(পর্ব ২) বিভিন্ন পরীক্ষায় আসার মতো কমন উপযোগী প্রশ্ন ও উত্তর || Most Probable Questions & Answers (Part 2)
➊ কোন খাদ্যে পচন ধরেনা?
= মধু
➋ ভিটামিন-সি এর অভাবে কোন রোগ হয়?
= স্কার্ভি
➌ নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোথায়?
= ফুসফুস
➍ বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হল--
= রাজ কাঁকড়া
➎ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কখন?
= ৫ জুন
➏ "লাইন অব কন্ট্রোল" কোন দুটি দেশের মধ্যে?
= ভারত-পাকিস্তান
➐ সবচেয়ে বড় দিন কোনটি?
= ২১ জুন
➑ প্রাচীন বাংলার কোন অংশটি পূর্বাংশে অবস্থিত ছিল?
= হরিকেল
➒ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
= সেন্টমার্টিন
➓ 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রের পরিচালক কে?
= জহির রায়হান
➊➊নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
= মেঘনা নদীর
➊➋ বাতাসের শহর বলা হয়?
= শিকাগো
➊➌ 'এল বি ডব্লিউ' শব্দটি কোন খেলার সাথে সম্পর্ক যুক্ত?
= ক্রিকেট
➊➍ বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায়?
= সোনারগাঁও
➊➎ সনেটে কয়টি লাইন থাকে?
= ১৪টি
➊➏ কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি?
= মেরু অঞ্চলে
➊➐ কোন গাছের কাঠ হতে দিয়াশলাই-এর কাঠি তৈরি হয়?
= গেওয়া
➊➑ বাংলাদেশের শীতলতম মাস?
= জানুয়ারি
➊➒ বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম?
= বাসস
➋0. পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ?
= ভারত
➋➊ আন্তর্জাতিক 'নারী দিবস' কত তারিখ পালিত হয়?
= ৮ মার্চ
➋➋ বক্সিংয়ে কাকে দ্যা গ্রেটেস্ট বলা হয়?
= মোহাম্মদ আলী
➋➌ দুধকে টক করে কি?
= ব্যাকটেরিয়া
➋➍ যক্ষার টিকার নাম?
= বিসিজি
➋➎ আনারস কোন জাতীয় ফল?
= যৌগিক
➋➏ বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা?
= জি. ল্যামেটর
➋➐ সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে কি বলে?
= ঊষা
➋➑ আকাশে রংধনু সৃষ্টির কারণ কি?
= বৃষ্টির কণা
➋➒ পাকিস্তানের পারমাণবিক বোমার জনক কে?
= আব্দুল কাদির
➌0 কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
= নিউক্লিয়াস
________________oo_______________
⇰ অন্য কোথাও পোষ্ট করলে কার্টেসী দিয়ে বাধিত করবেন।। পরবর্তী আপডেট পেতে Share||Comment করে সঙ্গেই থাকুন!
●
@versity_zone