Notification texts go here Contact Us Buy Now!

ভালো কিছু কোরিয়ান মুভির রিভিউ

LaBiB

1.Miracle in Cell No. 7
বাবা মেয়ের ভালবাসা নিয়ে নির্মিত দুর্দান্ত এক ড্রামা/কমেডি মুভি। লিষ্ট বেশ লম্বা তাই হিংস দিয়ে যাব বিস্তারিত বলছি না। শুধু একটা কথাই বলব মাস্টার পিস। মুভিটির ২ঘন্টাই আমি কেদেছি। আইএমডি রেটিং ৮.২।
2. Memories of Murder
থ্রিলার মুভি পরতে পরতে টুইস্ট, দুই ডিটেক্টিভ এর একজ সিরিয়াল কিলার কে খুজে বের করার কাহিনির উপোর নির্মিত। এটি একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিতি সিনেমা। শেষ পর্যন্ত তারা কি পারবে কিলার কে খুজে বের করতে? জানতে হলে দেখে ফেলুন। আইএমডি রেটিং ৮.১।
3. Parasite
থ্রিলার কমেডি জনরার সিনেমা। মধ্যবিত্ত ও ধনি পরিবারের জীবনের উপর নির্ভর করে বানানো এই সিনেমা। অস্কার জয়ি সিনেমা তাই কোনো কথা হবে না। আইএমডি রেটিং ৮.৬।
৪. Forgotten
থ্রিলার মুভি লাভার হলে মাস্ট সাজেস্টেড, এই মুভি দেখার পর আমি দের মাস পাগল আছিলাম। ছোট ও বড় ভাই এর মধ্যকার কাহিনি বড় ভাই নিখোজ হয়ে যায় তাকে খুজে বের করার চেষ্টা করে ছোট ভাই এক সময় বুঝতে পারে আসলে তার পরিবার তার বাবা মা তার সাথে মিথ্যা বলছে।। আসলে তারা অন্য কেউ।। কি ঘটে জানতে চাইলে বসে পরুন মুভি দেখতে। আইএমডি রেটিং ৭.৪।
5. OldBoy
আপনায় যদি একটা রুমে ১৫ বছর আটকিয়ে রাখা হয়। আপনি জানেন না কেন, কারা এমন করেছে আপনার অপরাধি বা কি, এবং একদিন আপনায় মুক্ত করে দেয়া হয়। আর আপনায় ফোন করে বলে যে মশাই আমি আপনায় আটকে রেখেছিলাম। এখন খুজুন কেন?? সে কি পারবে খুজে বের করতে কেন রাকে আটকিয়ে রাখা হয়েছে ?? আইএমডি রেটিং ৮.৪।
6. No mercy
এক ডাক্তার যে একটি কেসে ময়নাতদন্ত এর রিপোট পালটে আশামির পক্ষে রায় পেতে সাহায্য করে। তার ঠিক ১৫ বছর পর তার সেই ভুলের মাসুল কিভাবে চুকাতে হয় সেই গল্প। থ্রিলার জনরার মুভি।। এক ভয়ংকর প্রতিশোধ এর গল্প। আইএমডি রেটিং ৭.৪।
7. A moment to Remember
রোমান্স /ড্রামা মুভি। অসাধারন একটি মুভি।আইএমডি রেটিং 8.2।
8. I saw the devil
ভয়ংকর এক প্রতিশোধের গল্প। আগে একজন এ মুভি সম্পর্কে বলেছে তাই বিস্তারিত না বললাম। থ্রিলার একশন সিনেমা। আইএমডি রেটিং ৭.৮।
9. Ayla: The Daughter of War
মুভিটি আসলে কোরিয়া ও তুরুস্কের যৌথ প্রযোজনায় নির্মিত। এক তুর্কি সৌন্য ১৯৫০ এর কোরিয়া যুদ্ধে অংশ নেন। সেখানে গিয়ে কুরিয়ে পান এক যুদ্ধে বাবা মা হারানো শিশুকে। বাকি গল্প মুভিতে দেখবেন। হাইলি সাজেস্টেড থাকবে মুভিটি। বাস্তব গল্পের উপোর নির্মিত সিনেমা। আইএমডি রেটিং ৮.৫। কান্না ধরে রাখতে পারবেন না।
বস্তবের বাবা সুলেমান ও মেয় আয়লা( যুদ্ধে পাওয়া) দৃর্ঘ্য ৬০ বছর পর আবার পুনরায় মিলিত হন। সেই লিংক টি দেয়া হল।
