকে যদি singular noun থাকে তবে verb টি singular হবে এবং plural noun থাকলে verb টি plural  হবে।
♦অর্থঃ আমাদের গ্রামে একটি স্কুল আছে।

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top