Notification texts go here Contact Us Buy Now!

সাধারণ জ্ঞান পর্ব - ০৯

প্রশ্নঃ বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? ক. সিলেট খ. টেকনাফ গ. কক্সবাজার ঘ. সন্দ্বীপ উত্তরঃ ক
LaBiB

সাধারণ জ্ঞান পর্ব - ০৯ || General Knowledge Part 09

প্রশ্নঃ বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
ক. সিলেট
খ. টেকনাফ
গ. কক্সবাজার
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ ক
প্রশ্নঃ উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে ছিলেন ?
ক. ডা. ফিরোজা বেগম
খ. ডা. মমতাজ বেগম
গ. ডা. জোহরা বেগম কাজী
ঘ. ডা. মঞ্জিলা ময়মুন
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী –
ক. লীলা নাগ
খ. ইলা মিত্র
গ. সুলতা ঘোষ
ঘ. ফজিলাতুন্নেসা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম –
ক. এ.এন. হামিদুল্লাহ
খ. এ.কে.এন. আহমদ
গ. নূরুল ইসলাম
ঘ. এস. বি. চৌধুরী
উত্তরঃ ক



        




প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নেতৃত্বদানকারী প্রথম নারী কমান্ডার কে?
ক. কর্নেল নাজমা সুলতানা
খ. কর্নেল জেসমিন আরা বেগম
গ. কর্নেল ডা. নাজমা বেগম
ঘ. কর্নেল জেসমিন আরা সুলতানা
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকা জেলার প্রথম নারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে?
ক. নাজমা সুলতানা
খ. জেসমিন আরা বেগম
গ. বেগম ফয়জুননেসা
ঘ. জেসমিন আরা সুলতানা
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে ?
ক. সুরাইয়া রহমান
খ. তারামন বিবি
গ. রাবেয়া ভূঁইয়া
ঘ. নাজমুন আরা সুলতানা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
ক. মুহাম্মদ হাবিবুর রহমান
খ. বিচারপতি সাহাবুদ্দিন
গ. লতিফুর রহমান
ঘ. ইয়াজ উদ্দিন আহমদ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
ক. তাহমিনা হক ডলি
খ. জাকিয়া আকতার
গ. সুরাইয়া বেগম
ঘ. মাহমুদা হক চৌধুরী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান?
ক. জাহানারা ইমাম
খ. তারামন বিবি
গ. ক্যাপ্টেন সেতারা বেগম
ঘ. পাইলট ফারিয়া লারা
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম –
ক. ড. নীলিমা ইব্রাহিম
খ. ড. সুফিয়া আহমেদ
গ. ড. শায়লা হাসান
ঘ. ড. খালেদা খানম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
ক. বায়তুল মোকাররম -ঢাকা
খ. শাহ্‌ মখদুম ঈদ্গাহ -রাজশাহী
গ. জাতীয় ঈদ্গাহ -ঢাকা
ঘ. শোলাকিয়া -কিশোরগঞ্জ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ বেশী?
ক. হবিগঞ্জ
খ. গোপালগঞ্জ
গ. কিশোরগঞ্জ
ঘ. মুন্সীগঞ্জ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে?
ক. বরেন্দ্র অঞ্চল
খ. মধুপুর গড় অঞ্চল
গ. উপকূলীয় অঞ্চল
ঘ. চলন বিল অঞ্চল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
ক. মোহাম্মদ উল্লাহ
খ. আবদুল মালেক উকিল
গ. সামসুল হুদা চৌধুরী
ঘ. শাহ্‌ আবদুল হামিদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে বৃহত্তম পানি শোধনাগারটি কোথায় অবস্থিত?
ক. গোদনাইল, নারায়ণগঞ্জ
খ. চাঁদনীঘাট, ঢাকা
গ. পুঠিয়া, রাজশাহী
ঘ. সায়েদাবাদ, ঢাকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ‘অল উইমেন্স ফ্লাইট’ এর ক্যাপ্টেন –
ক. শাহানা
খ. তানিয়া
গ. সেতারা
ঘ. শাহ্‌নেয়াজ
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম বনভূমি হলো –
ক. পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
খ. সুন্দরবন বনাঞ্চল
গ. মধুপুর বনাঞ্চল
ঘ. সিলেট বনাঞ্চল
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ?
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. খন্দকার মোশতাক আহমদ
ঘ. জিয়াউর রহমান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক. মেঘনা
খ. যমুনা
গ. পদ্মা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?
ক. বৈলাম
খ. ইউক্যালিপটাস
গ. অর্জুন
ঘ. মেহগনি
উত্তরঃ ক
প্রশ্নঃ কিওক্রাডাং -এর ঊচ্চতা প্রায় –
ক. ১০১০ মিটার
খ. ১৫৩০ মিটার
গ. ১২৩২ মিটার
ঘ. ১৩৬৪ মিটার
উত্তরঃ গ
প্রশ্নঃ দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান –
ক. বিচারপতি সুলতান হোসেন
খ. হাসান মশহুদ চৌধুরী
গ. বিচারপতি হাবিবুর রহমান
ঘ. প্রফেসর মনিরুজ্জামান মিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি হলো –
ক. সিলেটের বনাঞ্চল
খ. সুন্দরবন
গ. ভাওয়াল ও মধুপুরের বনাঞ্চল
ঘ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার –
ক. বিচারপতি সাদেক
খ. এম ইদ্রিস
গ. এটিএম মাসউদ
ঘ. বিচারপতি সাত্তার
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু করা হয় কবে?
ক. ১ জুলাই ১৯৮২
খ. ১ আগস্ট ১৯৮২
গ. ১ মে ১৯৮২
ঘ. ১ নভেম্বর ১৯৮২
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের পুলিশের প্রথম নারী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন –
ক. শমী কায়সার
খ. আয়েশা খাতুন
গ. কোহিনুর বেগম
ঘ. এলিজা শারমিন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দেশের প্রথম নিউরো সার্জন কে?
ক. অধ্যাপক রশিদ উদ্দিন আহমেদ
খ. অধ্যাপক মুনতাসীর মামুন
গ. অধ্যাপক গোলাম রহমান
ঘ. অধ্যাপক জেসমিন আরা সুলতানা
উত্তরঃ ক, খ
প্রশ্নঃ বাংলাদেশের কোন অঞ্চল বেশী খরাপ্রবণ?
ক. উত্তর-পূর্ব অঞ্চল
খ. উত্তর-পশ্চিম অঞ্চল
গ. দক্ষিণ-পশ্চিম অঞ্চল
ঘ. দক্ষিণ-পূর্ব অঞ্চল
উত্তরঃ খ

About the Author

LaBiB
Bangladesh Writter Society

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.