10. The Culprit
আমার পার্সোনালি ভাল লেগেছে তবে আইএমডি রেটিং কম। অনেক সময় আপনার শত্রু আপনার পাশেই আপনার বন্ধুর মত থাকে। সাহায্য করার ভান করে। কিন্তু আসলেই সেই আপনার শত্রু এবং তাকে বিশ্বাস করে কিভাবে শেষে আপনি দোষি হয়ে যান সেই গল্প। থ্রিলার জনরার মুভি। আইএমডি রেটিং ৫.৯।
11. Train to Busan
বাবা ও মেয়ের দুঃসাহসী ট্রেন যাত্রার গল্প, তারা বুসান যাচ্ছে মায়ের সাথে দেখা করার জন্য। হটাত করে ট্রেনে আক্রমন হয় জাম্বিয়া ভাইরাসের। এক এক করে সবাই আক্রান্ত হয়ে পরিনত হচ্ছে মানব কুকুরে। তারা কি পারবে বেচে ফিরতে? জানতে মুভিটি দেখে ফেলুন। আইএমডি রেটিং ৭.৫।
12. 𝐓𝐡𝐞 𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞𝐫𝐬
শহর থেকে হঠাৎ গায়েব হয়ে যায় এক স্কুল ছাত্রী। কিন্তু কারো যেন কোনো মাথাব্যথাই নেই। পুলিশও শুনতে চাচ্ছে না কোনো কথা। উলটো সবাই অপবাদ দিয়ে ব্যাপারটা ধামাচাপা দিতে উঠে পরে লেগেছে।এদিকে তার বেস্টি ইয়ু-জিন তার বান্ধুবিকে নিয়ে খুব চিন্তিত। বান্ধুবি ইয়ু-জিনকে সাহায্য করতে আসছে না কেউ। এর পিছনে কে বা কেন আছে।কি পরিণতির স্বীকার মেয়েটা? জানতে দেখে ফেলুন 𝐓𝐡𝐞 𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞𝐫𝐬 । আইএমডি রেটিং ৫.৮। আইএমডি রেটিং দিয়ে মুভির বিচার করলে ভুল করবেন একবার দেখেই ফেলুন।
13Chronicles of Evil
একজন ডিটেক্টিভ আত্তরক্ষার জন্য একটি খুন করেন। এবং শেষে সেই খুনের তদন্তের ভার তার কাছেই আসে। এবং একি একি সব প্রমান তার বিরুদ্ধে চলে যাচ্ছে। শেষ অবধি কি ঘটে। আসলে এসব কি কাকতালিও নাকি এর পিছে রয়েছে কোন হাত। জানতে মুভিটি দেখে ফেলুন। আইএমডি রেটিং ৬.৮।
14. The Chaser
সাবেক ডিটেক্টিভ টাকার অভাবে জরিয়ে পরেন পতিতার দালালিতে। হটাত তিনি লক্ষ্য করেন তার অধিনস্থ মেয় গুলো কোথায় জানি উধাও হয়ে যাচ্ছে।। তার ধারনা টাকা পয়সা নিয়ে তারা ভেগে যাচ্ছে। এর পর এক নিয়মিত কাস্টমার ফোন করে মেয়ে চায় তার অধিনে কাজ করা এক মেয়ে অসুস্থ থাকার পর তাকে পাঠিয়ে দেয়। হটাত তিনি আবিশ্বকার করেন যত মেয়ে এ পর্যন্ত গায়েব হয়ে গেছে তার আগে তিনি এই লোকের কাছে পাঠিয়েছিলেন। এখন কি হবে মেয়েটি কার ফাদে পা দিল? সাবেক ডিটেক্টিভ পারবে মেয়ে টিকে উদ্ধার করতে? নাকি সবি তার ভ্রম? জানতে দেখে ফেলুন the Chaser মুভিটি। অসাধারন এক থ্রিলার মুভি। আইএমডি রেটিং ৭.৯।
অনেক মুভি মনে পরছে না, লিস্ট আপডেট হতে থাকবে মনে পরলেই বা কার জানা থাকলে কমেন্ট এ বললে আপডেট করে দিব।
Happy watching

About the Author

LaBiB
Bangladesh Writter Society

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.