সাপ্তাহিক পরীক্ষা: ০১
বিষয়: বাংলা ব্যাকরণ
- প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর ১।
- পরীক্ষার সময়: ২৫
১.(বাংলা ভাষায়) বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?
ক. রামরাম বসু
খ. রামনারায়ণ তর্করত্ন
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাজা রামমোহন রায়✅
২. কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন?
ক. মাগধী প্রাকৃত
খ. গৌড়ীয় প্রাকৃত✅
গ. মহারাষ্ট্রী প্রাকৃত
ঘ. প্রাচীন অবহটঠ
৩. চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি?
ক. কল্লোল
খ. সবুজপত্র✅
গ. বঙ্গদর্শন
ঘ. কালি কলম
৪. ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত-
ক.ফাল্গুন > ফাগুন
খ.বউদিদি > বউদি
গ.ধরিতে > ধরতে
ঘ.ধোবা > ধোপা✅
৫. বউদিদি> বউদি, বড়দাদা> বড়দা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক. সম্প্রকর্ষ
খ. দ্বিত্ব ব্যঞ্জন
গ. ব্যঞ্জন বিকৃতি
ঘ. ব্যঞ্জনচ্যুতি✅
৬. ফলাহার>ফলার হয়েছে, তাকে বলে--
ক.অন্তর্হতি ✅ খ.ব্যঞ্জনচ্যুতি
গ.ব্যঞ্জন চ্যুতি ঘ.বিষমীভবন
৭. আঞ্চলিক ভাষার অপর নাম কি?
ক.কথ্য ভাষা
খ.উপভাষা✅
গ.সাধু ভাষা
ঘ.চলিত ভাষা
৮. সাধু রীতির শব্দ কোনটি?
ক.গ্রহ✅
খ.গিন্নী
গ.কলেজ
ঘ.কেতাব
৯.'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক.ভাষাতত্ত্বে
খ.ধ্বনিতত্ত্বে
গ.বাক্যতত্ত্বে✅
ঘ.রূপতত্ত্বে
১০. 'Morphology' অপর নাম কি?
ক.রুপতত্ত্ব✅
খ.ধ্বনিতত্ত্ব
গ.অর্থ তত্ত্ব
ঘ.বাক্যতত্ত্ব
১১.অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
ক.১০টি
খ.৮ টি
গ. ৬ টি
ঘ. ১ টি✅
১২. কোনটি উষ্ম বর্ণ?
ক.হ✅
খ.ঙ
গ.ঞ
ঘ.ন
১৩. তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি?
ক.ড়
খ.ঢ়✅
গ.ল
ঘ.র
১৪. 'ক্ষ্ম' এর বিশিষ্ট রুপ-
ক. ক+ষ
খ. ক+খ+গ
গ. ক+ষ+ম✅
ঘ. হ্+ ম
১৫. 'দ্ধ' কোন দুটি বর্ণ রয়েছে?
ক. দ+ব
খ. দ+দ
গ. দ+ত
ঘ. দ+ধ✅
১৬.'আগুন' এর প্রতিশব্দ নয় কোনটি?
ক. অনল
খ. বহ্নি
গ. পাবক
ঘ. কর✅
১৭.'আকাশ' এর শব্দটির প্রতিশব্দ কোনগুলো?
ক. অলক, কন্ডল ,চিকুর
খ. অমর,পাবক,বহ্নি
গ. ব্যোম, অন্তরীক্ষ, শূন্য✅
ঘ. ধরিত্রী, মহী, মেদিনী
১৮. অনুগ্রহ এর বিপরীত শব্দ-
ক. প্রতিগ্রহ
খ. বিগ্রহ✅
গ. নিগ্রহ
ঘ. দয়া
১৯. 'অলীক' শব্দের বিপরীত শব্দ কী?
ক. লৌকিক
খ. বাস্তব✅
গ. পরলৌকিক
ঘ. অবাস্তব
২০. 'টঙ্কার' বলতে বোঝায়-
ক. বিহঙ্গের ধ্বনি
খ. কর্কশ ধ্বনি
গ. ধনুকের ধ্বনি✅
ঘ. বীরের ধ্বনি
২১. 'জিগীষা' এর বাক্য প্রসারণ:
ক.জয় করার ইচ্ছা✅
খ.হনন করার ইচ্ছা
গ.জানার ইচ্ছা
ঘ.ঘৃণার ইচ্ছা
২২. 'অষ্টরম্ভা' শব্দটির অর্থ হলো-
ক. আটটি রথ
খ. আট প্রকার ধাতু
গ. শূন্য অথবা ফাঁকি✅
ঘ. আট জন অপ্সরী
২৩.' অজগর বৃত্তি ' বাগধারাটির অর্থ কি ?
ক. লােভী
খ. আলসেমি ✅
গ. অপদার্থ
ঘ. প্রচন্ড গরম ।
২৪. 'Aboriginal' এর পরিভাষা-
ক.আদি মানব
খ.আদিবাসী✅
গ.কৃত্রিম
ঘ.অমৌলিক
২৫. 'Agora' শব্দের পরিভাষা কী?
ক.সুপার শপ
খ.মুদি দোকান
গ.বড় দোকান
ঘ.মুক্তাঞ্চল✅