--> সাধারণ জ্ঞান পর্ব - ১০ || General Knowledge Part 10
Home সাধারণ জ্ঞান পর্ব / GK for Admmison test

সাধারণ জ্ঞান পর্ব - ১০ || General Knowledge Part 10





১) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?? 
ক)মাজহারুল হক
√খ)লুই আই কান
গ)এফ আর খান
ঘ)নভেরা আহাম্মদ 

২)জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত?
ক)৩২০ 
√খ)২১৫
গ)১৭৮
ঘ)২৮৮

৩)বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
ক)৭৫ জন
√খ)৬০ জন
গ)৯০জন
ঘ)৫০ জন

৪)যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?
ক)৭৫ টি
খ)৫৯ টি
√গ)৫০ টি 
ঘ)৮০ টি

৫)বাংলাদেশ সিভিল সার্ভিসের কেডার কতটি?
√ক)২৬ টি
খ)৩৬ টি
গ)২৯ টি
ঘ)২২ টি

৬)সোনালী আশঁের দেশ কোনটি?
ক)ভারত
খ)শ্রীলংকা
√গ)বাংলাদেশ 
ঘ)পাকিস্তান 

৭)সতীদাহ প্রথা কবে রহিত করা হয়? 
ক)১৮৯২
√খ)১৮২৯
গ)১৮৩৯
ঘ)১৮৭২

৮)ঢাকা বিভাগের কয়েকটি জেলা আছে?
ক)১৫ টি 
√খ)১৩ টি
গ)১২ টি
ঘ)১৬ টি

৯) বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
√ক)বর্ধমান হাউস 
খ)বাংলা ভবন
গ)আহসান মঞ্জিল 
ঘ)চামেলি হাউস 

১০)কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে? 
√ক) ইরাক
খ)মিশর
গ)কুয়েত
ঘ)জর্ডান


Read More : 



১১)বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশ গ্রহন করে?
√ক)লস এঙ্গেলস 
খ)আটলান্টা 
গ)মস্কো 
ঘ)মেস্কিটো সিটি

১২)বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্য দানকারি দেশ কোনটি?
√ক)জাপান
খ)জার্মান
গ)যুক্তরাষ্ট্র
ঘ)যুক্তরাজ্য 

১৩)পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 
ক)১২ নভেম্বর  ১৯৯৭
√খ)২ ডিসেম্বর   ১৯৯৭
গ)১৬ ডিসেম্বর  ১৯৯৭
ঘ)২৫ ডিসেম্বর  ১৯৯৭

১৪)বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
ক)চামড়া
√খ)তৈরি পোশাক 
গ)চিংড়ি মাছ
ঘ)পাট ও পাটজাত দ্রব্য 

১৫)২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল?
ক)প্রাদেশিক স্বায়ত্তশাসন 
খ)পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরিকরন
√গ)বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করন
ঘ)বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলুপ্ত 

১৬)বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 
ক)১৭০৯ মার্কিন ডলার 
√খ)২২২৭ মার্কিন ডলার 
গ)১৬০৮ মার্কিন ডলার 
ঘ)১৮০৯ মার্কিন ডলার 

১৭)বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? 
ক) শাহ সুলতান 
√খ)হাজী শরিয়ত উল্লাহ 
গ)পীর মহসিন 
ঘ)তিতুমীর 

১৮)বাংলাদেশে প্রথম গ্যাস উত্তলন শুরু হয়কত সালে?
ক)১৯৫৬
√খ)১৯৫৭
গ)১৯৮২
ঘ)১৯৬৩

১৯)পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়?
ক)চাঁদপুর 
খ)সিরাজগঞ্জ 
√গ)গোয়ালন্দ
ঘ)ভোলক

২০)ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় সংঘটিত হয়?
ক)দার্জিলিং
খ) কোলকাতা 
√গ)নয়াদিল্লি 
ঘ)ঢাকা

Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top