বিএসসি ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি পরীক্ষার ফাইনাল সাজেশন || BSC In Nursing Science and Midwifery Examination Final Suggestion
বিএসসি ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি || ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর জন্য কীভাবে প্রস্তুতি নিবেন?(শেষ পর্যন্ত ভালোভাবে পড়ার অনুরোধ রইল)
বিএসসি ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নিতে হবেঃ
#Final_Suggestion2020/21
বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টনঃ (২০১৯ অনুযায়ী)
বাংলাঃ ২০ নম্বর
ইংরেজীঃ ২০ নম্বর
পদার্থ বিজ্ঞানঃ ১০ নম্বর
রসায়ন বিজ্ঞানঃ ১০ নম্বর
জীব বিজ্ঞানঃ ১০ নম্বর
সাধারন জ্ঞানঃ ২০ নম্বর
গণিতঃ ১০ নম্বর
মোট: ১০০ নাম্বার
বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষার জন্য যেসব বিষয়ে প্রস্তুতি নিতে হবেঃ
সাধারণ জ্ঞানঃ
গুরুত্বপূর্ণ টপিকঃ
সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক, কোভিড-১৯, নোবেল পুরস্কার, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারী ও শিশু, খেলাধুলা, বাংলাদেশের উপজাতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রত্নতাত্ত্বিক স্থান সমূহ, ভাস্কর ও ভাস্কর্য, বাংলাদেশের বিভিন্ন নদীর উৎপত্তিস্থল ও মিলনস্থল, বাংলাদেশের বিভিন্ন সম্পদ (কৃষি, বস্ত্র, চা, পাঠ, মৎস্য ও খনিজ ইত্যাদি), বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, গুরুত্বপূর্ণ দিবস, বিভিন্ন পুরস্কার, মহাবিশ্ব।
লাইব্রেরিতে সাধারণ জ্ঞানের অনেক বই আছে, যেমনঃ নতুন বিশ্ব/জোবায়েরস জিকে/mp3 সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক। আপনি চাইলে যেকোনো একটা বই পড়তে পারেন।
Read more :
বাংলাঃ
গুরুত্বপূর্ণ টপিকঃ
৯-১০/১১-১২ এর বাংলা ১ম পত্র পড়ার তেমন একটা প্রয়োজন নেই, তবে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও লেখক পরিচিতি পড়তে হবে।
সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, শুদ্ধ বানান, ধ্বনি ও বর্ণ প্রকরণ, সন্ধি, বাগধারা, এক কথায় প্রকাশ, কারক ও বিভক্তি, সমাস, ণত্ব বিধান ও ষত্ব বিধান, ধ্বনি পরিবর্তন, ধাতু প্রকৃতি ও প্রত্যয়, শব্দের শ্রেণীবিভাগ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পারিভাষিক শব্দ।
বাংলা ভাষার ব্যাকরণ ৯/১০, (মুনীর চৌধুরী)
➪ আরো পড়ুনঃ
ইংরেজিঃ
গুরুত্বপূর্ণ টপিকঃ
প্রথমত, আপনি ইংরেজি গ্রামার অংশের বেসিক আইটেম গুলো ভালো ভাবে Practice করুন, বিগত সালের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের ইংরেজি অংশটি দেখুন, যেসব টপিক থেকে বারবার প্রশ্ন এসেছিল, সেগুলো গুরুত্ব দিয়ে পড়ুন, Practice করুন।
দ্বিতীয়ত, Synonyms, Antonyms, Preposition, Article, Tense, Voice Change, Spelling, Right form of verb, Noun, Transformation of sentence, Degree of comparison, completing sentence, Gender, Tag question, Phrase and idioms, Appropriate preposition, Group verbs.
পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানঃ
গুরুত্বপূর্ণ টপিকঃ
খাদ্য, পুষ্টি ও ভিটামিন, মানব দেহ, রক্ত, রক্তচাপ ও রক্ত সঞ্চালন, বিভিন্ন রোগের কারণ ও প্রতিকার, বায়ুমণ্ডল, জোয়ার ভাটা, প্রাকৃতিক দুর্যোগ, এসিড ক্ষার ও লবণ, ধাতব পদার্থ ও ধাতব পদার্থ, জৈব যৌগ ও অজৈব যৌগ, বিভিন্ন প্রাকৃতিক খনিজ উৎস, এটমের গঠন, শব্দ ও তরঙ্গ, তাপ, তড়িৎ, আলো, চুম্বকত্ব, ইলেকট্রনিক্স, তেজস্ক্রিয়তা, শক্তির উৎস ও রূপান্তর, নবায়নযোগ্য শক্তি, ভাইরাস, ব্যাকটেরিয়া, সালোকসংশ্লেষণ, পরাগায়ন।
নার্সিং ভর্তি পরীক্ষায় বিজ্ঞানের বেসিক গুলো থেকেই বেশি প্রশ্ন আসে, তাই প্রথমেই নবম-দশম শ্রেণির এর বিজ্ঞান বইটি ভালো করে পড়তে হবে এবং পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান ক্লাস নবম-দশম শ্রেণির এর Text Books গুলো ভালো ভাবে পড়ুন।
পাশাপাশি।সম্ভব হলে HSC level এর পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের একদম বেসিক গুলো পড়তে পারেন।
➪ Read More :
সাধারণ গণিতঃ
গুরুত্বপূর্ণ টপিকঃ
নার্সিং ভর্তি পরীক্ষায় একদম বেসিক লেভেলের ম্যাথ আসে, কোনো Higher Math/উচ্চতর গণিত থেকে প্রশ্ন আসেনা।
বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, গড়, শতকরা, লাভ ক্ষতি, বিভিন্ন কোণ ও কোণের প্রকারভেদ, বয়স সমস্যা সম্পর্কিত অংক, ঐকিক নিয়ম, বিভিন্ন বীজগাণিতিক সূত্রাবলী, সমাধান, মান নির্ণয়, উৎপাদক, সূচক, লসাগু, গসাগু, ধারা, সমীকরণ।
Class 8/9-10 এর General Math বই ভালো ভাবে practice করেতে হবে। সাথে সাথে দিকদর্শন,জর্জ(mp3) প্রকাশনির সাধারণ গণিত অথবা খায়রুলস ম্যাথ বইটা ফলো করতে পারেন।
Read more :
বিগত সালের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান || Nursing Previous Year Questions with Answer
বিশেষ দ্রষ্টব্যঃ
★★★বিসিএস পরীক্ষার প্রশ্ন (১০ম-৪১তম) অবশ্যই পড়তে হবেই(বিকল্প নাই)
★★★কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ সংখ্যা বইটা (Highly Recommended)
উল্লেখিত Text Book গুলো ভালো ভাবে পড়তে থাকুন।বিগত সালের পরীক্ষার প্রশ্ন পেতে নার্সিং ভর্তি গাইড নিতে পারেন নিউরন / প্রফেসর'স/ জেনুইন গাইড ইত্যাদি।
বিস্তারিত জানতে কমেন্ট / ইনবক্সে করুন ধন্যবাদ।