Breaking News :
( ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে )
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে আজকের সিদ্ধান্ত | Dhaka University Admission 2020
১)প্রতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা ২০০ নম্বর হলেও এবার পূর্ণমান থাকবে ১০০। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক থেকে রেজাল্টের উপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে ২০ নম্বর করা হয়েছে। আর এমসিকিউ নম্বর ৭৫ থেকে ৩০ করা হয়েছে।এছাড়া লিখিত পরীক্ষার নম্বর থাকবে ৫০।
সবমিলিয়ে ১০০ নম্বরের উপর ভর্তিচ্ছুদের মেধাক্রম তৈরি করা হবে।
২)অনলাইনে নয়, অফলাইনে হবে।
৩)এইচএসসি রেজাল্ট এর সাথে সাথেই পরীক্ষা নেওয়া হবে ।
৪)শিক্ষার্থীদের ঢাকায় আসতে হবেনা,নিজ বিভাগে পরীক্ষা দিতে পারবে।
৫)ঢাবি গুচ্ছতে যাবেনা।
সবাই প্রস্তুত হও। সাজেশন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে রেগুলার ভিজিট করতে পারো।
ধন্যবাদ ।