একাদশ শ্রেনীর কলেজ আবেদনের সময়সূচি
![]() |
📄📄তোমাদের আবেদন পর্যায়ক্রমে ৩ বার নেওয়া হবে। যা আমি নিচে প্রমান সহ আলোচনা করলাম।
👉১ম পর্যায়ে আবেদন নেওয়ার সময়ঃ-৯ আগষ্ট-২০ আগষ্ট (১৫ আগষ্ট শোক দিবস উপলক্ষে সকল কার্যক্রম একদিন বন্ধ থাকবে)
👉১ম আবেদনের ফলাফল প্রকাশঃ-২৫ আগষ্ট (রাত-৮ টা)
👉১ম আবেদনের নিশ্চায়নের সময়ঃ-২৬ আগষ্ট-৩০ আগষ্ট রাত ৮ টা পর্যন্ত( নিশ্চায়ন না করলে ১ম আবেদন বাতিল)
👉১ম আবেদনের মাইগ্রেশনের ফলাফল প্রকাশঃ-৪ সেপ্টেম্বর
🔔
👉২য় পর্যায়ে আবেদন নেওয়ার সময়ঃ-৩১ আগষ্ট-২ সেপ্টেম্বর।
👉২য় আবেদনের ফলাফল প্রকাশঃ-৪ সেপ্টেম্বর রাত ৮ টা
জ?
👉২য় আবেদনের নিশ্চায়নের সময়ঃ- ৬ সেপ্টেম্বর রাত ৮ টা (নিশ্চায়ন না করলে ২য় আবেদন বাতিল)
👉২য় আবেদনের মাইগ্রেশনের ফলাফল প্রকাশঃ-১০ সেপ্টেম্বর রাত ৮ টা
🔔
👉৩য় পর্যায়ে আবেদন নেওয়ার সময়ঃ-৭ সেপ্টেম্বর-৮ সেপ্টেম্বর
👉৩য় আবেদনের ফলাফল প্রকাশঃ-১০ সেপ্টেম্বর রাত ৮ টা
👉৩য় আবেদনের নিশ্চায়নের সময়ঃ-১১ সেপ্টেম্বর-১২ সেপ্টেম্বর রাত-৮ টা( নিশ্চায়ন না করলে ৩য় আবেদন বাদ যাবে)
📃📃কলেজ ভিত্তিক চুড়ান্ত ফল প্রকাশঃ-১৩ সেপ্টেম্বর রাত ৮ টা।
কলেজ ভর্তিঃ-১৩ সেপ্টেম্বর-১৫ সেপ্টেম্বর।