আপনার মোবাইলের অ্যাপগুলো থেকে যদি উপযোগিতার দিক থেকে টপ-টেন (Top 10) তালিকা করতে বলা হয়, সেখানে কারা থাকবে?
১. xodo - পিডিএফ পড়ার জন্য, এটা খুব সুন্দর এবং সহজ একটা app।
২. Reddit- এখানে সকল বিষয় নিয়ে আলোচনা হয়।এটা একটা সামাজিক মাধ্যম। এটা অনেক লোকজন ব্যবহার করে। আমার কাছে কোরার পরে এর অবস্থান।
৩. Medium. এটা অনেকটা গুগলের মত।
৪. google news- সবগুলো পত্রিকার একসাথে গুরুত্বপূর্ণ খবর দেখায়। বাংলা/English দুটোই আছে। খুব দ্রুত সারাদিনের খবর একসাথে দেখতে পেয়ে সময় বাচে।
৫. Home workout- বডির কোন অংশের জন্য কোন এক্সারসাইজ দরকার এবং সেটা ধারাবাহিক ভাবে আছে, আমরা এক্সারসাইজ করার জন্য অনেক প্লান করি কিন্তু হয়ে ওঠে না, বা কি কি এক্সারসাইজ করবো জানি না। যেহেতু ধারাবাহিকতা আছে তাই আমাকে ট্রেইনারের মত নির্দেশ প্রদান করে থাকেন। তাই এটা খুব কাজের।
৬.DIMS - এখানে ঔষধ সম্পর্কে তথ্য দেয়া,এবং মূল্য।কোন ঔষধের সাথে কোন ঔষধের সংবেদনশীল আছে কিনা ও পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে ইত্যাদি আছে।
৭.Roar bangla- এটা আমার পছন্দের একটা এ্যপ।
৮.Google keep- গুরুত্বপূর্ণ নোট জমা রাখি। যখন যা লিখে রাখা দরকার লিখে রাখি।
৯. 10 minutes school - এখানে শেখার অনেক বড় ভান্ডার, অনেকেই জানেন।
১০.Hello English- খুব সহজভাবে ইংরেজী শেখা যায়।
- আর একটা তথ্য দেই যদিও app না Healthline: Medical information and health advice you can trust. এখানে স্বাস্থ্য সংক্রান্ত অনেক কিছু জানতে পারবেন।
যেহেতু ব্লগারে লিখছি তাই ব্লগসাইটের কথা বলা অযৌক্তিক। নয়তো লিস্টে প্রথমে থাকতো।
ধন্যবাদ।