ইভ্যালিতে ১৪০% পর্যন্ত মূল্য ছাড় !!
ইভ্যালি নিয়ে আগেও একটি উত্তর দিয়েছি। সেটা ছিল তারা কিভাবে মুল্য ছাড় দেয়?
এবারের প্রশ্ন খানিকটা ভিন্ন। ইভ্যালি কিভাবে ক্রয়মূল্যের চেয়ে বেশি ক্যাশব্যাক দিচ্ছে?
উত্তরটা বিস্তারিত দেয়ার চেষ্টা করবো।
টাকা ২ ধরনের হয়।
- আসল টাকা।
- ভার্চুয়াল টাকা।
আসল টাকা হল এমন টাকা যেটার ফিজিকাল অস্তিত্ব আছে, আমরা হাতে ধরতে পারি, সরাসরি লেনদেনে ব্যাবহার করতে পারি।
ভার্চুয়াল টাকা হল এমন টাকা যেটার ফিজিকাল কােন অস্তিত্ব নেই, হাতে ধরা যাবে না, কিন্তু ভার্চুয়ালি সেটার অস্তিত্ব আছে, আপনার একাউন্টে সেই টাকা থাকবে, কিন্তু আপনি সেটা হাতে ধরতে পারবেন না।
২০০৬এর অর্থনৈতিক মন্দার পর ভার্চুয়াল টাকার ব্যাপারটা জনপ্রিয় হয়। ভার্চুয়াল টাকা ইচ্ছামত বানানো যায়। এই জিনিসটা এমন পর্যায়ে পৌছেছে যে পৃথিবীতে যত সম্পদ আছে তার চেয়ে বহুগুন মূল্যের টাকা আছে। সে প্রসঙ্গ অন্য কোন উত্তরে বলবো।
এখন ইভ্যালি কিভাবে ১৪০% ক্যাশব্যাক দিচ্ছে?
তারা আপনার থেকে নগদ টাকা নিয়ে আপনাকে ভার্চুয়াল মানি ক্যাশব্যাক দিচ্ছে। তাদের শর্ত পড়লে দেখবেন ১সপ্তাহের মধ্যে আপনার ইভ্যালি একাউন্টে টাকা জমা হবে। কিন্তু সেই টাকা কি আপনি নগদ উত্তোলন করতে পারবেন? উত্তর হলো "না"! পারবেন না।
আপনি সেই টাকা দিয়ে ইভ্যালি থেকেই অন্যান্য পন্য কিনতে পারবেন। সেখানেও একটা শর্ত আছে, ক্যাশব্যাকের টাকা থেকে ৬০% এবং নগদ ৪০% দিয়ে আপনার নতুন পন্যটি কিনতে হবে। অর্থাৎ ইভ্যালিতে আপনি আবারো নগদ টাকা দিচ্ছেন। এখানে ইভ্যালি তাদের প্লাটফর্মের ভেতর ভার্চুয়াল মানি তৈরি করছে। জিনিসটা এমন ধরতে পারেন যে একটা দেশের ভেতর সরকার যেভাবে টাকা বানায়, ইভ্যালিও সেই প্রসেসে গেছে। আপনাকে তাদের সেই প্লাটফর্মের সাথে আবদ্ধ করছে।
এটা পুরোটা একটা ম্যাথমেথিকাল মার্কেটিং ক্যাম্পেইন, যেখানে যতক্ষন ইভ্যালি টিকে আছে আদতে গ্রাহকের কোন লস নেই। কিন্তু যখনই ইভ্যালি কলাপ্স করবে তখনই একসাথে গ্রাহকের সবটাকা যাবে। অনেকটা দেশ দেওলিয়া হবার মত হলে যা হয় আরকি।
তাহলে ইভ্যালি কিভাবে নিজেদের রক্ষা করছে?
তারা লিমিটেড নাম্বারের পন্যের উপর ক্যাশব্যাক দিচ্ছে। অর্থাৎ অতিরিক্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রন করছে। এই মুদ্রাস্ফীতি তারা নিজেরা অর্থ বিনিয়োগ করে অথবা অন্য পন্য বিক্রি করে যে আয় হয় তা থেকে দীর্ঘ মেয়াদে পুশিয়ে নিবে। ইকমার্সে প্রত্যেকটা জিনিসই ক্যালকুলেটেড, তাই এখানে ভুল হবার সম্ভাবনা কম।
আবার সব পন্যে কিন্তু ১৫০% ক্যাশব্যাক নেই। কোনটায় ২০%, কোনটায় ৫০% ক্যাশব্যাক। আপনি ১৫০% ক্যাশব্যাক দেখে পন্য কিনতে ঢুকে দেখলেন আপনার যেটা দরকার সেটায় ২০% ক্যাশব্যাক, তারপরও সেটা কিনে নিলেন, কারন ২০%ও লস কি!
এই যে আপনি পন্য কিনলেন এটাতে ইভ্যালির অনেকগুলা লাভ
১. তারা নতুন একজন কাস্টমার পেল।
২. আপনি ক্যাশব্যাকের টাকা ব্যাবহার করে আবার নতুন পন্য কিনতে আসবেন। অর্থাৎ রিপিটেড কাস্টমার পেয়ে গেল।
৩. ক্যাশব্যাক পাওয়ার পর ইভ্যালিতে বিশ্বাস করলেন। ইন্টারনেটে বিশ্বাস অনেক বড় জিনিস। অনেক কম্পানি হাজার হাজার টাকা খরচ করেও বিশ্বাস আনতে পারে না।
এই ধরনের আরো অনেক লাভ আছে, যা ভবিষ্যতে ইভ্যালিকে আপনার কেনাকাটার বিশ্বস্ত জায়গায় পরিনত করবে।
সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।