--> BUTEX Admission Special Model Test-01
Home BUET Zone

BUTEX Admission Special Model Test-01

2️⃣0️⃣0️⃣Special Model Test 

বুটেক্স ভর্তি প্রস্তুতির জন্য আমরা মোট 5টি স্পেশাল মডেল টেস্ট এর আয়োজন করেছিলাম। আমাদের প্রথম স্পেশাল মডলে টেস্ট অনুষ্ঠিত হয়ে গেছে।নিচে উক্ত পরীক্ষার প্রশ্ন , উত্তর এবং সমাধান দেয়া হল।

প্রতটি প্রশ্নের নম্বর বিভাজনও সলিউশনে দেয়া আছে, তাই শিক্ষার্থীরা সহজেই যাচাই করতে পারবে। 


PDF=https://drive.google.com/folderview?id=1tFDyVutZMsaf9yH8aRP4gb4ZgAlZwB-e


পরীক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনাবলীঃ

এই পরীক্ষায় মোট চারটি বিষয়ের প্রশ্ন আছে।গনিত-60 , পদার্থ-60 , রসায়ন-60 এবং ইংরেজি-20
পরীক্ষার মোট মার্ক্স 200 এবং মোট সময় 120 মিনিট।
পুরো প্রশ্নপত্র লিখিত অংশে রয়েছেঃ এখানে কোন MCQ প্রশ্ন নেই।
গনিত , পদার্থ ও রসায়নের প্রতিটি বিষয় থেকে 6 মার্ক্স এর 10টি করে লিখিত প্রশ্ন থাকবে।
একজন শিক্ষার্থীকে প্রতিটি প্রশ্নের উত্তর নির্ধারিত জায়গার মধ্যে লিখতে হবে।
প্রশ্নে বাংলা ও ইংরেজি উভয় ভার্সন থাকবে।
ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের প্রোগ্রামেবল ক্যালকুলেটর এবং ইলেক্ট্রনিক্স সীম/ডিভাইস যুক্ত ঘড়ি,কলম , মোবাইল বা অন্যান্য উপকরন সঙ্গে রাখা ও ব্যবহার করা যাবে না। তবে সাধারন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
কোন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার উত্তরপত্র বাতিল বলে গন্য হবে।
পাঠশালা থেকে দিকনির্দেশনাঃ এই পরীক্ষায় মোট 34টি প্রশ্ন আছে।একজন শিক্ষার্থী ওয়েবসাইটে পরীক্ষা দেয়ার সময় নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর খাতায় লিখবে , এরপর পরীক্ষা শেষ হলে সাবমিট অপশনে ক্লিক করবে।তারপর উত্তরপত্রের ভালো করে ছবি তুলবে এবং উক্ত ছবি AAPathshala Board আইডির ইনবক্সে দিবে।
শিক্ষার্থীরা বিশেষভাবে মাথায় রাখবেঃ খাতার শুরুতে যেনঃ রোল এবং নাম এবং পরীক্ষার নামটা থাকে।যেমনঃ Folze Rahad  AAP-76113 BUTEX SMT

উলেখ্যঃBUTEX
লিখিত ভর্তি পরীক্ষার Eligible Candidates দের লিস্ট প্রকাশিত হয়েছে।
যারা সিলেক্টেড হয়েছে তাদের 800টাকা জমা দিয়ে  24তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে।
মুল পরীক্ষা 18জুন।
লিংক=https://rb.gy/cvgoyc






















Read Also:

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

to Top