Subject : English 1st Paper
★শুরুতেই আলোচনা করা যাক এডমিশন টেস্টে ইংরেজি ১ম পত্র কতটা গুরুত্বপূর্ণ???
গত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় ইংরেজিতে #লিখিত অংশের ১০০% প্রশ্ন আসে ইংরেজি ১ম পত্র থেকে। আর #MCQ থেকে আসে ৫০% প্রশ্ন।
★লিখিত
১. বঙ্গবন্ধুকে নিয়ে একটা প্যারাগ্রাফ এসেছিল।
নম্বরঃ ১০
২.ইংরেজি মূল বইয়ের 94 পৃষ্ঠার ৩ নাম্বার প্যারা থেকে একটি with clue আসে।
নম্বরঃ ১×৫= ৫
৩.তারপর Sentence Making আসে।যার সবগুলোই ইংরেজি ১ম পত্র থেকে আসে।
নম্বরঃ ১×৫ = ৫
অর্থাৎ, ইংরেজিতে লিখিত অংশের শতভাগ ইংরেজি ১ম পত্র থেকে আসে।
★এবার আসি MCQ নিয়ে
MCQ থেকে (3,4,6,910,13,14 & 16) ৮টি প্রশ্ন আসে।
নম্বরঃ ৮×১.২৫ =১০
অর্থাৎ MCQ এর মোট মার্কসের ৫০% মার্কস আসে ইংরেজি ১ম পত্র থেকে।
★শুধু তাই নয়, বাংলার লিখিত অংশে একটা বঙ্গানুবাদ এসেছিল।
যা ইংরেজি ১ম পত্রের ১০৮ পৃষ্ঠার ৩ নম্বর প্যারা থেকে এসেছিল।
নম্বরঃ ৫
★এখন হিসাব করে দেখা যাক,ইংরেজি ১ম পত্র থেকে কত নম্বর এসেছিল।
ইংরেজি লিখিত অংশে ২০ নম্বর।
বাংলা লিখিত অংশে ০৫ নম্বর।
ইংরেজিতে MCQ এ ১০ নম্বর।
মোট ৩৫ নম্বর।
এই ৩৫ নম্বর ইংরেজি ১ম পত্র থেকে এসেছে।
যেখানে এডমিশন টেস্টে ১ নাম্বারের জন্য ১০০ সিরিয়াল পেছাতে হয়। সেখানে ৩৫ নাম্বার অনেক বড় একটা ব্যাপার।
এখন নিশ্চয়ই বুঝতে পারছো ইংরেজি ১ম পত্র কতটা গুরুত্বপূর্ণ..!!!