প্রেম সম্পর্কে কিছু মনস্তাত্ত্বিক তথ্য :
প্রেমে পড়লে,
১। আয়নায় বারবার নিজেকে নব নব রূপে আবিষ্কার করার ইচ্ছে জাগে,
২। ঘোর বর্ষা বা প্রখর রৌদ্র, দুটিই প্রেমের প্রতিনিধি হয়ে ধরা দেয়,
"ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে" বর্ষার নয়, শুধু তার কথাই মনে করিয়ে দেয়,
"প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন" বুকের ভেতরকে খালি করে দিয়ে, তার কথা ভেবে, উদাসী করে তোলে,
৩। নায়ক নায়িকাদের মুখচ্ছবি, নিজেদের মুখোশ হয়ে ধরা দেয়,
৪। রাগ আর রাগই থাকে না, "ক্রোধ পরিতাজ্য" বানীটি অটোমেটিক্যাল্লি বাস্তবায়িত হয়ে, কনভার্ট হইয়া যায় অভিমানে,
৫। দীর্ঘদিনের দেখা পাড়ার মোড়ে বানান ভুল, রং চটা মুদি দোকানের সাইনবোর্ডটিই অসামান্য চিত্রশিল্পের নিদর্শন হয়ে ধরা দেয়,
৬। চিরচেনা কোকিলের ডাক যেন জীবনে প্রথমবারের মতো শোনার অনুভুতি এনে দেয়,
৭। নিজের চলন বলনে নতুন করেই অনেক কিছু সৃষ্টি হয়,
৮। ফোনের কলার টিউন পাল্টে যায়, হাজার হাজার গানের কলি খুঁজে একটি নির্বাচন করা হয়,
৯। দেয়ালে ঝোলানো ক্যালেণ্ডার বা ছবিতে শিশুর হাসিমুখ দেখে যেন নিজের স্বপ্ন দিয়ে মোড়া ভবিষ্যতের কথাই মনে হয়, কেবলই বাচ্চার ফটোরে আদর করনের ইচ্ছা হয়,
১০। সানাইর আওয়াজ শুনলে, সানাইয়ের কথা নয়, শুধু তার কথাই মনে আসে, সানাইয়ের সুরের উঠা নামা, মন কে উথাল পাতাল করে দেয়,
১১। ফুল দিয়ে সাজানো বর কনের গাড়ী যাইতাছে দেখলে, গাড়ীর দিকে এক দৃষ্টে চাইয়া থাকনের ইচ্ছা হয়,
প্রেমের ক্ষেত্রে নানারকম মনস্তাত্বিক তথ্যের মাঝে, এসব তথ্য বা প্রতিক্রিয়া ঘটে।
জীবনে, যৌবন সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ, যৌবন উদার হতে শেখায়, এবং প্রেম সে উদারতাকে সার্থক করে তোলে।
মনস্তাত্বিক ভাবে রচিত হয় এক ইতিবাচকতা।
(ভিডিও সৌজন্যে : ইউটিউব)
ধন্যবাদ।